মুক্তিযোদ্ধার সন্তান সুমনের সেচ্ছা শ্রমের দৃষ্টান্ত স্থাপন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মুক্তিযোদ্ধার সন্তান সুমনের সেচ্ছা শ্রমের দৃষ্টান্ত স্থাপন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০২, ২০২০ ৭:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

মুক্তিযোদ্ধার সন্তান সুমনের সেচ্ছা শ্রমের দৃষ্টান্ত স্থাপন

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আফজালাবাদ ইউনিয়নে বাগইন গ্রামের গর্বিত পিতা বীর মুক্তিযোদ্ধা মৌরশ আলীর সন্তান সুমন।
দেশের জনপ্রতিনিধিরা যেতায় জনগণের সেবা করার ওয়াদা করে ভোটের পর সব ভুলে যান, আবার ভোটের আগে জনগণের বন্ধু হবার অভিনয় করেন,এভাবেই চক্রাকারে তা চলতে থাকে।
কিন্তু সুমন ভোটের জন্য নয়, নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে বিনা পারিশ্রমিকে রাস্তা নির্মাণ করে প্রতিনিয়ত ছাতক ও বিশ্বনাথ উপজেলার পথে প্রান্তরে সে স্বেচ্ছায়  শ্রমদিযে মেরামত করছেন ভিন্ন ভাঙ্গা রাস্তায় মাটি ভরাট করে আসছে দীর্ঘ দিন থেকে।
পূর্ব বাগইন গ্রামের রাস্তা,গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ হইতে বুরাইয়াবাজারের রাস্তা, বসন্তপুর, বানারশিপুর ,ছৈলা, কহল্ল, বাউভোগলী বড়চাল,খলাগাঁও,পলিরগাঁও,সরিষাপুর,গ্রামসহ ছাতক উপজেলার অসংখ্য গ্রামীণ কাঁচা-পাকা রাস্তায় মাটি ভরাট করছে,সুমনের একান্ত সাথে আলাপ কালে তিনি বলেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং এ দেশের  সচেতন নাগরিক  আমি আমার কর্তব্য পালন করছি ও ইবাদত মনে করে রাসূল (সাঃ) বলেছেন যে ব্যাক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুু দূরকরবে তাহার ঈমান বৃদ্ধিপাবে।
তিনি আরো বলেন রাস্তার কাজ করবো যতো দিন বেঁচে থাকবো সুস্থ অবস্থায়,ছাত্র ছাত্রী, মসজিদের মুসুল্লীরা যাতে চলাফেরা করতে পারে আরামে এই আমার ক্ষুদ প্রচেষ্টা। চেয়ারম্যান মেম্বারগণ রাস্তার কাজ করেন সরকারী টাকা দিয়ে আমি কাজ করি নিজের শ্রমদিয়ে,মানুষ হয়ে দেশের মানুষের জন্য কিছু করতে চাই আমার শ্রম দিয়ে, আমার পুঁজি হচ্ছে শ্রম।
আমাদের প্রতিনিধির সাথে সাক্ষাৎকার কালে সুমন বলেন আমার নিত্যদিনের কাজ হলো সকাল বেলা কুদাল নষ্ট থাকলে ঠিক করা,উড়ি মেরামত করা,সকালের খাবার খাওয়ার পর ভাঙ্গা রাস্তায় গিয়ে মেরামত করা।আমাকে অনেকে পাগল বলে।আমার কাছে একটি পংতি মনেপড়ে হাসন রাজার লোক বলেরে বলে ঘর বাড়ি ভালো না আমার কী ঘর বান্দিয়াছি আমি শূণ্যেরই মাঝার লোকে বলেরে।
আমি প্রায় চার বছর ধরে রাস্তা মেরামত করছি বিনা পরিশ্রমে দেখে সাংবাদিক ভাইয়েরা রিপোর্ট করায় এখন আমার বাবার মুক্তি ভাতা পাই। সবাই আমার জন্য দোয়া করিয়েন মানবসেবা যেন করতে পারি।
দৈনিক বরিশাল ২৪

মুক্তিযোদ্ধার সন্তান সুমনের সেচ্ছা শ্রমের দৃষ্টান্ত স্থাপন

বুধবার, সেপ্টেম্বর ২, ২০২০ ৭:৪০ অপরাহ্ণ
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আফজালাবাদ ইউনিয়নে বাগইন গ্রামের গর্বিত পিতা বীর মুক্তিযোদ্ধা মৌরশ আলীর সন্তান সুমন।
দেশের জনপ্রতিনিধিরা যেতায় জনগণের সেবা করার ওয়াদা করে ভোটের পর সব ভুলে যান, আবার ভোটের আগে জনগণের বন্ধু হবার অভিনয় করেন,এভাবেই চক্রাকারে তা চলতে থাকে।
কিন্তু সুমন ভোটের জন্য নয়, নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে বিনা পারিশ্রমিকে রাস্তা নির্মাণ করে প্রতিনিয়ত ছাতক ও বিশ্বনাথ উপজেলার পথে প্রান্তরে সে স্বেচ্ছায়  শ্রমদিযে মেরামত করছেন ভিন্ন ভাঙ্গা রাস্তায় মাটি ভরাট করে আসছে দীর্ঘ দিন থেকে।
পূর্ব বাগইন গ্রামের রাস্তা,গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ হইতে বুরাইয়াবাজারের রাস্তা, বসন্তপুর, বানারশিপুর ,ছৈলা, কহল্ল, বাউভোগলী বড়চাল,খলাগাঁও,পলিরগাঁও,সরিষাপুর,গ্রামসহ ছাতক উপজেলার অসংখ্য গ্রামীণ কাঁচা-পাকা রাস্তায় মাটি ভরাট করছে,সুমনের একান্ত সাথে আলাপ কালে তিনি বলেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং এ দেশের  সচেতন নাগরিক  আমি আমার কর্তব্য পালন করছি ও ইবাদত মনে করে রাসূল (সাঃ) বলেছেন যে ব্যাক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুু দূরকরবে তাহার ঈমান বৃদ্ধিপাবে।
তিনি আরো বলেন রাস্তার কাজ করবো যতো দিন বেঁচে থাকবো সুস্থ অবস্থায়,ছাত্র ছাত্রী, মসজিদের মুসুল্লীরা যাতে চলাফেরা করতে পারে আরামে এই আমার ক্ষুদ প্রচেষ্টা। চেয়ারম্যান মেম্বারগণ রাস্তার কাজ করেন সরকারী টাকা দিয়ে আমি কাজ করি নিজের শ্রমদিয়ে,মানুষ হয়ে দেশের মানুষের জন্য কিছু করতে চাই আমার শ্রম দিয়ে, আমার পুঁজি হচ্ছে শ্রম।
আমাদের প্রতিনিধির সাথে সাক্ষাৎকার কালে সুমন বলেন আমার নিত্যদিনের কাজ হলো সকাল বেলা কুদাল নষ্ট থাকলে ঠিক করা,উড়ি মেরামত করা,সকালের খাবার খাওয়ার পর ভাঙ্গা রাস্তায় গিয়ে মেরামত করা।আমাকে অনেকে পাগল বলে।আমার কাছে একটি পংতি মনেপড়ে হাসন রাজার লোক বলেরে বলে ঘর বাড়ি ভালো না আমার কী ঘর বান্দিয়াছি আমি শূণ্যেরই মাঝার লোকে বলেরে।
আমি প্রায় চার বছর ধরে রাস্তা মেরামত করছি বিনা পরিশ্রমে দেখে সাংবাদিক ভাইয়েরা রিপোর্ট করায় এখন আমার বাবার মুক্তি ভাতা পাই। সবাই আমার জন্য দোয়া করিয়েন মানবসেবা যেন করতে পারি।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত