বোয়ালখালীতে এসিল্যান্ডের হানা তিগুন বেশি দামে স্যাভলন বিক্রি করায় জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বোয়ালখালীতে এসিল্যান্ডের হানা তিগুন বেশি দামে স্যাভলন বিক্রি করায় জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২০, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ
A- A A+ Print

বোয়ালখালীতে এসিল্যান্ডের হানা তিগুন বেশি দামে স্যাভলন বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি: ২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকায় বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার  (২০ জুন) বোয়ালখালী উপজেলার বিভিন্ন ঔষধ এর দোকানে মোবাইল কোর্ট ও নিয়মিত মনিটরিং করার সময় । মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন ফার্মেসীতে ডেটল, স্যাভলন আছে কিনা জানতে চাইলে জানান স্যাভলন, ডেটল নাই। তাৎক্ষণিক জনৈক ক্রেতা হাসান এর অভিযোগ এর ভিত্তিতে ফুলতল বাজার এর আল ফেসানী(রা) ফার্মেসীতে দেখা যায় দোকানের পিছনে স্যাভলন মজুদ করে রেখে প্রতি লিটার এর বোতল এর গায়ের রেট ছিড়ে ফেলে ২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকায় বিক্রয় করা হচ্ছে।

পরে মোবাইল কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ দোকান এর মালিক জনাব নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ফুলতলার এলাকার অপর ফার্মেসী গ্রামীন ডি সি ফার্মেসীতে ডেটল, স্যাভলন আছে কিনা জানতে চাইলে স্টক নাই বলে জানায়।

পরে পুলিশ সদস্যবৃন্দ কার্টুনের মধ্যে মজুদ জরে রাখা স্যাভলন এর বোতল পান, সেখানেও ২২০ টাকার স্যাভলন ৬৮০-৭০০ টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেলে ফার্মেসির মালিক জনাব মোঃ জাহাঙ্গিরকে ১০ হাজার টাকা জরিমান করেন।

উপজেলা প্রশাসন এর মোবাইল কোর্ট পরে শাকপুরা বাজার, সিও অফিস, কানুনগোপাড়া এলাকায় বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসক এর ব্যবস্থাপত্রে এবং ক্যাশ মেমোর মাধ্যমে ঔষধ বিক্রি করা হচ্ছে কিনা মনিটরিং করেন।

অল্প কয়েকটি ফার্মেসীতে চালু করলেও বেশিরভাগ ফার্মেসী সময় চাইলে ম্যাজিস্ট্রট ২ দিনের সময় দেন। ক্যাশ মেমো ছাড়া, সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে এবং অবৈধ ঔষধ বিক্রি করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন ‘ উপজেলার বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবার ‘করোনা’ ভাইরাস এ আক্রান্ত জেনে ঔষধ, নিত্য পন্যের মূল্য বৃদ্ধির অভিযোগ পাওয়া যাচ্ছিল, আজ ফার্মেসী সমূহে নিয়মিত মনিটরিং করা হল, নিত্যপন্য সহ অন্যান্য বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে’।

দৈনিক বরিশাল ২৪

বোয়ালখালীতে এসিল্যান্ডের হানা তিগুন বেশি দামে স্যাভলন বিক্রি করায় জরিমানা

শনিবার, জুন ২০, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ | আপডেটঃ জুন ২০, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: ২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকায় বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার  (২০ জুন) বোয়ালখালী উপজেলার বিভিন্ন ঔষধ এর দোকানে মোবাইল কোর্ট ও নিয়মিত মনিটরিং করার সময় । মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন ফার্মেসীতে ডেটল, স্যাভলন আছে কিনা জানতে চাইলে জানান স্যাভলন, ডেটল নাই। তাৎক্ষণিক জনৈক ক্রেতা হাসান এর অভিযোগ এর ভিত্তিতে ফুলতল বাজার এর আল ফেসানী(রা) ফার্মেসীতে দেখা যায় দোকানের পিছনে স্যাভলন মজুদ করে রেখে প্রতি লিটার এর বোতল এর গায়ের রেট ছিড়ে ফেলে ২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকায় বিক্রয় করা হচ্ছে।

পরে মোবাইল কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ দোকান এর মালিক জনাব নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ফুলতলার এলাকার অপর ফার্মেসী গ্রামীন ডি সি ফার্মেসীতে ডেটল, স্যাভলন আছে কিনা জানতে চাইলে স্টক নাই বলে জানায়।

পরে পুলিশ সদস্যবৃন্দ কার্টুনের মধ্যে মজুদ জরে রাখা স্যাভলন এর বোতল পান, সেখানেও ২২০ টাকার স্যাভলন ৬৮০-৭০০ টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেলে ফার্মেসির মালিক জনাব মোঃ জাহাঙ্গিরকে ১০ হাজার টাকা জরিমান করেন।

উপজেলা প্রশাসন এর মোবাইল কোর্ট পরে শাকপুরা বাজার, সিও অফিস, কানুনগোপাড়া এলাকায় বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসক এর ব্যবস্থাপত্রে এবং ক্যাশ মেমোর মাধ্যমে ঔষধ বিক্রি করা হচ্ছে কিনা মনিটরিং করেন।

অল্প কয়েকটি ফার্মেসীতে চালু করলেও বেশিরভাগ ফার্মেসী সময় চাইলে ম্যাজিস্ট্রট ২ দিনের সময় দেন। ক্যাশ মেমো ছাড়া, সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে এবং অবৈধ ঔষধ বিক্রি করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন ‘ উপজেলার বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবার ‘করোনা’ ভাইরাস এ আক্রান্ত জেনে ঔষধ, নিত্য পন্যের মূল্য বৃদ্ধির অভিযোগ পাওয়া যাচ্ছিল, আজ ফার্মেসী সমূহে নিয়মিত মনিটরিং করা হল, নিত্যপন্য সহ অন্যান্য বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে’।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত