এরশাদকে দেশের বাইরে নেয়ার অবস্থায় নেই , দেখতে গেলেন সেতুমন্ত্রী
অনলাইন নিউজ: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদকে দেশের বাইরে নেয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন তার ছোট ভাই জিএম কাদের।
আজ সকালে তিনি একথা জানান।
তিনি বলেন, দেশের বাইরে নেয়ার মতো শারীরিক অবস্থা তার (এরশাদের) নেই। দেশেই ভালো ট্রিটমেন্ট (চিকিৎসা) হচ্ছে। এই ট্রিটমেন্টে তারা সন্তুষ্ট।
রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘ দিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বুধবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে গতরাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, এরশাদের অবস্থা এখনো সংকটাপন্ন। তার অবস্থার কোনো উন্নতি হয়নি।
এদিকে আজ সোমবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, এরশাদ সাহেবের যে অবস্থা তার থেকে ফেরার (বাঁচার) আর কোনো আশা নেই। যদি তিনি ফেরেন সেটা হবে মিরাকেল।
জীবন সঙ্কটে থাকা জাপা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সককালে সাড়ে ১০টার দিকে তিনি সিএমএইচ-এ যান।
ওবায়দুল কাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এরশাদকে দেখেন এবং চিকিৎসকদের কাছে তার খোঁজ-খবর নেন।
এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।