প্রাকৃতিক সৌন্দর্য্যময় চাঁদপাশা হাইস্কুল ও কলেজে অনলাইনে ভর্তি শুরু হচ্ছে

প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ সাজে সজি্জত ্চাঁদপাশা হাইস্কুল ও কলেজ, অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আপনি যে কারণে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাবেন।
্চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেনীতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি (Admission Circular)
College Code: 1755
EIIN No: 100446
====================
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে আগামী ০৯/০৮/২০২০ইং তারিখ থেকে ওনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং চলবে ১৫/০৯/২০২০ইং পর্যন্ত। চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, বানিজ্য ও মানবিক শাখায় ভর্তি হওয়ার জন্য ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। চাঁদপাশা হাইস্কুল ও কলেজ ( EIIN No: 100446, College Code: 1755) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লাখুটিয়া সড়কের পাশে সুন্দর ও মনোরম পরিবেশ অবস্থিত। ১৯৬৮ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে যেভাবে নিরলস শ্রম ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয় হয়ে আসছে বরাবর।
অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখার কিছু বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো:-
পাঠিত কোর্স: একাদশ-দ্বাদশ
শাখা:



বিদ্যমান অবকাঠামোগত সুবিধা:




অন্যান্য স্থাপনার বিবরণ:











প্রতিষ্ঠানিক সুবিধাসমূহ:




সহশিক্ষা কার্যক্রম ও অনুষ্ঠানাদি:











যোগাযোগ :
মোবা: 01620715992(অফিস)
ই-মেইল: chcollege_barisal@yahoo.com
কলেজ পেইজঃ Chandpasha High School And College.