গ্রাম নয় যেন স্বর্গের টুকরা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গ্রাম নয় যেন স্বর্গের টুকরা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৩, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

গ্রাম নয় যেন স্বর্গের টুকরা!

অনলাইন নিউজঃ দেশে ছেড়ে এখন মানুষ বিদেশে ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে সুপরিচিত জায়গার বদলে ঘুরে আসতে পারেন ভিয়েতনামের মাই ছাউ থেকে। সবুজে ঘেরা পাহাড়, ধাপ কাটা সুদৃশ্য চা-বাগান, সোনালি ধানের খেত একবার দেখলে চোখের পাশাপাশি মনও জুড়িয়ে যাবে, নিশ্চিত।

কখন যাবেন
ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে মাই ছাউ যেতে সময় লাগে ৩ ঘণ্টা। মে-জুন মাস এবং সেপ্টেম্বর-অক্টোবর মাস হল মাই ছাউ ঘোরার আদর্শ সময়। এই সময়ই ধান পাকে, আর তাই যেদিকেই চোখ যাবে, সোনালি-হলুদ রং চোখ ধাঁধিয়ে দেবে।

কী দেখবেন
মাই ছাউয়ের প্রধান পর্যটনস্থল হলো লাক গ্রাম। সেখান থেকে চলে যেতে পারেন থুঙ খে পাসে। এই জায়গাটিকে দা ট্রাং মাউন্টেন পাসও বলা হয়। দা ট্রাং শব্দের অর্থ সাদা পাথর। সাদা চুনাপাথর দিয়ে তৈরি পাহাড়ে ঘেরা বলেই এমন নামকরণ। দূর থেকে থুঙ খে পাসের রূপ দেখলে হাঁ হয়ে যেতে হয়। মনে হয়, পুরো এলাকাটি অবিকল যেন তুষারে ঢাকা।

mai chau vietnam

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মিটার উচ্চতায় থুঙ খে পাসের উপর থেকে পুরো উপত্যকাটি দেখা যায়। সবুজ পাহাড়, ধান খেতে ঢাকা ছোট ছোট বাড়ি, সবটাই দেখা যায় পাখির চোখে। ছোট্ট একটি বাজারও রয়েছে এই এলাকায়, যেখানে বিভিন্ন রকম স্থানীয় খাবার চেখে দেখার সুযোগ মিলবে।

স্থানীয়দের জীবনযাপন আরও কাছ থেকে দেখতে চাইলে চলে যেতে হবে হাং কিয়া এবং পা কো-তে। হোয়া বিন প্রদেশে এই দুটি মাত্র গ্রামেই হমং প্রজাতির মানুষের বাস। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উচ্চতায় এই গ্রামগুলো সারা বছরই পেঁজা তুলোর মতো মেঘে ঢাকা থাকে। দেখলে মনে হবে, যেন মেঘেদেরই স্বর্গরাজ্য সেগুলো। বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি বেশ কিছু ওয়াচ টাওয়ার রয়েছে সেখানে, যেগুলোতে উঠলে মেঘের সমুদ্রে ভেসে বেড়ানোর অনুভূতি মিলবে।

পা কো-তে রয়েছে একটি বাজার, যেখানে স্থানীয়দের তৈরি পোশাকের সম্ভার চোখ ধাঁধিয়ে দেবে। ব্রোকেডের পোশাক ছাড়াও পাওয়া যাবে হমং, থাই এবং মুয়ং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জামাকাপড়। উল্লেখ্য, এই বাজারটি বসে শুধুমাত্র রবিবার, তাও ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত।

mai chau vietnam

লাক গ্রামে এমন অজস্র দোকান রয়েছে যেখানে সংখ্যালঘু থাই সম্প্রদায়ের মানুষজনকে পোশাক তৈরি করতে দেখারও সুযোগ মিলবে। হোয়া বান নামে একটি দোকান রয়েছে যেখানে থাই মহিলারা পোশাক বোনার প্রশিক্ষণও দেন।

জঙ্গল এবং পাহাড়ে ঘেরা হোয়া বিন লেকে কায়াকিংয়েরও সুযোগ রয়েছে। একটা গোটা দিন প্রকৃতির কোলে শুধু এভাবেই কাটিয়ে দেওয়া যায়। এছাড়া ঘুরে আসতে পারেন পু লুয়ং নেচার রিজার্ভ থেকে। সেখানে শীতল জলের ঝর্নায় গোসল করলে শরীর, মন দুইই মুহূর্তে চনমনে হয়ে উঠবে।

কোথায় থাকবেন
মাই ছাউতে থাকার জায়গার অভাব নেই। লাক এবং পম কুং গ্রামে একাধিক হোমস্টে রয়েছে, যেখানে স্থানীয় থাই, হমং এবং ডাও পরিবারগুলোর আতিথেয়তায় মন ভরে যাবে। এছাড়া একাধিক বিলাসবহুল রিসর্টও রয়েছে। রয়েছে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে একাধিক হাই-এন্ড বাংলোও, যেগুলো থেকে ধানক্ষেত, চুনাপাথরের পাহাড় এবং ঘন সবুজ জঙ্গলের ভিউ পাওয়া যাবে। এছাড়া বাজেট কম থাকলে শেয়ার-হোস্টেলও রয়েছে, যেখানে বিভিন্ন দেশের পর্যটকরা এসে থাকেন।

mai chau vietnam

কীভাবে ঘুরবেন
মাই ছাউতে ঘোরার সেরা বাহন হল সাইকেল। জমির আলপথ বেয়ে প্যাডেলে চাপ দিয়ে চলতে শুরু করলে বাংলার গ্রামে থাকার অনুভূতি পাওয়া যাবে। সাইকেল ভাড়া পাবেন হোমস্টে কিংবা হোটেল থেকেই। একা ঘুরতে ঘুরতে হারিয়ে যাওয়ার উপায় নেই, ঠিকই পথ বলে দেবে কেউ না কেউ। তাছাড়া চাইলে গাইডও পাওয়া যাবে, যিনি সঙ্গে ঘুরতে ঘুরতেই পরিচয় করিয়ে দেবেন স্থানীয় সংস্কৃতির সঙ্গে। এছাড়া স্থানীয় ই-রিকশাও রয়েছে যেগুলোতে চড়ে অল্প সময়ে এবং অল্প খরচে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া যায়।

কী খাবেন
মাই ছাউতে গেলে স্থানীয় খাবার কম লাম চেখে দেখতে ভুলবেন না। এটি আর কিছুই নয়, ফাঁপা বাঁশে সিদ্ধ করা চটচটে ভাত, সঙ্গে থাকে অন্য উপকরণও। এছাড়া গ্রিল্ড চিকেন, স্টার ফ্রায়েড সবজি, পর্ক স্কিউয়ার্সও খেয়ে দেখা যেতেই পারে। স্থানীয় খাবার আরও বেশি চেখে দেখতে চাইলে অবশ্যই খাবেন স্টাফড এবং ফ্রায়েড সিকাডা। এছাড়া বন্য মৌমাছি এবং গ্যাঁজানো নরম বাঁশও স্বাদে অতুলনীয়। তবে এই দৃষ্টি চেখে দেখতে গেলে গ্রীষ্মকালে যেতে হবে মাই ছাউতে। জুলাই মাসের শেষে ভাঙা হয় মৌচাক। তারপর বুড়ো মৌমাছিদের বের করে এনে ভিজিয়ে রাখা হয় ওয়াইনে। আর তরুণ মৌমাছিদের নরম বাঁশের সঙ্গে ভাজা হয় ছাঁকা তেলে।

mai chau vietnam

কীভাবে যাবেন
রাজধানী হ্যানয় থেকে মাই ছাউয়ের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। হ্যানয় থেকে একাধিক বাস রয়েছে সেখানে যাওয়ার জন্য। সন লা কিংবা দিয়েন বিয়েন প্রদেশ থেকে এলে মাই ছাউ মোড়ে নেমে যেতে হবে।

সূত্র: দ্য ওয়াল

দৈনিক বরিশাল ২৪

গ্রাম নয় যেন স্বর্গের টুকরা!

শনিবার, জুন ৩, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ

অনলাইন নিউজঃ দেশে ছেড়ে এখন মানুষ বিদেশে ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে সুপরিচিত জায়গার বদলে ঘুরে আসতে পারেন ভিয়েতনামের মাই ছাউ থেকে। সবুজে ঘেরা পাহাড়, ধাপ কাটা সুদৃশ্য চা-বাগান, সোনালি ধানের খেত একবার দেখলে চোখের পাশাপাশি মনও জুড়িয়ে যাবে, নিশ্চিত।

কখন যাবেন
ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে মাই ছাউ যেতে সময় লাগে ৩ ঘণ্টা। মে-জুন মাস এবং সেপ্টেম্বর-অক্টোবর মাস হল মাই ছাউ ঘোরার আদর্শ সময়। এই সময়ই ধান পাকে, আর তাই যেদিকেই চোখ যাবে, সোনালি-হলুদ রং চোখ ধাঁধিয়ে দেবে।

কী দেখবেন
মাই ছাউয়ের প্রধান পর্যটনস্থল হলো লাক গ্রাম। সেখান থেকে চলে যেতে পারেন থুঙ খে পাসে। এই জায়গাটিকে দা ট্রাং মাউন্টেন পাসও বলা হয়। দা ট্রাং শব্দের অর্থ সাদা পাথর। সাদা চুনাপাথর দিয়ে তৈরি পাহাড়ে ঘেরা বলেই এমন নামকরণ। দূর থেকে থুঙ খে পাসের রূপ দেখলে হাঁ হয়ে যেতে হয়। মনে হয়, পুরো এলাকাটি অবিকল যেন তুষারে ঢাকা।

mai chau vietnam

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মিটার উচ্চতায় থুঙ খে পাসের উপর থেকে পুরো উপত্যকাটি দেখা যায়। সবুজ পাহাড়, ধান খেতে ঢাকা ছোট ছোট বাড়ি, সবটাই দেখা যায় পাখির চোখে। ছোট্ট একটি বাজারও রয়েছে এই এলাকায়, যেখানে বিভিন্ন রকম স্থানীয় খাবার চেখে দেখার সুযোগ মিলবে।

স্থানীয়দের জীবনযাপন আরও কাছ থেকে দেখতে চাইলে চলে যেতে হবে হাং কিয়া এবং পা কো-তে। হোয়া বিন প্রদেশে এই দুটি মাত্র গ্রামেই হমং প্রজাতির মানুষের বাস। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উচ্চতায় এই গ্রামগুলো সারা বছরই পেঁজা তুলোর মতো মেঘে ঢাকা থাকে। দেখলে মনে হবে, যেন মেঘেদেরই স্বর্গরাজ্য সেগুলো। বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি বেশ কিছু ওয়াচ টাওয়ার রয়েছে সেখানে, যেগুলোতে উঠলে মেঘের সমুদ্রে ভেসে বেড়ানোর অনুভূতি মিলবে।

পা কো-তে রয়েছে একটি বাজার, যেখানে স্থানীয়দের তৈরি পোশাকের সম্ভার চোখ ধাঁধিয়ে দেবে। ব্রোকেডের পোশাক ছাড়াও পাওয়া যাবে হমং, থাই এবং মুয়ং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জামাকাপড়। উল্লেখ্য, এই বাজারটি বসে শুধুমাত্র রবিবার, তাও ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত।

mai chau vietnam

লাক গ্রামে এমন অজস্র দোকান রয়েছে যেখানে সংখ্যালঘু থাই সম্প্রদায়ের মানুষজনকে পোশাক তৈরি করতে দেখারও সুযোগ মিলবে। হোয়া বান নামে একটি দোকান রয়েছে যেখানে থাই মহিলারা পোশাক বোনার প্রশিক্ষণও দেন।

জঙ্গল এবং পাহাড়ে ঘেরা হোয়া বিন লেকে কায়াকিংয়েরও সুযোগ রয়েছে। একটা গোটা দিন প্রকৃতির কোলে শুধু এভাবেই কাটিয়ে দেওয়া যায়। এছাড়া ঘুরে আসতে পারেন পু লুয়ং নেচার রিজার্ভ থেকে। সেখানে শীতল জলের ঝর্নায় গোসল করলে শরীর, মন দুইই মুহূর্তে চনমনে হয়ে উঠবে।

কোথায় থাকবেন
মাই ছাউতে থাকার জায়গার অভাব নেই। লাক এবং পম কুং গ্রামে একাধিক হোমস্টে রয়েছে, যেখানে স্থানীয় থাই, হমং এবং ডাও পরিবারগুলোর আতিথেয়তায় মন ভরে যাবে। এছাড়া একাধিক বিলাসবহুল রিসর্টও রয়েছে। রয়েছে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে একাধিক হাই-এন্ড বাংলোও, যেগুলো থেকে ধানক্ষেত, চুনাপাথরের পাহাড় এবং ঘন সবুজ জঙ্গলের ভিউ পাওয়া যাবে। এছাড়া বাজেট কম থাকলে শেয়ার-হোস্টেলও রয়েছে, যেখানে বিভিন্ন দেশের পর্যটকরা এসে থাকেন।

mai chau vietnam

কীভাবে ঘুরবেন
মাই ছাউতে ঘোরার সেরা বাহন হল সাইকেল। জমির আলপথ বেয়ে প্যাডেলে চাপ দিয়ে চলতে শুরু করলে বাংলার গ্রামে থাকার অনুভূতি পাওয়া যাবে। সাইকেল ভাড়া পাবেন হোমস্টে কিংবা হোটেল থেকেই। একা ঘুরতে ঘুরতে হারিয়ে যাওয়ার উপায় নেই, ঠিকই পথ বলে দেবে কেউ না কেউ। তাছাড়া চাইলে গাইডও পাওয়া যাবে, যিনি সঙ্গে ঘুরতে ঘুরতেই পরিচয় করিয়ে দেবেন স্থানীয় সংস্কৃতির সঙ্গে। এছাড়া স্থানীয় ই-রিকশাও রয়েছে যেগুলোতে চড়ে অল্প সময়ে এবং অল্প খরচে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া যায়।

কী খাবেন
মাই ছাউতে গেলে স্থানীয় খাবার কম লাম চেখে দেখতে ভুলবেন না। এটি আর কিছুই নয়, ফাঁপা বাঁশে সিদ্ধ করা চটচটে ভাত, সঙ্গে থাকে অন্য উপকরণও। এছাড়া গ্রিল্ড চিকেন, স্টার ফ্রায়েড সবজি, পর্ক স্কিউয়ার্সও খেয়ে দেখা যেতেই পারে। স্থানীয় খাবার আরও বেশি চেখে দেখতে চাইলে অবশ্যই খাবেন স্টাফড এবং ফ্রায়েড সিকাডা। এছাড়া বন্য মৌমাছি এবং গ্যাঁজানো নরম বাঁশও স্বাদে অতুলনীয়। তবে এই দৃষ্টি চেখে দেখতে গেলে গ্রীষ্মকালে যেতে হবে মাই ছাউতে। জুলাই মাসের শেষে ভাঙা হয় মৌচাক। তারপর বুড়ো মৌমাছিদের বের করে এনে ভিজিয়ে রাখা হয় ওয়াইনে। আর তরুণ মৌমাছিদের নরম বাঁশের সঙ্গে ভাজা হয় ছাঁকা তেলে।

mai chau vietnam

কীভাবে যাবেন
রাজধানী হ্যানয় থেকে মাই ছাউয়ের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। হ্যানয় থেকে একাধিক বাস রয়েছে সেখানে যাওয়ার জন্য। সন লা কিংবা দিয়েন বিয়েন প্রদেশ থেকে এলে মাই ছাউ মোড়ে নেমে যেতে হবে।

সূত্র: দ্য ওয়াল

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ