নিজ হাতে ইট ভাঙার কাজ করলেন বরিশাল সিটি মেয়র, ভাইরাল ভিডিও - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নিজ হাতে ইট ভাঙার কাজ করলেন বরিশাল সিটি মেয়র, ভাইরাল ভিডিও - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৫, ২০২০ ৪:২৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

নিজ হাতে ইট ভাঙার কাজ করলেন বরিশাল সিটি মেয়র, ভাইরাল ভিডিও

হাফিজুর রহমান, অতিথি প্রতিবেদক: বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গতকাল (০৪ সেপ্টেম্বর) তারিখে নগরীর লঞ্চ ঘাট হতে আমতলার মোরের মেইন সড়কের কাজ পরিদর্শনকালে বান্দ রোডের রাস্তা সংস্কারের কাজ চলাকালীন সময়ে নিজের ব্যবহৃত গাড়ি, পোষাক খুলে শ্রমিকদের কাজের উৎসাহিত করার জন্য তিনি নিজেই নেমে পরেন ইট ভাঙার কাজে।

সম্প্রতি ঐ ইট ভাঙার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে দেখাগেছে সিটি মেয়র সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহ শ্রমিকদের পাশে রেখে হাতে হাতুরী নিয়ে একটি সেন্ডেল গেঞ্জি গায়ে ইট ভাঙছেন। আর তা দেখে উৎসাহিত হচ্ছে শ্রমিক। পাশাপাশি স্থানীয় ও সাধারণ জনগণ দাড়িয়ে দেখছেন। তার এমন প্রশংসনীয় কাজ মুর্হূতেই ছড়িয়ে পরে নগরজুড়ে।

বিষয়টি  এ প্রতিবেদকের চোখে ধরা পরলে সরাসরি বান্দ রোডের রাস্তা সংস্কারের স্থানে পৌছায় পরে বিষয়টি নিয়ে শ্রমিকদের সাথে কথা হয়। শ্রমিকদের সিটি মেয়রের কথা বলতেই তারা বলেন ভাই মোরা জীবনেও ভাবিনাই মেয়র সাহেব মোগো লগে এইরহম কাম হরবে।

এমন কাম মোগে যে কাজের গতি বাড়াইয়া দেছে হ্যা মোরা বুজঝি কিন্তু। মাননীয় মেয়রের এমন কাম দেইখ্যা হারাদেশের মানুষ শ্রমিকদের আর নিচু চোহে দেখবেনা। হে মোগো শ্রমিকদের সম্মান বাড়াইয়া দেছে।

বর্তমানে ভিডিওটি বরিশাল জুড়ে ফেইজবুকে সাধারণ মানুষ শেয়ার কমেন্ট এর মাধ্যমে তাকে অভিনন্দন জানান। পরে মোবাইল লাইভে গিয়ে সিটি মেয়র বলেন, পাঁচ বছরের গ্যারান্টি তে নগরীর সকল রাস্তা সংস্কার করা হচ্ছে।

বিসিসির অযোগ্য কিছু কর্মকর্তার গাফিলতির কারণে প্রজেক্ট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সে সমস্যা অচিরেই সমাধান করা হবে। তিনি আরো বলেন নিজে দুর্নীতি করি না কাউকে দুর্নীতি করতেও দেব না তাই বৃষ্টি কমলে ভাঙাচোরা রাস্তা সংস্কার কাজে হাত দেয়া হবে বলে জানান। তথ্যসূত্র:বরিশাল ক্রাইম ট্রেস।

ভিডিও দেখতে ক্লিক করুনঃ

দৈনিক বরিশাল ২৪

নিজ হাতে ইট ভাঙার কাজ করলেন বরিশাল সিটি মেয়র, ভাইরাল ভিডিও

শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২০ ৪:২৯ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান, অতিথি প্রতিবেদক: বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গতকাল (০৪ সেপ্টেম্বর) তারিখে নগরীর লঞ্চ ঘাট হতে আমতলার মোরের মেইন সড়কের কাজ পরিদর্শনকালে বান্দ রোডের রাস্তা সংস্কারের কাজ চলাকালীন সময়ে নিজের ব্যবহৃত গাড়ি, পোষাক খুলে শ্রমিকদের কাজের উৎসাহিত করার জন্য তিনি নিজেই নেমে পরেন ইট ভাঙার কাজে।

সম্প্রতি ঐ ইট ভাঙার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে দেখাগেছে সিটি মেয়র সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহ শ্রমিকদের পাশে রেখে হাতে হাতুরী নিয়ে একটি সেন্ডেল গেঞ্জি গায়ে ইট ভাঙছেন। আর তা দেখে উৎসাহিত হচ্ছে শ্রমিক। পাশাপাশি স্থানীয় ও সাধারণ জনগণ দাড়িয়ে দেখছেন। তার এমন প্রশংসনীয় কাজ মুর্হূতেই ছড়িয়ে পরে নগরজুড়ে।

বিষয়টি  এ প্রতিবেদকের চোখে ধরা পরলে সরাসরি বান্দ রোডের রাস্তা সংস্কারের স্থানে পৌছায় পরে বিষয়টি নিয়ে শ্রমিকদের সাথে কথা হয়। শ্রমিকদের সিটি মেয়রের কথা বলতেই তারা বলেন ভাই মোরা জীবনেও ভাবিনাই মেয়র সাহেব মোগো লগে এইরহম কাম হরবে।

এমন কাম মোগে যে কাজের গতি বাড়াইয়া দেছে হ্যা মোরা বুজঝি কিন্তু। মাননীয় মেয়রের এমন কাম দেইখ্যা হারাদেশের মানুষ শ্রমিকদের আর নিচু চোহে দেখবেনা। হে মোগো শ্রমিকদের সম্মান বাড়াইয়া দেছে।

বর্তমানে ভিডিওটি বরিশাল জুড়ে ফেইজবুকে সাধারণ মানুষ শেয়ার কমেন্ট এর মাধ্যমে তাকে অভিনন্দন জানান। পরে মোবাইল লাইভে গিয়ে সিটি মেয়র বলেন, পাঁচ বছরের গ্যারান্টি তে নগরীর সকল রাস্তা সংস্কার করা হচ্ছে।

বিসিসির অযোগ্য কিছু কর্মকর্তার গাফিলতির কারণে প্রজেক্ট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সে সমস্যা অচিরেই সমাধান করা হবে। তিনি আরো বলেন নিজে দুর্নীতি করি না কাউকে দুর্নীতি করতেও দেব না তাই বৃষ্টি কমলে ভাঙাচোরা রাস্তা সংস্কার কাজে হাত দেয়া হবে বলে জানান। তথ্যসূত্র:বরিশাল ক্রাইম ট্রেস।

ভিডিও দেখতে ক্লিক করুনঃ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত