জি এম কাদেরের নেতৃত্ব গুণের কাছে দালালদের নোংরামি টিকবে নাঃ তাপস
সোহেল আহমেদ: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপির নেতৃত্ব গুণের কাছে চক্রান্তকারীদের কোনো নোংরামি আর টিকবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির অভ্যন্তরীন কোন্দল সম্পর্কে দৈনিক বরিশাল টুয়েন্টিফোর-এর সাথে আলাপকালে জনাব তাপস বলেন, আমাদের প্রয়াত নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কে দলের ভেতর অবস্থান করা একশ্রেণির দালালদের মোকাবেলা করতে হয়েছে। ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলো জাপাকে ভাঙতে চেষ্টা করলে এসব সুবিধা ভোগী চক্রান্তকারীরা পার্টিকে ভাঙনের মুখে ঠেলে দিয়েছে। অতীতের মতো ওই সব চক্রান্তকারীরা আবার নোংরামি শুরু করে দিয়েছে।
সামনে জাতীয় নির্বাচন। সে নির্বাচনে সুবিধা নিতেই পার্টির প্রধান পৃষ্ঠপোষক আমাদের শ্রদ্ধেয় নেত্রী বেগম রওশন এরশাদ এর মতো একজন মুমূর্ষু রোগীকে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করিয়েছে।
যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস বলেন, দলের গঠনতন্ত্র পরিপন্থী অবৈধ ঘোষিত আহবায়ক কমিটি সারাদেশের নেতাকর্মী সমর্থকরা প্রত্যাক্ষাণ করেছে। প্রেস বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে পার্টির পক্ষ থেকেও। জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ইকবাল হোসেন তাপস বলেন, পার্টিকে ভেঙে অতীতে অনেকে নেতা বনে গেছেন অস্তিত্ব আছে কয়জনের? প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ এর মৃত্যুর পর জাপার হাল ধরে জি এম কাদের মহোদয় শতভাগ সফল। তাঁর নেতৃত্বে সারাদেশে জাতীয় পার্টি এক্যবদ্ধ এবং সুশৃঙ্খল।
ইকবাল হোসেন তাপস বলেন, আমাদের মাননীয় চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বেই আছি, থাকবো। এরশাদ প্রেমিরা জি এম কাদেরের নেতৃত্বের বাহিরে অন্য কাউকে চেনে না।বর্তমান সময়ে জাপার সাংগঠনিক অবস্থা বলতে গিয়ে তিনি বলেন, আগেরকার জাতীয় পার্টি আর এখনকার জাতীয় পার্টি এক নয় , জিম কাদের মহোদয়ের আদর্শ ও নেতৃত্ব গুণের কাছে আর কোনো নোংরামি টিকবে না।
ইকবাল হোসেন তাপস বলেন, ম্যাডাম অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত তিনি শারীরিক জটিলতা নিয়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। চক্রান্তকারী সেই সুযোগে ম্যাডামকে ঢাল হিসেবে ব্যবহার করে আহবায়ক কমিটি ঘোষণা করিয়েছে। এতে যাদের নাম ঘোষণা করেছে দুইজন ছাড়া বাকি সবাই তাঁর বিপক্ষে। আমাদের মহাসচিব সহ শীর্ষ নেতৃত্বৃন্দ তো ইতিমধ্যে চেয়ারম্যান মহোদয়কে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিতে মাননীয় স্পিকাররের নিকট চিঠিও দিয়েছে।
গতো ৩১ আগস্ট বিদেশে চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ কতৃক আহবায়ক কমিটি ঘোষণার পর পরই সারাদেশে তুমুল সমালোচনার মুখে পড়েন বেগম রওশন এরশাদ। তাঁর এ ঘোষণা পার্টির গঠনতন্ত্র পরিপন্থি এবং অবৈধ উল্লেখ করে জাপা চেয়ারম্যান এর পক্ষে ওই দিনই প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। এতেই ক্ষান্ত হননি রওশন বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব।
গতোকাল বৃহস্পতিবার এক জরুরী বৈঠকে সংসদীয় দলের ২৬ এমপির মধ্যে ২৪ জনই চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্ব কে সমর্থণ করে তাঁকে জাতীয় সংসদ এর বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেছেন বলে গণমাধ্যমকে জানানো হয়। আর এ স্বীকৃতি পেতে স্পিকারের নিকট চিঠিও দেয়া হয়। স্পিকারের অনুমোদন পেলেই জি বিরোধী দলীয় নেতার পদ পাবেন জাপা চেয়ারম্যান জি এম কাদের ।