রওশন এরশাদ’র রোগমুক্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন তাপস
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা পল্লী মাতা রওশন এরশাদ এর দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। মি. তাপস গণমাধ্যমকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একি সাথে তিনি বরিশালবাসী সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করেন।
এদিকে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ কে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে আজ শুক্রবার রাতে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।