তৈরী হলো না এন্ড্রু কিশোরের ‘প্রার্থনা কুঞ্জ’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তৈরী হলো না এন্ড্রু কিশোরের ‘প্রার্থনা কুঞ্জ’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০২০ ১:২৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

তৈরী হলো না এন্ড্রু কিশোরের ‘প্রার্থনা কুঞ্জ’

অনলাইন নিউজ: কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। কিন্তু তার রেখে যাওয়া অসংখ্য কালজয়ী গান মানুষের মনে থাকবে চিরকাল। তবে গুণী এই সঙ্গীতশিল্পীর জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়নি বলে দাবি জানিয়েছেন তার ঘনিষ্ঠ আত্মীয়রা।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে সোমবার (৬ জুলাই) রাজশাহীর মহিষবাথানের একটি হাসপাতালে ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

প্লেব্যাক সম্রাটের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোপালগঞ্জের কোটালিপাড়ায় বসবাসরত তার আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আবার অনেকেই টেলিভিশনের পর্দায় শিল্পীর মৃত্যুর খবর শুনে অঝোরে কেঁদেছেন। পাশাপাশি উপজেলাবাসীর মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

জীবিত থাকাকালীন সময়ে ২০১৮ সালে স্ত্রী লিপিকা এন্ড্রুকে সঙ্গে নিয়ে কোটালিপাড়ার চীথলিয়া গ্রামের পৈতৃক ভিটাতে বেড়াতে গিয়েছিলেন এন্ড্রু কিশোর। এ সময় তিনি সেখানে ‘প্রার্থনা কুঞ্জ’ তৈরী করতে চেয়েছিলেন বলে জানান প্রয়াত শিল্পীর চাচাতো ভাই পূর্ণদান বাড়ৈ।

সম্প্রতি গণমাধ্যকে পূর্ণদান বাড়ৈ জানিয়েছেন, আমার কাকা ক্ষিতিশ বাড়ৈয়ের ছোট ছেলে এন্ড্রু কিশোর। কাকা চাকরিসূত্রে রাজশাহীতে থাকতেন। আর সেখানেই জন্ম হয় কিশোরের। তবে কাকার জন্ম গোপালগঞ্জের কোটালিপাড়ায়।

তিনি আরও বলেন, এন্ড্রু কিশোরের বাবা কোটালিপাড়ায় খুব কম সময় থেকেছেন। তবে প্রতি বছরই ক্ষিতিশ বাড়ৈ এলাকাতে আসতেন।

কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে কোটালিপাড়ার বাসিন্দারের দাবি, এন্ড্রু কিশোরের স্মৃতি রক্ষার্থে কোটালিপাড়ায় একটি সঙ্গীত একাডেমি কিংবা সঙ্গীতের স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী এন্ড্রু কিশোর। এরপর শৈশব, কৈশর তার প্রিয় জন্মভূমিতেই কেটেছে। মূলত ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিলো তার। আর সেকারণে আব্দুল আজিজ বাচ্চুর কাছ থেকে সঙ্গীতের পাঠ নেন তিনি।

নিজের ক্যারিয়ার গড়তে একসময় ঢাকাতে চলে আসেন এন্ড্রু কিশোর। এরপর ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নে যে তাঁর কেউ’ শীর্ষক গান দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু করেন তিনি। তবে দর্শক জনপ্রিয়তা পেয়েছিল ১৯৭৯ সালে এ জে মিন্টুর ‘প্রতীজ্ঞা’ সিনেমার ‘এক চোর যায় চলে’ গানিটি দিয়ে। তারপর আর পেছনে ফিরে দেখতে হয়নি তাকে। একের পর এক গেয়ে গেছেন অসংখ্য শ্রোতাপ্রিয় ও কালজয়ী গান।

বলতে গেলে নব্বই দশকের গোড়ার দিকে চলচ্চিত্রের গানে একচ্ছত্র আধিপত্য ছিলো তার। সেসময় রিয়াজ অভিনীত ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমার ‘পড়েনা চোখের পলক’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এছাড়াও তার কন্ঠে গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, ‘হায়রে মানুষ রঙের ফানুস’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘আমার বুকের মধ্যে খানে’ সহ অসংখ্য গান।

বেশ কিছুদিন অসুস্থ থাকার পর এন্ড্রু কিশোরের শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য গেল বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান তিনি। সেখানে দেশটির জেনারেল হাসপাতালে চিকিৎসা শুরু হয় শিল্পীর।

পরে শারিরীক অবস্থার উন্নতি হলে গত মাসের ১১ জুন নিজ দেশে ফিরেন এই সঙ্গীতশিল্পী। দেশের ফিরেই পরের দিন রাজশাহীতে যান তিনি। সেখানে বোন ডা. শিখা বিশ্বাস ও বোনজামাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। আর সেখানেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

দৈনিক বরিশাল ২৪

তৈরী হলো না এন্ড্রু কিশোরের ‘প্রার্থনা কুঞ্জ’

বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০ ১:২৭ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ: কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। কিন্তু তার রেখে যাওয়া অসংখ্য কালজয়ী গান মানুষের মনে থাকবে চিরকাল। তবে গুণী এই সঙ্গীতশিল্পীর জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়নি বলে দাবি জানিয়েছেন তার ঘনিষ্ঠ আত্মীয়রা।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে সোমবার (৬ জুলাই) রাজশাহীর মহিষবাথানের একটি হাসপাতালে ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

প্লেব্যাক সম্রাটের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোপালগঞ্জের কোটালিপাড়ায় বসবাসরত তার আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আবার অনেকেই টেলিভিশনের পর্দায় শিল্পীর মৃত্যুর খবর শুনে অঝোরে কেঁদেছেন। পাশাপাশি উপজেলাবাসীর মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

জীবিত থাকাকালীন সময়ে ২০১৮ সালে স্ত্রী লিপিকা এন্ড্রুকে সঙ্গে নিয়ে কোটালিপাড়ার চীথলিয়া গ্রামের পৈতৃক ভিটাতে বেড়াতে গিয়েছিলেন এন্ড্রু কিশোর। এ সময় তিনি সেখানে ‘প্রার্থনা কুঞ্জ’ তৈরী করতে চেয়েছিলেন বলে জানান প্রয়াত শিল্পীর চাচাতো ভাই পূর্ণদান বাড়ৈ।

সম্প্রতি গণমাধ্যকে পূর্ণদান বাড়ৈ জানিয়েছেন, আমার কাকা ক্ষিতিশ বাড়ৈয়ের ছোট ছেলে এন্ড্রু কিশোর। কাকা চাকরিসূত্রে রাজশাহীতে থাকতেন। আর সেখানেই জন্ম হয় কিশোরের। তবে কাকার জন্ম গোপালগঞ্জের কোটালিপাড়ায়।

তিনি আরও বলেন, এন্ড্রু কিশোরের বাবা কোটালিপাড়ায় খুব কম সময় থেকেছেন। তবে প্রতি বছরই ক্ষিতিশ বাড়ৈ এলাকাতে আসতেন।

কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে কোটালিপাড়ার বাসিন্দারের দাবি, এন্ড্রু কিশোরের স্মৃতি রক্ষার্থে কোটালিপাড়ায় একটি সঙ্গীত একাডেমি কিংবা সঙ্গীতের স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী এন্ড্রু কিশোর। এরপর শৈশব, কৈশর তার প্রিয় জন্মভূমিতেই কেটেছে। মূলত ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিলো তার। আর সেকারণে আব্দুল আজিজ বাচ্চুর কাছ থেকে সঙ্গীতের পাঠ নেন তিনি।

নিজের ক্যারিয়ার গড়তে একসময় ঢাকাতে চলে আসেন এন্ড্রু কিশোর। এরপর ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নে যে তাঁর কেউ’ শীর্ষক গান দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু করেন তিনি। তবে দর্শক জনপ্রিয়তা পেয়েছিল ১৯৭৯ সালে এ জে মিন্টুর ‘প্রতীজ্ঞা’ সিনেমার ‘এক চোর যায় চলে’ গানিটি দিয়ে। তারপর আর পেছনে ফিরে দেখতে হয়নি তাকে। একের পর এক গেয়ে গেছেন অসংখ্য শ্রোতাপ্রিয় ও কালজয়ী গান।

বলতে গেলে নব্বই দশকের গোড়ার দিকে চলচ্চিত্রের গানে একচ্ছত্র আধিপত্য ছিলো তার। সেসময় রিয়াজ অভিনীত ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমার ‘পড়েনা চোখের পলক’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এছাড়াও তার কন্ঠে গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, ‘হায়রে মানুষ রঙের ফানুস’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘আমার বুকের মধ্যে খানে’ সহ অসংখ্য গান।

বেশ কিছুদিন অসুস্থ থাকার পর এন্ড্রু কিশোরের শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য গেল বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান তিনি। সেখানে দেশটির জেনারেল হাসপাতালে চিকিৎসা শুরু হয় শিল্পীর।

পরে শারিরীক অবস্থার উন্নতি হলে গত মাসের ১১ জুন নিজ দেশে ফিরেন এই সঙ্গীতশিল্পী। দেশের ফিরেই পরের দিন রাজশাহীতে যান তিনি। সেখানে বোন ডা. শিখা বিশ্বাস ও বোনজামাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। আর সেখানেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ