ফেসবুকে স্ট্যাটাস দেখে অসহায় রাহেলাকে বাড়ি করে দিচ্ছেন ডিসি নূরুল হক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফেসবুকে স্ট্যাটাস দেখে অসহায় রাহেলাকে বাড়ি করে দিচ্ছেন ডিসি নূরুল হক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০২০ ৪:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

ফেসবুকে স্ট্যাটাস দেখে অসহায় রাহেলাকে বাড়ি করে দিচ্ছেন ডিসি নূরুল হক

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন সহায় সম্বলহীন রাহেলা বেগম। বাড়ি নেই ঘর নেই, নেই মাথা গোঁজার ঠাঁই। যখন যেখানে রাত, তখন সেখানেই বসবাস। নিত্যদিনের এ ঘটনা রাহেলার। রাহেলা বেগমের বয়স ৫৫ বছর।

স্বামী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। দুই ছেলে কিছুটা প্রতিবন্ধী। থাকে কানসাটে। মাঝে মধ্যে মায়ের খোঁজ করে। একমাত্র মেয়েটির বিয়ে হয়ে গেছে। একা রাহেলা বেগম বাড়িঘর না থাকায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগরে একটি চায়ের দোকানে সারাদিন টুকিটাকি কাজ করে দিয়ে কোনোরকমে সারাদিনের খাবারটা পান। রাতে সেখানেই শুয়েবসে দিন পার করেন।

রাহেলা বেগমের এমন কাহিনী জেনে জাহাঙ্গীর নামে এক জন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নজরে আসে বিষয়টি। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দকে খোঁজ খবর নিতে বলেন ডিসি। এরপর জেলা প্রশাসক মঙ্গলবার দুপুরে নিজ অফিস কক্ষে ডেকে রাহেলা বেগমকে প্রাথমিক ভাবে ২ সেট শাড়িসহ অন্যান্য পোশাক ও স্যান্ডেল প্রদান করেন।

জেলা প্রশাসক আগামী এক সপ্তাহের মধ্যে রাহেলা বেগমকে সরকারি খাস জমিতে মাথা গোঁজার ঠাঁই করে দেয়ার আশ্বাস দেন। ঘর পেলেই সন্তানদের নিয়ে তিনি একই সয়ে থাকতে পারবেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে ঘর পাবার কথা শুনে রাহেলা বেগম ভীষণ খুশি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসকসহ যারা তাকে এই সহায়তা পাবার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে তার ভাষায় কৃতজ্ঞতা জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের এহেন মহত কাজের জন্য সমাজের সূধী মহল স্বাধুবাদ জানিয়েছেন। জেলায় ডিসি হিসেবে যোগদানের পর থেকেই দক্ষতার সঙ্গে কাজ করে চলছেন নূরুল হক। এরই মধ্যে কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ বিভাগীয় জেলা প্রশাসক নির্বাচিত হন তিনি।

দৈনিক বরিশাল ২৪

ফেসবুকে স্ট্যাটাস দেখে অসহায় রাহেলাকে বাড়ি করে দিচ্ছেন ডিসি নূরুল হক

বুধবার, জুলাই ১, ২০২০ ৪:০৯ পূর্বাহ্ণ

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন সহায় সম্বলহীন রাহেলা বেগম। বাড়ি নেই ঘর নেই, নেই মাথা গোঁজার ঠাঁই। যখন যেখানে রাত, তখন সেখানেই বসবাস। নিত্যদিনের এ ঘটনা রাহেলার। রাহেলা বেগমের বয়স ৫৫ বছর।

স্বামী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। দুই ছেলে কিছুটা প্রতিবন্ধী। থাকে কানসাটে। মাঝে মধ্যে মায়ের খোঁজ করে। একমাত্র মেয়েটির বিয়ে হয়ে গেছে। একা রাহেলা বেগম বাড়িঘর না থাকায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগরে একটি চায়ের দোকানে সারাদিন টুকিটাকি কাজ করে দিয়ে কোনোরকমে সারাদিনের খাবারটা পান। রাতে সেখানেই শুয়েবসে দিন পার করেন।

রাহেলা বেগমের এমন কাহিনী জেনে জাহাঙ্গীর নামে এক জন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নজরে আসে বিষয়টি। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দকে খোঁজ খবর নিতে বলেন ডিসি। এরপর জেলা প্রশাসক মঙ্গলবার দুপুরে নিজ অফিস কক্ষে ডেকে রাহেলা বেগমকে প্রাথমিক ভাবে ২ সেট শাড়িসহ অন্যান্য পোশাক ও স্যান্ডেল প্রদান করেন।

জেলা প্রশাসক আগামী এক সপ্তাহের মধ্যে রাহেলা বেগমকে সরকারি খাস জমিতে মাথা গোঁজার ঠাঁই করে দেয়ার আশ্বাস দেন। ঘর পেলেই সন্তানদের নিয়ে তিনি একই সয়ে থাকতে পারবেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে ঘর পাবার কথা শুনে রাহেলা বেগম ভীষণ খুশি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসকসহ যারা তাকে এই সহায়তা পাবার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে তার ভাষায় কৃতজ্ঞতা জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের এহেন মহত কাজের জন্য সমাজের সূধী মহল স্বাধুবাদ জানিয়েছেন। জেলায় ডিসি হিসেবে যোগদানের পর থেকেই দক্ষতার সঙ্গে কাজ করে চলছেন নূরুল হক। এরই মধ্যে কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ বিভাগীয় জেলা প্রশাসক নির্বাচিত হন তিনি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত