বরগুনায় কোভিড-১৯ ধারনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মংচিন থান, বরগুনা প্রতিনিধি : কোভিড -১৯ এর প্রাদুর্ভাবকালীন সময়ে মনো-সামাজিক এবং মানসিক স্বাস্থের বিবেচ্য বিষয় নিয়ে বরগুনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একদিনের এক কর্মশালা বরগুনা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন, সিভিল সার্জিন ডা. মারিয়া হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মো. আব্দস সালাম। বিষয় ভিত্তিক ধারনাপত্র উপস্থাপন করেন, সিভিল সর্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ভূপেন চন্দ্র মন্ডল,।
বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান বাদশা। উপস্থিত ছিলেন, ডাঃ সুব্রত ভৌমিক ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ফোরকান আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক খান মো. সালামাতুল্লা।
কর্মশালায় জেলায় কর্মরত ৪০জন প্রিন্ট ও ইলেকট্রিক্স মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় বয়স্ক, একাধিক রোগাক্রান্ত ব্যাক্তি এবং তাদের সেবাদানকারী করোনা প্রতিরোধে করোনীয়,কোয়ারেন্টাইন বা আইসোলেশনের সময় বাড়িতে থেকে কি ভাবে স্বাস্থ্য সুরক্ষা করা সহ বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসরনের বিষয় আলোচনা করা হয়।