ভোলায় বিপদজনক বিদ্যুতিক তার ঘেঁষে ভবন নির্মাণ ঝুঁকিতে এলাকাবাসী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় বিপদজনক বিদ্যুতিক তার ঘেঁষে ভবন নির্মাণ ঝুঁকিতে এলাকাবাসী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলায় বিপদজনক বিদ্যুতিক তার ঘেঁষে ভবন নির্মাণ ঝুঁকিতে এলাকাবাসী

মোঃ সোহেল,ভোলা প্রতিনিধি: দ্বীপজেলা ভোলার প্রানকেন্দ্রের সদর রোড স্থানে দিনের পর দিন পি.ডি.বি বৈদ্যুতিক তার ঘেষে ভবন নির্মান হচ্ছে। প্রতিদিনি দুর্ঘটনার আসংকা পৌর এলাকাবাসির । বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। ভোলার সদর রোড এলাকায় বিদ্যুৎতের খুঁটি ঘেষে নিয়ম না মেনে নির্মাণ হচ্ছে বিভিন্ন ধরনের ভবন ।

বৈদ্যুতিক লাইন এলোমেলো ভাবে ঝুলে থাকে ভবন ঘেষে হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মত ঘটনা। দোকানের কর্মরত কর্মচারির মৃত্যুর ঘটনাও ঘটেছে এখানে । এই সর্ট সার্কিটের কারনে ভয়ে ভয়ে থাকে, পৌর এলাকাবাসি, দোকানদার সহ রাস্তায় চলাচল কারি সাধারন মানুষ ।

বৈদ্যুতিক খুটিগুলোর ও বেহাল দসা । এতে বিদ্যুতের খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তার মাঝে এবং আশপাশে থাকা এসব খুঁটি যেকোনো সময় হেলে পড়তে পারে। ভোলা সদরে রয়েছে, বেশ কয়েকটি আবাসিক হোটেল, যেখানে ভোলার অন্যন্যা উপজেলা ও দেশ বিদেশের মানুষ কর্মক্ষেত্রে রাত্রিযাপন করে, রয়েছে মেডিকেল ও ডায়াগনিষ্টিক সেন্টার, ভোলার ৭টি উপজেলার হাঁজার হাঁজার মানুষ চিকিৎসা করাতে আসে, বৈদ্যুতিক তার ঘেষে ভবন তৈরি হওয়ায়, এই মানুষ গুলোর বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

ভোলা সদরে কিছু পুরনো মার্কেট আছে সেগুলো বেশি ঝুকিতে রয়েছে। পৌর-এলাকাবাসি এলাকাবাসি জানান সদর এলাকায় মার্কেট, দোকান, শপিংমল গুলোতে কিছ বিদ্যুৎ কর্মকর্তা সামান্য কিছু টাকার বিনিময় লাইন টেনে দেয় সেগুলো স্থাই ভাবে রাখা যাবে কিনা সেই ব্যপারে কোন খেয়াল রাখে না ।

কিছু কিছু মার্কেটে সব সময় বিভিন্ন ধরনের মানুষ জন থাকে, তারা যে কোনো সময় বিপদে পরতে পাওে, ঘটতে পারে মৃত্যুর মত ঘটনা । তাই তাদের দাবী, বিদ্যুৎ কতৃপক্ষ যেন খুব দ্রæত যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, পৌর-এলাকাবাসী ও পথচারিদের বৈদ্যুতিক সট সার্কিটের আতংক থেকে মুক্ত করে।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় বিপদজনক বিদ্যুতিক তার ঘেঁষে ভবন নির্মাণ ঝুঁকিতে এলাকাবাসী

বুধবার, জুলাই ৮, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ০৮, ২০২০ ৪:১৬ অপরাহ্ণ

মোঃ সোহেল,ভোলা প্রতিনিধি: দ্বীপজেলা ভোলার প্রানকেন্দ্রের সদর রোড স্থানে দিনের পর দিন পি.ডি.বি বৈদ্যুতিক তার ঘেষে ভবন নির্মান হচ্ছে। প্রতিদিনি দুর্ঘটনার আসংকা পৌর এলাকাবাসির । বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। ভোলার সদর রোড এলাকায় বিদ্যুৎতের খুঁটি ঘেষে নিয়ম না মেনে নির্মাণ হচ্ছে বিভিন্ন ধরনের ভবন ।

বৈদ্যুতিক লাইন এলোমেলো ভাবে ঝুলে থাকে ভবন ঘেষে হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মত ঘটনা। দোকানের কর্মরত কর্মচারির মৃত্যুর ঘটনাও ঘটেছে এখানে । এই সর্ট সার্কিটের কারনে ভয়ে ভয়ে থাকে, পৌর এলাকাবাসি, দোকানদার সহ রাস্তায় চলাচল কারি সাধারন মানুষ ।

বৈদ্যুতিক খুটিগুলোর ও বেহাল দসা । এতে বিদ্যুতের খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তার মাঝে এবং আশপাশে থাকা এসব খুঁটি যেকোনো সময় হেলে পড়তে পারে। ভোলা সদরে রয়েছে, বেশ কয়েকটি আবাসিক হোটেল, যেখানে ভোলার অন্যন্যা উপজেলা ও দেশ বিদেশের মানুষ কর্মক্ষেত্রে রাত্রিযাপন করে, রয়েছে মেডিকেল ও ডায়াগনিষ্টিক সেন্টার, ভোলার ৭টি উপজেলার হাঁজার হাঁজার মানুষ চিকিৎসা করাতে আসে, বৈদ্যুতিক তার ঘেষে ভবন তৈরি হওয়ায়, এই মানুষ গুলোর বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

ভোলা সদরে কিছু পুরনো মার্কেট আছে সেগুলো বেশি ঝুকিতে রয়েছে। পৌর-এলাকাবাসি এলাকাবাসি জানান সদর এলাকায় মার্কেট, দোকান, শপিংমল গুলোতে কিছ বিদ্যুৎ কর্মকর্তা সামান্য কিছু টাকার বিনিময় লাইন টেনে দেয় সেগুলো স্থাই ভাবে রাখা যাবে কিনা সেই ব্যপারে কোন খেয়াল রাখে না ।

কিছু কিছু মার্কেটে সব সময় বিভিন্ন ধরনের মানুষ জন থাকে, তারা যে কোনো সময় বিপদে পরতে পাওে, ঘটতে পারে মৃত্যুর মত ঘটনা । তাই তাদের দাবী, বিদ্যুৎ কতৃপক্ষ যেন খুব দ্রæত যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, পৌর-এলাকাবাসী ও পথচারিদের বৈদ্যুতিক সট সার্কিটের আতংক থেকে মুক্ত করে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত