সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় ১৩শ কোটি টাকা
অনলাইন নিউজ: মাত্র এক বছরের ব্যবধানে, ফের সুইজ্যারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় ১৩শ কোটি টাকা। বৃহস্পতিবার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংক- সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবি।
প্রতিবেদন বলছে, ২০১৮র ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত দাড়িয়েছে ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ।
দেশি মুদ্রায় যা ৫ হাজার ৩শ ৪৩ কোটি টাকা। মাঝে ২০১৭ সালে এ অংক কিছুটা কমেছিলো। তখন জমা ছিলো ৪৮ কোটি ১৩ লাখ ফ্রাঁ বা ৪ হাজার ৬৯ কোটি টাকা। আর ২০১৬ তে জমার পরিমাণ ছিলো সাড়ে ৫ হাজার কোটি টাকা।
ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুযুগের খ্যাতি সুইজারল্যান্ডের। প্রায় দুশো বছর ধরে ব্যাংকিং সেবার কেন্দ্র ইউরোপের দেশটি। ৮০ লাখ মানুষের দেশে ব্যাংক আছে ২৪৮ টি।
ধারনা করা হয় গ্রাহকের নাম-পরিচয় গোপন রেখে অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা রাখা হয় সুইস ব্যাংকে।