বেনাপোলে ৫বছরের চুক্তিতে নিয়োগ কাজ করছে ১৪ বছর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বেনাপোলে ৫বছরের চুক্তিতে নিয়োগ কাজ করছে ১৪ বছর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৮, ২০২০ ১২:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বেনাপোলে ৫বছরের চুক্তিতে নিয়োগ কাজ করছে ১৪ বছর

বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে অধিকাংশ ক্রেন ও ফর্কলিফট অকেজো থাকায় মালামাল ওঠা নামা ও ডেলিভারি করা সম্ভব হচ্ছেনা। ফলে বনদরে সৃষ্টি হয়েছে ভয়াবহ পণ্যজট।বিরাজমান জটিলতা সামাধান না হলে যে কোন সময় বন্ধ হতে পারে দু দেশের আমদানিরফতানি বানিজ্য।

তবে বেনাপোল স্থল বন্দরে ফর্কলিফট ও ক্রেন সরবারহকারী ঠিকাদারীপ্রতিষ্টান সিস লজিস্টিক্যাল সিস্টেম লিমিটেড বলছে ভিন্ন কথা।

৫ বছরের চুক্তিতে ১৪বছর ধরে কাজ চলছে বন্দরে, বাড়েনি চুক্তি মুল্য, পরিশোধ করেনি কোম্পনীর পাওনা টাকা।বন্দর সুত্রে জানাগেছে, বর্তমানে বেনাপোল বন্দরে ২৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ফর্কলিফটরয়েছে একটি ও পাঁচ টনের ফর্কলিফট রয়েছে পাঁচটি। এর মধ্যে ৪ টি দীর্ঘদিন ধরেঅচল। ৪০ টন, ৩৫ টন ও ১৯ টনের ক্রেন আছে একটি করে, আর ১০ টনের ক্রেন আছে দুইটি।

এসব ক্রেনের মধ্যে ৫ টি তাকে অধিকাংশ সময় অকেজো। বর্তমানে সবচেয়ে বড় ২৫টনের ফর্কলিফটি অকেজো থাকায় বড় ধরনের বিপর্যয় ঘটছে মালামাল লোড-আনলোডে।বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের গুদামে জায়গার অভাবে ওখান থেকে পণ্য বের করার পর নতুনপণ্য ঢোকানো হচ্ছে।

খালাসের অভাবে পণ্যবোঝাই ট্রাক বন্দরের ভেতর দাঁড়িয়ে থাকছেদিনের পর দিন। ট্রাক থেকে পণ্য নামানোর অনুমতি মিললেও ক্রেন বা ফর্কলিফট মিলছে না।ফলে জায়গা ও ক্রেন সংকটে বিপাকে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা।বেনাপোল স্থলবন্দরের পরিচালক এর সত্যতা স্বীকার করে বলেন, বারবার তাগাদা দেওয়ার পরওঠিকাদার প্রতিষ্ঠান সাড়া দিচ্ছে না।

বিষয়টি জানিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষেরকাছে একটি চিঠি দিয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।ফর্কলিফট ও ক্রেন সরবারহকারী ঠিকাদারী প্রতিষ্টান সিস লজিস্টিক্যাল সিস্টেম লিমিটেডের বেনাপোলের ম্যানেজার ফখরুল ইসলাম জানান,২০০৬ সালে আমাদের প্রতিষ্টানবন্দরের পন্য ওঠানো ও নামানোর জন্য বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে ৫ বছরের চুক্তিকরে।

পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ আর চুক্তি নবায়ন করেনি।আমাদের কোম্পানীর দেনা পাওনাপরিশোধ করেনি।আমরা অনেকটা বাধ্য হয়ে গত ১৪ বছর ধরে পুরাতন চুক্তিতে বন্দরেরকার্যক্রম চালিয়ে যাচ্ছি।১৪ বছর আগের চুক্তিতে বর্তমানে বন্দরের কার্যক্রম চালানোসম্ভব না।

আমাদের দেনা পাওনা পরিশোধ করা হলে আমরা বন্দরের কার্যক্রম গুটিয়ে নেব।ব্যবসায়ীদের এসব অভিযোগের কথা স্বীকার করে বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টরমামুন তরফদার জানান, বর্তমানে প্রচুর পরিমান মালামাল আসছে ভারতে থেকে। সে জন্যজায়গার কিছুটা সমস্যা হচেছ। তবে বন্দরে ক্রেন ফরকলিপট এর সমস্যা আছে। আইনীজটিলতার কারনে সমস্যাগুলো হচেছ ,অচিরেই সম ধরনের সম্যসা সমাধান করা হবে।

দৈনিক বরিশাল ২৪

বেনাপোলে ৫বছরের চুক্তিতে নিয়োগ কাজ করছে ১৪ বছর

মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২০ ১২:২৬ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে অধিকাংশ ক্রেন ও ফর্কলিফট অকেজো থাকায় মালামাল ওঠা নামা ও ডেলিভারি করা সম্ভব হচ্ছেনা। ফলে বনদরে সৃষ্টি হয়েছে ভয়াবহ পণ্যজট।বিরাজমান জটিলতা সামাধান না হলে যে কোন সময় বন্ধ হতে পারে দু দেশের আমদানিরফতানি বানিজ্য।

তবে বেনাপোল স্থল বন্দরে ফর্কলিফট ও ক্রেন সরবারহকারী ঠিকাদারীপ্রতিষ্টান সিস লজিস্টিক্যাল সিস্টেম লিমিটেড বলছে ভিন্ন কথা।

৫ বছরের চুক্তিতে ১৪বছর ধরে কাজ চলছে বন্দরে, বাড়েনি চুক্তি মুল্য, পরিশোধ করেনি কোম্পনীর পাওনা টাকা।বন্দর সুত্রে জানাগেছে, বর্তমানে বেনাপোল বন্দরে ২৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ফর্কলিফটরয়েছে একটি ও পাঁচ টনের ফর্কলিফট রয়েছে পাঁচটি। এর মধ্যে ৪ টি দীর্ঘদিন ধরেঅচল। ৪০ টন, ৩৫ টন ও ১৯ টনের ক্রেন আছে একটি করে, আর ১০ টনের ক্রেন আছে দুইটি।

এসব ক্রেনের মধ্যে ৫ টি তাকে অধিকাংশ সময় অকেজো। বর্তমানে সবচেয়ে বড় ২৫টনের ফর্কলিফটি অকেজো থাকায় বড় ধরনের বিপর্যয় ঘটছে মালামাল লোড-আনলোডে।বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের গুদামে জায়গার অভাবে ওখান থেকে পণ্য বের করার পর নতুনপণ্য ঢোকানো হচ্ছে।

খালাসের অভাবে পণ্যবোঝাই ট্রাক বন্দরের ভেতর দাঁড়িয়ে থাকছেদিনের পর দিন। ট্রাক থেকে পণ্য নামানোর অনুমতি মিললেও ক্রেন বা ফর্কলিফট মিলছে না।ফলে জায়গা ও ক্রেন সংকটে বিপাকে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা।বেনাপোল স্থলবন্দরের পরিচালক এর সত্যতা স্বীকার করে বলেন, বারবার তাগাদা দেওয়ার পরওঠিকাদার প্রতিষ্ঠান সাড়া দিচ্ছে না।

বিষয়টি জানিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষেরকাছে একটি চিঠি দিয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।ফর্কলিফট ও ক্রেন সরবারহকারী ঠিকাদারী প্রতিষ্টান সিস লজিস্টিক্যাল সিস্টেম লিমিটেডের বেনাপোলের ম্যানেজার ফখরুল ইসলাম জানান,২০০৬ সালে আমাদের প্রতিষ্টানবন্দরের পন্য ওঠানো ও নামানোর জন্য বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে ৫ বছরের চুক্তিকরে।

পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ আর চুক্তি নবায়ন করেনি।আমাদের কোম্পানীর দেনা পাওনাপরিশোধ করেনি।আমরা অনেকটা বাধ্য হয়ে গত ১৪ বছর ধরে পুরাতন চুক্তিতে বন্দরেরকার্যক্রম চালিয়ে যাচ্ছি।১৪ বছর আগের চুক্তিতে বর্তমানে বন্দরের কার্যক্রম চালানোসম্ভব না।

আমাদের দেনা পাওনা পরিশোধ করা হলে আমরা বন্দরের কার্যক্রম গুটিয়ে নেব।ব্যবসায়ীদের এসব অভিযোগের কথা স্বীকার করে বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টরমামুন তরফদার জানান, বর্তমানে প্রচুর পরিমান মালামাল আসছে ভারতে থেকে। সে জন্যজায়গার কিছুটা সমস্যা হচেছ। তবে বন্দরে ক্রেন ফরকলিপট এর সমস্যা আছে। আইনীজটিলতার কারনে সমস্যাগুলো হচেছ ,অচিরেই সম ধরনের সম্যসা সমাধান করা হবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত