চরফ্যাশনে ১০ বছরের শিশুকে ২৫ বছর বানিয়ে নির্যাতন মামলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে ১০ বছরের শিশুকে ২৫ বছর বানিয়ে নির্যাতন মামলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৯, ২০২০ ১২:৩১ পূর্বাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে ১০ বছরের শিশুকে ২৫ বছর বানিয়ে নির্যাতন মামলা

ভোলা প্রতিনিধি ঃ ভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট নীলকমল ৩নং ওয়ার্ডের আসহায় আব্দুল আলীর পরিবারের ভয় ভীতি আর নারী কেলেঙ্কারির নাটকীয়তার মামলায় রোশানলে দুর্বীসহ জীবন ও নির্ঘুম রাত জাপনের খবর পাওয়া গিয়াছে।
 অনুসন্ধানে জানা যায় পারিবারিক জমিজমার বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ নানা ভয়ভীতি এবং নারী কেলেঙ্কারির মতো ঘটনাকে দামাচাপা দিতে তীর ছুড়ছেন নীলকমল ইউনিয়ন বাংলাবাজারের জেলে আব্দুল আলীর দারুল উলুম হামিউছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার তয় জামাতের ছাত্র মোঃ আল-আমিন(১০) এর প্রতি।
 ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন তাদের ছেলে মোঃ আল-আমিন এখনো বিছনায় প্রসাব করে হাফিজিয়া মাদ্রাসায় ৩ য় জামাতে পরার দরুন রাত দিন হুজুরের জিম্মায় থাকতে হয়।গত মাসের ২৬ তারিখে সন্ধায় এলাকার কিছু কুচক্রী  দৌড়ে বাড়িতে আসে অভিযোগ করেন সুরমার সাথে অন্তরঙ্গ মূহুর্তে জনতার টের পেয়ে দৌড়ে বাড়িতে  পালিয়েছে আল আমিন।তাৎক্ষণিক আমরা আলআমিন কে মাদ্রাসায় সৈয়দ মাষ্টারের ঘরে নিশ্চিত করি।
 কিছুক্ষণের মধ্য থানার পুলিশ এবং এলাকার দুজন সাংবাদিকদের তদন্ত কাজ শেষে এলাকার প্রত্যক্ষদর্শীদের
মাজে কৌতুহলের সৃষ্টি করে।
এদিকে আবদুল আলীর মাঝির পরিবারে এখন আতন্ক আর নির্ঘুমে রাত যাপন করবেন কেন জানতে চাইলে দাবি করেন ভোলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত কমপ্লেইন পিটিশন ৩৯৫ /২০২০ সুরমা বেগম (২২) পিং আঃ বারেক, চরনূরুল আমিন ৯নং ওয়ার্ড, থানা- দুলার হাট, চরফ্যাশন, ভোলা। অভিযোগ দায়ের করেন বিবাহ করার প্রলোভনে ১ নং আসামী মোঃ নাঈম (২৫)পিতাঃ আঃ আলী, চরনুরুল আমিন ৯ নং ওয়ার্ড নীলকমল, দুলার হাট, আস্বস্ত করে বর্তমানে ৩ মাসের অন্তস্বও্বা হইয়াছে।যা মেডিকেল হাসপাতাল ডাক্তার দ্বারা চিকিৎসা ও পরীক্ষা করাইয়াছেন।
কিন্তু অনুসন্ধানে দেখা যায় ইউনিয়ন পরিষদ নিবন্ধন বহি নং ০১১ নিবন্ধন তারিখ- ০১/০৪/০১৭ ইং যার ব্যক্তিগত পরিচিতি নং ২০১০০৯১২৫৭৬১০৪৩৯২ জন্ম তারিখ ১ লা জানুয়ারী ২০১০ (০১/০১/২০২০) ইং বয়স দাড়ায় ১০ বছর ৭ মাস ১৮ দিন।অথচ  মোঃ নাঈম ( আলআামিন)এর বয়স  ২৫ উল্লেখ করে মামলা রুজু করা হয়।
ডাক নাম মোঃ নাঈম এর বাবা লিখিত অভিযোগ করেন আমার ছোট নাবালক ১০ বছর শিশুকে নিয়ে মিথ্যা সাজানো মামলায় হয়রানি পুর্বক সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করি।
উল্লেখ্য অভিযুক্ত ডাক নাম নাঈন( আল-আমিন) বলেন সুরমা কে আমি চিনি না। আমার নামে অপবাদ কারীদের বিচার চাই।শিশু আলআমিনের মা বলেন মাদ্রাসায় প্রসাব করার কারনে বাড়িতে চৌকিতে শুইতে হয়,  ন্যাক্কার জনক ঘটনায় বিচার দাবি করেছেন।
এদিকে বাদী সুরমা বেগমের কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নি।তার বড় ভাই আদালতের স্বাক্ষী মোঃ কবিরের সাথে তথ্যের জন্য কয়েক দফায় স্বরনাপন্ন হলে সুরমা কোথায় অবস্থান নিশ্চিত না করে চারদিকে ছুটাছুটি করেন। কোন সংবাদ না দেওয়ার কথা বলে সংবাদ কর্মীদের ত্যাগ করেন।
দুলার হাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো; ইকবাল হোসেন প্রতিবেদকে জানান ঘটনাটি সম্পর্কে অবগত ৩য় শ্রেণির নাবালক মোঃ নাঈমের বিরুদ্ধে আনিত অভিযোগ আসলে ১০ বছরের শিশুর সাথে ২৫ বছরের মেয়ের সাথে অবৈধ সম্পর্কের পর তিন মাসের অন্তস্বও্বা বিষয় টা হাস্যকর। আদালতে দায়ের কৃত মামলায় পুনরায় সঠিক তদন্তের আলোকে প্রকৃত আসামীকে চিহ্নিত করে রিপোর্ট প্রদান করা হবে।
দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে ১০ বছরের শিশুকে ২৫ বছর বানিয়ে নির্যাতন মামলা

বুধবার, আগস্ট ১৯, ২০২০ ১২:৩১ পূর্বাহ্ণ
ভোলা প্রতিনিধি ঃ ভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট নীলকমল ৩নং ওয়ার্ডের আসহায় আব্দুল আলীর পরিবারের ভয় ভীতি আর নারী কেলেঙ্কারির নাটকীয়তার মামলায় রোশানলে দুর্বীসহ জীবন ও নির্ঘুম রাত জাপনের খবর পাওয়া গিয়াছে।
 অনুসন্ধানে জানা যায় পারিবারিক জমিজমার বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ নানা ভয়ভীতি এবং নারী কেলেঙ্কারির মতো ঘটনাকে দামাচাপা দিতে তীর ছুড়ছেন নীলকমল ইউনিয়ন বাংলাবাজারের জেলে আব্দুল আলীর দারুল উলুম হামিউছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার তয় জামাতের ছাত্র মোঃ আল-আমিন(১০) এর প্রতি।
 ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন তাদের ছেলে মোঃ আল-আমিন এখনো বিছনায় প্রসাব করে হাফিজিয়া মাদ্রাসায় ৩ য় জামাতে পরার দরুন রাত দিন হুজুরের জিম্মায় থাকতে হয়।গত মাসের ২৬ তারিখে সন্ধায় এলাকার কিছু কুচক্রী  দৌড়ে বাড়িতে আসে অভিযোগ করেন সুরমার সাথে অন্তরঙ্গ মূহুর্তে জনতার টের পেয়ে দৌড়ে বাড়িতে  পালিয়েছে আল আমিন।তাৎক্ষণিক আমরা আলআমিন কে মাদ্রাসায় সৈয়দ মাষ্টারের ঘরে নিশ্চিত করি।
 কিছুক্ষণের মধ্য থানার পুলিশ এবং এলাকার দুজন সাংবাদিকদের তদন্ত কাজ শেষে এলাকার প্রত্যক্ষদর্শীদের
মাজে কৌতুহলের সৃষ্টি করে।
এদিকে আবদুল আলীর মাঝির পরিবারে এখন আতন্ক আর নির্ঘুমে রাত যাপন করবেন কেন জানতে চাইলে দাবি করেন ভোলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত কমপ্লেইন পিটিশন ৩৯৫ /২০২০ সুরমা বেগম (২২) পিং আঃ বারেক, চরনূরুল আমিন ৯নং ওয়ার্ড, থানা- দুলার হাট, চরফ্যাশন, ভোলা। অভিযোগ দায়ের করেন বিবাহ করার প্রলোভনে ১ নং আসামী মোঃ নাঈম (২৫)পিতাঃ আঃ আলী, চরনুরুল আমিন ৯ নং ওয়ার্ড নীলকমল, দুলার হাট, আস্বস্ত করে বর্তমানে ৩ মাসের অন্তস্বও্বা হইয়াছে।যা মেডিকেল হাসপাতাল ডাক্তার দ্বারা চিকিৎসা ও পরীক্ষা করাইয়াছেন।
কিন্তু অনুসন্ধানে দেখা যায় ইউনিয়ন পরিষদ নিবন্ধন বহি নং ০১১ নিবন্ধন তারিখ- ০১/০৪/০১৭ ইং যার ব্যক্তিগত পরিচিতি নং ২০১০০৯১২৫৭৬১০৪৩৯২ জন্ম তারিখ ১ লা জানুয়ারী ২০১০ (০১/০১/২০২০) ইং বয়স দাড়ায় ১০ বছর ৭ মাস ১৮ দিন।অথচ  মোঃ নাঈম ( আলআামিন)এর বয়স  ২৫ উল্লেখ করে মামলা রুজু করা হয়।
ডাক নাম মোঃ নাঈম এর বাবা লিখিত অভিযোগ করেন আমার ছোট নাবালক ১০ বছর শিশুকে নিয়ে মিথ্যা সাজানো মামলায় হয়রানি পুর্বক সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করি।
উল্লেখ্য অভিযুক্ত ডাক নাম নাঈন( আল-আমিন) বলেন সুরমা কে আমি চিনি না। আমার নামে অপবাদ কারীদের বিচার চাই।শিশু আলআমিনের মা বলেন মাদ্রাসায় প্রসাব করার কারনে বাড়িতে চৌকিতে শুইতে হয়,  ন্যাক্কার জনক ঘটনায় বিচার দাবি করেছেন।
এদিকে বাদী সুরমা বেগমের কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নি।তার বড় ভাই আদালতের স্বাক্ষী মোঃ কবিরের সাথে তথ্যের জন্য কয়েক দফায় স্বরনাপন্ন হলে সুরমা কোথায় অবস্থান নিশ্চিত না করে চারদিকে ছুটাছুটি করেন। কোন সংবাদ না দেওয়ার কথা বলে সংবাদ কর্মীদের ত্যাগ করেন।
দুলার হাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো; ইকবাল হোসেন প্রতিবেদকে জানান ঘটনাটি সম্পর্কে অবগত ৩য় শ্রেণির নাবালক মোঃ নাঈমের বিরুদ্ধে আনিত অভিযোগ আসলে ১০ বছরের শিশুর সাথে ২৫ বছরের মেয়ের সাথে অবৈধ সম্পর্কের পর তিন মাসের অন্তস্বও্বা বিষয় টা হাস্যকর। আদালতে দায়ের কৃত মামলায় পুনরায় সঠিক তদন্তের আলোকে প্রকৃত আসামীকে চিহ্নিত করে রিপোর্ট প্রদান করা হবে।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ