পটুয়াখালীতে ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আরিফ হোসেন টিটুঃভারতের ক্ষমতাসীন দলের নেত্রী নূপুর শর্মা ও নবীন জান্দাল কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সঃ)সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জেলা ইমাম পরিষদের উদ্যোগে ১০ জুন (শুক্রবার) বাদ জুমা পটুয়াখালীর ঐতিহাসিক শহীদ আলাউদ্দিন উদ্দ্যান শিশু পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জরো হয়।জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদেরসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা বক্তব্য রাখেন। বক্তারা প্রতিবাদ সমাবেশে সরকারের কঠিন সমালোচনা করে বলেন বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র করা ভাষায় যেখানে ভারত সরকারের প্রতিবাদ জানিয়েছে সেখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের সরকারের নিরবতা প্রশ্ন বিদ্ধ।সমাবেশে উপস্থিত হাজার হাজার জনতা কে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানান।সবাই ভারত সরকারকে বাংলাদেশকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নিন্দা এবং প্রতিবাদ জানানোর দাবী জানানো হয়।
এছাড়া যতদিন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক ভাবে ক্ষমা এবং কটুক্তিকারীদের বিরুদ্ধে স্বাস্থিমূলক ব্যবস্থা গ্রহণ না করবে ততদিন পর্যন্ত ভারতের সকল পণ্য বর্জনের ঘোষনা দেয়া হয়।