আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৯, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ
A- A A+ Print

আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি

অনলাইন নিউজ: আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

রবিবার তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন নিউজপোর্টালের নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৫১টি অনলাইন নিউজপোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।

প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৫১টি অনলাইন নিউজপোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলেছে তথ্য মন্ত্রণালয়।

নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজপোর্টাল হলো- বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বিডিনিউজ২৪ ডটকম, বাংলাইনসাইডার ডটকম, নিউজনেক্সটবিডি ডটকম, সারাবাংলাডটনেট, আনন্দপত্র ডটইনফো, একুশেপত্রিকা ডটকম, ডেইলি-বাংলাদেশ ডটকম, ঢাকানিউজ২৪ ডটকম, পিপিবিডি ডটনিউজ, ঢাকাজার্নাল ডটকম, বার্তা২৪ ডটকম, বিডি-জার্নাল ডটকম, ভিনিউজবিডি ডটকম, বাংলাদেশগ্লোবাল ডটকম, এবিনিউজ২৪ ডটকম, বাংলাদেশবুলেটিন ডটকম, পানকৌড়িনিউজ ডটকম, বাংলারখবর২৪ ডটকম, রেডটাইমসডটকম ডটবিডি নিবন্ধনের অনুমতি পেয়েছে।

এছাড়া ভাওয়ালনিউজ২৪ ডটকম, নিউজফ্লাস২৪বিডি ডটকম, এনার্জিবাংলা ডটকম, নিউজ২৪বিডি ডটনেট, নিউজজি২৪ ডটকম, একুশেসংবাদ ডটকম, এশিয়ানমেইল২৪ ডটকম, লালসবুজেরকথা ডটকম, হাওরবার্তা২৪ ডটকম, মুক্তিনিউজ২৪ ডটকম, সুখবর ডটকম, মাগুরাপ্রতিদিন ডটকম, বিডিসমাচার২৪ ডটকম, আমারহেলথ ডটকম, ইনিউজ ডটকম, জয়নিউজবিডি ডটকম, ডেইলিক্যাম্পাস ডটকম, এমপিনিউজ ডটকম, সবুজবাংলাদেশ ডটকম, ডেইলিলোকালয় ডটকমকে অনুমতি দিয়েছে সরকার।

আরও অনুমতি পেয়েছে, ই-বার্তা২৪৭ ডটকম, ডিজিটালখবর ডটকম, সিএনআইবিডি ডটনেট, নিউজ২নারায়ণগঞ্জ ডটকম, শুভপ্রতিদিন ডটকম, চট্টগ্রামনিউজ ডটকম, সময়েরকণ্ঠস্বর ডটকম, নিউজগার্ডেনবিডি ডটকম, নিউটার্ন২৪ ডটকম, নিউজবাংলা২৪ ডটকম এবং বাংলা৫২নিউজ ডটকম।

এরআগে গত ৩০ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। এরপর ৩ সেপ্টেম্বর নিবন্ধনের জন্য ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সূত্র: বিডি-প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি

রবিবার, নভেম্বর ২৯, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ

অনলাইন নিউজ: আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

রবিবার তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন নিউজপোর্টালের নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৫১টি অনলাইন নিউজপোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।

প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৫১টি অনলাইন নিউজপোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলেছে তথ্য মন্ত্রণালয়।

নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজপোর্টাল হলো- বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বিডিনিউজ২৪ ডটকম, বাংলাইনসাইডার ডটকম, নিউজনেক্সটবিডি ডটকম, সারাবাংলাডটনেট, আনন্দপত্র ডটইনফো, একুশেপত্রিকা ডটকম, ডেইলি-বাংলাদেশ ডটকম, ঢাকানিউজ২৪ ডটকম, পিপিবিডি ডটনিউজ, ঢাকাজার্নাল ডটকম, বার্তা২৪ ডটকম, বিডি-জার্নাল ডটকম, ভিনিউজবিডি ডটকম, বাংলাদেশগ্লোবাল ডটকম, এবিনিউজ২৪ ডটকম, বাংলাদেশবুলেটিন ডটকম, পানকৌড়িনিউজ ডটকম, বাংলারখবর২৪ ডটকম, রেডটাইমসডটকম ডটবিডি নিবন্ধনের অনুমতি পেয়েছে।

এছাড়া ভাওয়ালনিউজ২৪ ডটকম, নিউজফ্লাস২৪বিডি ডটকম, এনার্জিবাংলা ডটকম, নিউজ২৪বিডি ডটনেট, নিউজজি২৪ ডটকম, একুশেসংবাদ ডটকম, এশিয়ানমেইল২৪ ডটকম, লালসবুজেরকথা ডটকম, হাওরবার্তা২৪ ডটকম, মুক্তিনিউজ২৪ ডটকম, সুখবর ডটকম, মাগুরাপ্রতিদিন ডটকম, বিডিসমাচার২৪ ডটকম, আমারহেলথ ডটকম, ইনিউজ ডটকম, জয়নিউজবিডি ডটকম, ডেইলিক্যাম্পাস ডটকম, এমপিনিউজ ডটকম, সবুজবাংলাদেশ ডটকম, ডেইলিলোকালয় ডটকমকে অনুমতি দিয়েছে সরকার।

আরও অনুমতি পেয়েছে, ই-বার্তা২৪৭ ডটকম, ডিজিটালখবর ডটকম, সিএনআইবিডি ডটনেট, নিউজ২নারায়ণগঞ্জ ডটকম, শুভপ্রতিদিন ডটকম, চট্টগ্রামনিউজ ডটকম, সময়েরকণ্ঠস্বর ডটকম, নিউজগার্ডেনবিডি ডটকম, নিউটার্ন২৪ ডটকম, নিউজবাংলা২৪ ডটকম এবং বাংলা৫২নিউজ ডটকম।

এরআগে গত ৩০ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। এরপর ৩ সেপ্টেম্বর নিবন্ধনের জন্য ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সূত্র: বিডি-প্রতিদিন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত