বসুন্ধরা কিংসে নতুন চমক ব্রাজিলের রবিনহো  - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বসুন্ধরা কিংসে নতুন চমক ব্রাজিলের রবিনহো  - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৬, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

বসুন্ধরা কিংসে নতুন চমক ব্রাজিলের রবিনহো 

রাকিব হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ স্বাধীনতা কাপ , বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। ফুটবল জগতের এক অন্যন্যা শক্তির নাম বসুন্ধরা কিংস। খুব কম সময়ে ক্রীড়া জগতে নিজেদের জাত চিনিয়েছে এই ক্লাবটি। এবার তাদের লক্ষ্য এএফসি কাপের শিরোপা জয়।
*
প্রথমবারের মতো খেলতে যাওয়া এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টিসি স্পোর্টস মালদ্বীপের বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। করোনা ভাইরাসের কারনে বর্তমানে বন্ধ রয়েছে এএফসি কাপের বাকী খেলা। তবে মালদ্বীপে অক্টোবরে আবারো শুরু হতে যাচ্ছে  এএফসি কাপের বাকি ম্যাচ।দেশী ও বিদেশী প্লেয়ারদের চমক নিয়েই দল গঠন করে বসুন্ধরা কিংস।
*
বাংলাদেশের ফুটবল সমর্থকদের মন জয় করা ও মাঠ মাতানো খেলোয়াড় বসুন্ধরা কিংসের অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেস, আর্জেন্টাইন নিকোলাস ডেলমন্তে ,বখতিয়ার দুশভেকভ ও আখতাম নাজারভ কে দল থেকে বিদায় জানিয়েছে ক্লাবটি। একে একে নিজের চারজন বিদেশীকে ছেড়ে দিয়ে অনেকটাই অবাক করেছিলো বসুন্ধরা কিংস।
*
তবে বলার অবকাশ ছিলো না এএফসি কাপের পরবর্তী খেলাগুলোকে বিবেচনা করে বিদেশীদের নতুন চমক নিয়ে আসতে পারে ক্লাবটি। বিদায় নেওয়া খেলোয়াড়দের সমপরিমাণ কিংবা তাদের চেয়েও ভাল খেলোয়াড় আনার চেষ্টা করছিলো ক্লাবটি। তারই ধারাবাহিকতায় গতকাল ব্রাজিলের ২৫ বছর বয়সী রবসন আজেভেদো দা সিলভা রবিনহো কে একবছরের লোনে দলে ভেড়ায় নতুন চমক দেখিয়েছে ক্লাবটি। রবিনহো ফ্লুমিনেন্সের জার্সিতে ২২ ম্যাচ খেলে ২টি গোল করেছে। এছাড়া তিনি ফ্লুমিনেন্স থেকে ধারে  সিএসএ ক্লাবে খেলতে গিয়ে ব্রাজিলের অ্যালাগোয়ানো প্রদেশের সর্বোচ্চ লীগ সেন্ট্রো স্পোর্টিভো অ্যালাগোয়ানো জয় করেন। এ মাসেরই মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখবে রবিনহো।দলে আগে থেকেই যুক্ত রয়েছেন মেসির সতীর্থ হার্নান বার্কোস। প্রথম ম্যাচেই চার গোল করে নিজের সামর্থ্যের প্রমান দিয়েছে বার্কোস। এখন বাকি রয়েছে দুজন বিদেশী তবে জানা যায় অস্ট্রেলিয়ান ও ইরাকি দুজন খেলোয়াড় যোগ দিবে বসুন্ধরা কিংসে। কিন্তু তাদের নাম এখনো প্রকাশ করেনি ক্লাবটি।
*
বাংলাদেশের ফুটবল সমর্থকদের একের পর এক চমক দিয়েই যাচ্ছে ক্লাবটি। এএফসি কাপের প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে ক্যাম্প করবে বসুন্ধরা কিংস। ১৯ অক্টোবরে মালদ্বীপ যেতে হবে তাদের কিন্তু পরিবেশের সাথে মানিয়ে নিতে ১৫ অক্টোবর মালদ্বীপ পৌছাতে চায় ক্লাবটি। আর্জেন্টাইন বার্কোস ও ব্রাজিলিয়ান রবিনহোর জুটি দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।
*
বসুন্ধরা কিংস’র সভাপতি  ইমরুল হাসান জানান, কলিনড্রেসের পজিশনে খেলবে রবিনহো। তার ভিডিও ফুটেজে যেরকম দেখেছি বা তার সম্পর্কে যতটুকু জেনেছি তার পঞ্চাশ ভাগ খেললেও গোল নিয়ে দুশ্চিন্তা থাকবে না আমাদের। তিনি আরও জানান,শক্তিশালী দল নিয়েই এএফসি কাপে ইতিহাস গড়ার লক্ষ্যেই মাঠে নামবে বসুন্ধরা কিংস।
দৈনিক বরিশাল ২৪

বসুন্ধরা কিংসে নতুন চমক ব্রাজিলের রবিনহো 

বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ
রাকিব হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ স্বাধীনতা কাপ , বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। ফুটবল জগতের এক অন্যন্যা শক্তির নাম বসুন্ধরা কিংস। খুব কম সময়ে ক্রীড়া জগতে নিজেদের জাত চিনিয়েছে এই ক্লাবটি। এবার তাদের লক্ষ্য এএফসি কাপের শিরোপা জয়।
*
প্রথমবারের মতো খেলতে যাওয়া এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টিসি স্পোর্টস মালদ্বীপের বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। করোনা ভাইরাসের কারনে বর্তমানে বন্ধ রয়েছে এএফসি কাপের বাকী খেলা। তবে মালদ্বীপে অক্টোবরে আবারো শুরু হতে যাচ্ছে  এএফসি কাপের বাকি ম্যাচ।দেশী ও বিদেশী প্লেয়ারদের চমক নিয়েই দল গঠন করে বসুন্ধরা কিংস।
*
বাংলাদেশের ফুটবল সমর্থকদের মন জয় করা ও মাঠ মাতানো খেলোয়াড় বসুন্ধরা কিংসের অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেস, আর্জেন্টাইন নিকোলাস ডেলমন্তে ,বখতিয়ার দুশভেকভ ও আখতাম নাজারভ কে দল থেকে বিদায় জানিয়েছে ক্লাবটি। একে একে নিজের চারজন বিদেশীকে ছেড়ে দিয়ে অনেকটাই অবাক করেছিলো বসুন্ধরা কিংস।
*
তবে বলার অবকাশ ছিলো না এএফসি কাপের পরবর্তী খেলাগুলোকে বিবেচনা করে বিদেশীদের নতুন চমক নিয়ে আসতে পারে ক্লাবটি। বিদায় নেওয়া খেলোয়াড়দের সমপরিমাণ কিংবা তাদের চেয়েও ভাল খেলোয়াড় আনার চেষ্টা করছিলো ক্লাবটি। তারই ধারাবাহিকতায় গতকাল ব্রাজিলের ২৫ বছর বয়সী রবসন আজেভেদো দা সিলভা রবিনহো কে একবছরের লোনে দলে ভেড়ায় নতুন চমক দেখিয়েছে ক্লাবটি। রবিনহো ফ্লুমিনেন্সের জার্সিতে ২২ ম্যাচ খেলে ২টি গোল করেছে। এছাড়া তিনি ফ্লুমিনেন্স থেকে ধারে  সিএসএ ক্লাবে খেলতে গিয়ে ব্রাজিলের অ্যালাগোয়ানো প্রদেশের সর্বোচ্চ লীগ সেন্ট্রো স্পোর্টিভো অ্যালাগোয়ানো জয় করেন। এ মাসেরই মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখবে রবিনহো।দলে আগে থেকেই যুক্ত রয়েছেন মেসির সতীর্থ হার্নান বার্কোস। প্রথম ম্যাচেই চার গোল করে নিজের সামর্থ্যের প্রমান দিয়েছে বার্কোস। এখন বাকি রয়েছে দুজন বিদেশী তবে জানা যায় অস্ট্রেলিয়ান ও ইরাকি দুজন খেলোয়াড় যোগ দিবে বসুন্ধরা কিংসে। কিন্তু তাদের নাম এখনো প্রকাশ করেনি ক্লাবটি।
*
বাংলাদেশের ফুটবল সমর্থকদের একের পর এক চমক দিয়েই যাচ্ছে ক্লাবটি। এএফসি কাপের প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে ক্যাম্প করবে বসুন্ধরা কিংস। ১৯ অক্টোবরে মালদ্বীপ যেতে হবে তাদের কিন্তু পরিবেশের সাথে মানিয়ে নিতে ১৫ অক্টোবর মালদ্বীপ পৌছাতে চায় ক্লাবটি। আর্জেন্টাইন বার্কোস ও ব্রাজিলিয়ান রবিনহোর জুটি দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।
*
বসুন্ধরা কিংস’র সভাপতি  ইমরুল হাসান জানান, কলিনড্রেসের পজিশনে খেলবে রবিনহো। তার ভিডিও ফুটেজে যেরকম দেখেছি বা তার সম্পর্কে যতটুকু জেনেছি তার পঞ্চাশ ভাগ খেললেও গোল নিয়ে দুশ্চিন্তা থাকবে না আমাদের। তিনি আরও জানান,শক্তিশালী দল নিয়েই এএফসি কাপে ইতিহাস গড়ার লক্ষ্যেই মাঠে নামবে বসুন্ধরা কিংস।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত