রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান ডা.মনীষা চক্রবর্তীর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান ডা.মনীষা চক্রবর্তীর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৫, ২০২০ ৩:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান ডা.মনীষা চক্রবর্তীর

শামীম আহমেদ: রাষ্ট্রীয় পাটকল বন্ধের ঘোষনা জনগন মানে না,সরকারের দূর্নীতি- ভুলনীতিতে লোকসানের দায় জনগন নেবে না ও রাষ্ট্রীয় পাটকলের কফিনে শেষ পেরেক ঠুকলো যারা তাদের ক্ষমা নাই বলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল আহবায়ক কমিটি বরিশাল নগরীতে এক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে।

শনিবার (৪ইজুলাই) সকাল সাড়ে ১১টায় নগরের প্রাণ কেন্দ্র সদর রোডে একমসূচি পালিত হয়। বাসদ বরিশাল আহবায়ক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সদস্য সচিব ডাঃ মনীষা চত্রবর্তী বলেন বিগত জোট সরকারের শিল্পমন্ত্রী রাজাকার নিজামী পাঠকল বন্ধের যে সিদ্ধান্ত গ্রহন করেছিলেন তখন বর্তমান সরকার পাট শ্রমীকদের জন্য মায়া কান্না করেছিল।

সেই তারা ক্ষমতায় এসে নতুন করে পাটকল বন্ধ করে দিয়ে রাজাকার নিজামীর ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে গিয়ে দাড়িয়েছে। তিনি আরো বলেন সরকার আজ লোকসানের অজুহাত দেখিয়ে পাট কল বে-সরকারীখাতে ছেড়ে দিচ্ছে তাহলে আপনরা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারলে ক্ষমতা ত্যাগ করে রাষ্ট্র ও সংসদকে বে-সরকারীখাতে ছেড়ে দিচ্ছেনা কেন?

এসময় মনীষা চত্রবর্তী আরো বলেন যেখানে পাটকল নতুন করে সচল করতে ১২ শ’ কোটি টাকার প্রয়োজন সেখানে আপনারা ৫ হাজার কোটি টাকা খরচ করে এ ধরনের দায়ীত্বহীনতা কাজ একমাত্র আওয়ামীলীগের পক্ষেই সম্ভব।

এসময় আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,নাগরীক সমাজের নজরুল ইসলাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সভাপতি সুজন সিকদার প্রমুখ।

এর পূর্বে সকাল ১১ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল হল চত্বরে এসে শেষ করে। পরে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করার সিদ্ধান্ত থকে সরকারকে সরে আসার আহবান জানিয়ে এক প্রতিবাদ সভা করে তারা।

দৈনিক বরিশাল ২৪

রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান ডা.মনীষা চক্রবর্তীর

রবিবার, জুলাই ৫, ২০২০ ৩:৩৪ পূর্বাহ্ণ

শামীম আহমেদ: রাষ্ট্রীয় পাটকল বন্ধের ঘোষনা জনগন মানে না,সরকারের দূর্নীতি- ভুলনীতিতে লোকসানের দায় জনগন নেবে না ও রাষ্ট্রীয় পাটকলের কফিনে শেষ পেরেক ঠুকলো যারা তাদের ক্ষমা নাই বলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল আহবায়ক কমিটি বরিশাল নগরীতে এক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে।

শনিবার (৪ইজুলাই) সকাল সাড়ে ১১টায় নগরের প্রাণ কেন্দ্র সদর রোডে একমসূচি পালিত হয়। বাসদ বরিশাল আহবায়ক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সদস্য সচিব ডাঃ মনীষা চত্রবর্তী বলেন বিগত জোট সরকারের শিল্পমন্ত্রী রাজাকার নিজামী পাঠকল বন্ধের যে সিদ্ধান্ত গ্রহন করেছিলেন তখন বর্তমান সরকার পাট শ্রমীকদের জন্য মায়া কান্না করেছিল।

সেই তারা ক্ষমতায় এসে নতুন করে পাটকল বন্ধ করে দিয়ে রাজাকার নিজামীর ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে গিয়ে দাড়িয়েছে। তিনি আরো বলেন সরকার আজ লোকসানের অজুহাত দেখিয়ে পাট কল বে-সরকারীখাতে ছেড়ে দিচ্ছে তাহলে আপনরা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারলে ক্ষমতা ত্যাগ করে রাষ্ট্র ও সংসদকে বে-সরকারীখাতে ছেড়ে দিচ্ছেনা কেন?

এসময় মনীষা চত্রবর্তী আরো বলেন যেখানে পাটকল নতুন করে সচল করতে ১২ শ’ কোটি টাকার প্রয়োজন সেখানে আপনারা ৫ হাজার কোটি টাকা খরচ করে এ ধরনের দায়ীত্বহীনতা কাজ একমাত্র আওয়ামীলীগের পক্ষেই সম্ভব।

এসময় আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,নাগরীক সমাজের নজরুল ইসলাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সভাপতি সুজন সিকদার প্রমুখ।

এর পূর্বে সকাল ১১ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল হল চত্বরে এসে শেষ করে। পরে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করার সিদ্ধান্ত থকে সরকারকে সরে আসার আহবান জানিয়ে এক প্রতিবাদ সভা করে তারা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত