বরিশালে বঙ্গবন্ধু কলোনীতে আগুন,খবর শুনে পরিদর্শনে মেয়রপ্রার্থী তাপস
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মহানগরের চাঁদমারি বঙ্গবন্ধু কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাতহের ঘটনা ঘটেনি। তবে মুহুর্তের মধ্যে কমপক্ষে চারটি বসতঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে জুমার নামাজ শেষে আগুনের খবর শুনে তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে যান বিসিসি নির্বাচনে জাপা মনোনীত মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস। এসময় তাঁর সাথে প্রচারণায় থাকা নেতাকর্মীদের উপস্থিত ভাবে আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে গেছে।