করোনাতেও মানুষের বিপদে রক্ত নিয়ে ছুটছে হালিশহর ব্লাড ব্যাংক সদস্যরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনাতেও মানুষের বিপদে রক্ত নিয়ে ছুটছে হালিশহর ব্লাড ব্যাংক সদস্যরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৮, ২০২০ ৪:২১ পূর্বাহ্ণ
A- A A+ Print

করোনাতেও মানুষের বিপদে রক্ত নিয়ে ছুটছে হালিশহর ব্লাড ব্যাংক সদস্যরা

সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকে: চলমান ভয়াবহ মহামারী করোনাতেও থামাতে পারে নি তরুণদের সেচ্ছাশ্রম। মানবতার সেবায় দিনরাত যখন প্রয়োজন তখনই রক্ত নিয়ে ছুটে চলেছেন চট্টগ্রামের হালিশহর ব্লাড ব্যাংক সদস্যরা।

“আমার রক্তে বাঁচবে আরোও একটি প্রাণ”এই স্লোগান নিয়ে ২০১৭ সালের ২রা নভেম্বর বিশ্ব রক্ত দাতা দিবসে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে হালিশহর ব্লাড ব্যাংকের। শুরুতে চার জন সদস্য থাকলেও মানবতার ডাকে সারা দিয়ে এখানে যুক্ত হয়েছেন আরো ৪১ জন। বর্তমানে মোট সদস্য রয়েছে ৪৫ জনে।

প্রতিদিন গড়ে ১০ বা ১২ ব্যাগ রক্ত জোগাড় থেকে ১৫-২০ ব্যাগ রক্ত জোগাড় করে দিয়ে অসহায় মানুষের কঠিক বিপদ মুহুর্তে এগিয়ে আসেন সংগঠনের নিবেদিত সদস্যরা।

নিরলস পরিশ্রম দিয়ে অসহায় মানুষের জন্য রক্ত দানের কাজ করে এ পর্যন্ত প্রায় ১১০০০ ব্যাগ রক্ত মানুষের জন্য রক্ত জোগাড় করে দেওয়া হয়েছে। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে বা বিভিন্ন ব্লাড ব্যাংকে অসহায় রোগীর রক্ত জোগাড় এর জন্য অপেক্ষাকৃত সেচ্ছাসেবী গুলো সবসময়ই প্রস্তুত থাকে বলে জানান সংগঠনের সাধারন সম্পাদক  শাখাওয়াত হোসেন নিশান।

জানাযায়, তরুণ সমাজসেবক  মোশারফ মামুন মানবতার সেবার মানসিকতা নিয়ে হালিশহর ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর এডমিন হিসেবে দ্বায়িত্ব পালন করছেন বশির আহমেদ। অপরদিকে সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসে নিশান আন্তরিকতার সাহায্যে সংগঠনের সদস্য এবং রক্তদাতাদের উতসাহি করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

অপর দিকে কার্যকরী সদস্যদের কঠোর পরিশ্রমে হালিশহর ব্লাড ব্যাংক সংগঠনটি  মানুষের কাছে মানবতার একটি ব্রান্ড হিসেবে পরিচিতি লাভ করছে। কেননা এই সংগঠনের সদস্যরা শুধু রক্ত দিয়ে মানুষকে উপকৃত করছেনা, এর বাইরে গিয়েও করোনাকালে অসহায় মানুষকে নিজস্ব উদ্যোগে খাদ্যপণ্য সহায়তা দিয়েও             প্রশংসা অর্জন করছে। ফলে অসহায় রোগীর জন্য একটি আস্থার ও ভালোবাসার নাম হালিশহর ব্লাড ব্যাংক।

প্রসঙ্গে জানতে চাইলে সগংঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নিশান দৈনিক বরিশাল২৪.কম-কে বলেন, আমাদের সদস্যরা অত্যন্ত আন্তরিক। তারা গভীর রাতেও ফোন এলে ফেসবুকে পোষ্ট দিয়ে সর্বাক্তক চেষ্টা করে রক্ত সংগ্রহ করার। উদ্দেশ্য হলো কোনও রোগীই যাতে রক্তের অভাবে মারা না যায়। কারণ আমাদের কাজই হলো মানুষের বিপদে এগিয়ে আসা জানিয়ে সকলকে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহবান জানান।

অপর একটি সুত্র জানায়,বর্তমানে সংগঠন এর ফেসবুক গ্রুপ এ ৪০হাজার এর অধিক পরিমাণে মেম্বার আছে। যাদের অধিকাংশই সেচছায় রক্ত দাতা। এই রক্ত দানের জন্য সংগঠনটি কোনও রকমের অর্থ নেই না। সম্পূর্ণ সেচছায় এই রক্ত দান।

সর্বউচ্চ রোগীর লোক হতে আশা যাওয়া বাবত গাড়ি ভাড়া নেওয়া হয়। সংগঠন এর অধিকাংশ সদস্য ছাত্র। সকল সদস্যদের মাসিক কিছু চাঁদা জমা করে এই সংগঠন এর কার্যকর্ম চালানো হয়। রক্ত দান ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে সবসময়ই এগিয়ে থাকে হালিশহর ব্লাড ব্যাংক।

চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সহয়তা নিয়ে ফ্রী ব্লাড গ্রুপ নিণর্য় কর্মসূচী সহ বিনামূল্যে রক্তদান, রক্ত রোগ থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়ের জন্য আগেই যাতে ২জন রক্ত দাতা জোগাড় করে রাখে এসব বিষয়ে সচেতন বৃদ্ধি করা হয়।

এছাড়াও বিভিন্ন এতিমখানা সহ বিভিন্ন অসহায় মানুষের জন্য খাবারের জোগান দেওয়া। শহরের বিভিন্ন জায়গায় অজ্ঞাত রোগীর জন্য সেবা সহ স্বজন এর কাছে পৌঁছে দেওয়ার কাজে একথাপ এগিয়ে হালিশহর ব্লাড ব্যাংক এর সদস্যরা।

লক্ষ্য অনুযায়ী মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করা, রক্ত দাতা বাড়ানো, বিবাহের আগে রক্ত পরীক্ষা, থ্যালাসেমিয়ে সম্পর্কে মানুষকে সচেতন করা। রক্ত দিলে নিজের ক্ষতি হয় না এবং মানুষের এই ভীতি দুর করা সহ বিভিন্ন মানুষের মাঝে সচেতন বৃদ্ধি করা। আলহামদুলিল্লাহ মোটামুটি ৬০% এর উদ্দেশ্য সফল হচ্ছে।

মানবিক সেবায় এতা কিছু করা পরেও একটা শুন্যতা এখনও কাজ করছে সংগঠনটির মধ্যে। তা হলো ফান্ডের অভাবে সংগঠন এর স্থায়ী কোনও কার্য্যলয় নেই। নেই কোনও বসার জন্য জায়গা। নেই কোনও অফিসও। তাই শহরের বিভিন্ন জায়গায় সদস্যরা গিয়ে সংগঠন এর কাজ করে থাকে এবং মাসিক মিটিং করা হয়।

এ অবস্থায় একটি স্থায়ী অফিস ও ফান্ড দরকার গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছে শংশ্লিষ্টরা। যাতে করে  হালিশহর ব্লাড ব্যাংক এর কাজের গতি আরোও বাড়িয়ে মানুষের জন্য এগিয়ে আসা যায়।

এছাড়াও লকডাউনের প্রথম দিকে আমাদের সদস্যরা শহরের বিভিন্ন এলেকায় ভাগ হয়ে জীবাণুনাশক স্প্রে করে। লকডাউন চলাকালীন কর্মহীন মানুষের খাদ্য সংকটে পড়ে তখন আমাদের সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করে এবং মধ্যবিত্ত ফ্যামিলির বাসায় পৌঁছে দেয়।

এবং হালিশহরের বিভিন্ন এলাকায় ফ্রী সবজি বিতরণ করে। এবং লকডাউনে আমাদের ৫০০ ব্যাগের অধিক ব্লাড অসহায় রোগীর জন্য ম্যানেজ করে দেয়া হয়। বর্তমানে কোভিড ১৯, করোনায় আক্রান্ত রোগীর জন্য এই পর্যন্ত ৩ ব্যাগ প্লাজমা ডোনার জোগাড় করে মানুষের পাশে আছে হালিশহর ব্লাড ব্যাংক।

দৈনিক বরিশাল ২৪

করোনাতেও মানুষের বিপদে রক্ত নিয়ে ছুটছে হালিশহর ব্লাড ব্যাংক সদস্যরা

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২০ ৪:২১ পূর্বাহ্ণ | আপডেটঃ অক্টোবর ২৩, ২০২০ ৩:৫৮ পূর্বাহ্ণ

সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকে: চলমান ভয়াবহ মহামারী করোনাতেও থামাতে পারে নি তরুণদের সেচ্ছাশ্রম। মানবতার সেবায় দিনরাত যখন প্রয়োজন তখনই রক্ত নিয়ে ছুটে চলেছেন চট্টগ্রামের হালিশহর ব্লাড ব্যাংক সদস্যরা।

“আমার রক্তে বাঁচবে আরোও একটি প্রাণ”এই স্লোগান নিয়ে ২০১৭ সালের ২রা নভেম্বর বিশ্ব রক্ত দাতা দিবসে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে হালিশহর ব্লাড ব্যাংকের। শুরুতে চার জন সদস্য থাকলেও মানবতার ডাকে সারা দিয়ে এখানে যুক্ত হয়েছেন আরো ৪১ জন। বর্তমানে মোট সদস্য রয়েছে ৪৫ জনে।

প্রতিদিন গড়ে ১০ বা ১২ ব্যাগ রক্ত জোগাড় থেকে ১৫-২০ ব্যাগ রক্ত জোগাড় করে দিয়ে অসহায় মানুষের কঠিক বিপদ মুহুর্তে এগিয়ে আসেন সংগঠনের নিবেদিত সদস্যরা।

নিরলস পরিশ্রম দিয়ে অসহায় মানুষের জন্য রক্ত দানের কাজ করে এ পর্যন্ত প্রায় ১১০০০ ব্যাগ রক্ত মানুষের জন্য রক্ত জোগাড় করে দেওয়া হয়েছে। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে বা বিভিন্ন ব্লাড ব্যাংকে অসহায় রোগীর রক্ত জোগাড় এর জন্য অপেক্ষাকৃত সেচ্ছাসেবী গুলো সবসময়ই প্রস্তুত থাকে বলে জানান সংগঠনের সাধারন সম্পাদক  শাখাওয়াত হোসেন নিশান।

জানাযায়, তরুণ সমাজসেবক  মোশারফ মামুন মানবতার সেবার মানসিকতা নিয়ে হালিশহর ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর এডমিন হিসেবে দ্বায়িত্ব পালন করছেন বশির আহমেদ। অপরদিকে সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসে নিশান আন্তরিকতার সাহায্যে সংগঠনের সদস্য এবং রক্তদাতাদের উতসাহি করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

অপর দিকে কার্যকরী সদস্যদের কঠোর পরিশ্রমে হালিশহর ব্লাড ব্যাংক সংগঠনটি  মানুষের কাছে মানবতার একটি ব্রান্ড হিসেবে পরিচিতি লাভ করছে। কেননা এই সংগঠনের সদস্যরা শুধু রক্ত দিয়ে মানুষকে উপকৃত করছেনা, এর বাইরে গিয়েও করোনাকালে অসহায় মানুষকে নিজস্ব উদ্যোগে খাদ্যপণ্য সহায়তা দিয়েও             প্রশংসা অর্জন করছে। ফলে অসহায় রোগীর জন্য একটি আস্থার ও ভালোবাসার নাম হালিশহর ব্লাড ব্যাংক।

প্রসঙ্গে জানতে চাইলে সগংঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নিশান দৈনিক বরিশাল২৪.কম-কে বলেন, আমাদের সদস্যরা অত্যন্ত আন্তরিক। তারা গভীর রাতেও ফোন এলে ফেসবুকে পোষ্ট দিয়ে সর্বাক্তক চেষ্টা করে রক্ত সংগ্রহ করার। উদ্দেশ্য হলো কোনও রোগীই যাতে রক্তের অভাবে মারা না যায়। কারণ আমাদের কাজই হলো মানুষের বিপদে এগিয়ে আসা জানিয়ে সকলকে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহবান জানান।

অপর একটি সুত্র জানায়,বর্তমানে সংগঠন এর ফেসবুক গ্রুপ এ ৪০হাজার এর অধিক পরিমাণে মেম্বার আছে। যাদের অধিকাংশই সেচছায় রক্ত দাতা। এই রক্ত দানের জন্য সংগঠনটি কোনও রকমের অর্থ নেই না। সম্পূর্ণ সেচছায় এই রক্ত দান।

সর্বউচ্চ রোগীর লোক হতে আশা যাওয়া বাবত গাড়ি ভাড়া নেওয়া হয়। সংগঠন এর অধিকাংশ সদস্য ছাত্র। সকল সদস্যদের মাসিক কিছু চাঁদা জমা করে এই সংগঠন এর কার্যকর্ম চালানো হয়। রক্ত দান ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে সবসময়ই এগিয়ে থাকে হালিশহর ব্লাড ব্যাংক।

চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সহয়তা নিয়ে ফ্রী ব্লাড গ্রুপ নিণর্য় কর্মসূচী সহ বিনামূল্যে রক্তদান, রক্ত রোগ থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়ের জন্য আগেই যাতে ২জন রক্ত দাতা জোগাড় করে রাখে এসব বিষয়ে সচেতন বৃদ্ধি করা হয়।

এছাড়াও বিভিন্ন এতিমখানা সহ বিভিন্ন অসহায় মানুষের জন্য খাবারের জোগান দেওয়া। শহরের বিভিন্ন জায়গায় অজ্ঞাত রোগীর জন্য সেবা সহ স্বজন এর কাছে পৌঁছে দেওয়ার কাজে একথাপ এগিয়ে হালিশহর ব্লাড ব্যাংক এর সদস্যরা।

লক্ষ্য অনুযায়ী মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করা, রক্ত দাতা বাড়ানো, বিবাহের আগে রক্ত পরীক্ষা, থ্যালাসেমিয়ে সম্পর্কে মানুষকে সচেতন করা। রক্ত দিলে নিজের ক্ষতি হয় না এবং মানুষের এই ভীতি দুর করা সহ বিভিন্ন মানুষের মাঝে সচেতন বৃদ্ধি করা। আলহামদুলিল্লাহ মোটামুটি ৬০% এর উদ্দেশ্য সফল হচ্ছে।

মানবিক সেবায় এতা কিছু করা পরেও একটা শুন্যতা এখনও কাজ করছে সংগঠনটির মধ্যে। তা হলো ফান্ডের অভাবে সংগঠন এর স্থায়ী কোনও কার্য্যলয় নেই। নেই কোনও বসার জন্য জায়গা। নেই কোনও অফিসও। তাই শহরের বিভিন্ন জায়গায় সদস্যরা গিয়ে সংগঠন এর কাজ করে থাকে এবং মাসিক মিটিং করা হয়।

এ অবস্থায় একটি স্থায়ী অফিস ও ফান্ড দরকার গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছে শংশ্লিষ্টরা। যাতে করে  হালিশহর ব্লাড ব্যাংক এর কাজের গতি আরোও বাড়িয়ে মানুষের জন্য এগিয়ে আসা যায়।

এছাড়াও লকডাউনের প্রথম দিকে আমাদের সদস্যরা শহরের বিভিন্ন এলেকায় ভাগ হয়ে জীবাণুনাশক স্প্রে করে। লকডাউন চলাকালীন কর্মহীন মানুষের খাদ্য সংকটে পড়ে তখন আমাদের সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করে এবং মধ্যবিত্ত ফ্যামিলির বাসায় পৌঁছে দেয়।

এবং হালিশহরের বিভিন্ন এলাকায় ফ্রী সবজি বিতরণ করে। এবং লকডাউনে আমাদের ৫০০ ব্যাগের অধিক ব্লাড অসহায় রোগীর জন্য ম্যানেজ করে দেয়া হয়। বর্তমানে কোভিড ১৯, করোনায় আক্রান্ত রোগীর জন্য এই পর্যন্ত ৩ ব্যাগ প্লাজমা ডোনার জোগাড় করে মানুষের পাশে আছে হালিশহর ব্লাড ব্যাংক।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত