সাবেক মেয়র হিরনের সফলতায় ছিলো তাপসের অবদান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাবেক মেয়র হিরনের সফলতায় ছিলো তাপসের অবদান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৯, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

সাবেক মেয়র হিরনের সফলতায় ছিলো তাপসের অবদান

মনজুর হোসেন ঈসাঃ হিরন ও তাপস একই সূত্রে গাঁথা নাম বরিশাল সিটি কর্পোরেশন এর সফল মেয়র এড.শওকত হোসেন হিরন এর সাথে নানাভাবে গভীর সম্পর্কে জড়িয়ে ছিলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তারা ছিলেন ব্যাবসায়ী পার্টনার। হিরন ভাই যখন মেয়র পদে বরিশালে দাঁড়িয়ে ছিলেন তখন তাঁর পাশে ছিলেন তাপস। মেয়র নির্বাচিত হওয়ার পর হিরন ভায়ের বদলে দেওয়ার পিছনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।দু’জনই ছিলেন কাজ পাগল মানুষ।

সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্ক ছিল গভীর। সেসময় অনেক অনুষ্ঠানে এক সাথে দুজনকে দেখা গেছে। প্রিয় হিরন ভাই নিজেও একসময় জাতীয় পার্টির রাজনীতি করতেন। জাতীয় পার্টির সকলের সাথে ছিল গভীর সম্পর্ক।তিনি আওয়ামী লীগে যোগদান করে সেখান থেকে মেয়র নির্বাচিত হলেও জাতীয় পার্টির তৃণমূলের কাউকে ভুলে যাননি।সেসময় হিরন ভায়ের সাথে অনেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

হিরন ভায়ের মৃত্যুতে বরিশালের উন্নয়ন মূখ থুবড়ে পড়ে যায়।তখন হিরন ভায়ের অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য ২০১৮ সালে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস মেয়র নির্বাচনে অংশ গ্রহণ করেন।তিনি সব সময় হিরন ভায়ের কবর জিয়ারত করে কাজ শুরু করেন।সেই নির্বাচনে ভোট ডাকাতির ফলে নিশিরাতের সরকারের মেয়র ৫ বছর হন নৌকার মাঝি সেরনিয়াবাত পরিবারের সদস্য সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ।

তার চরম ভরাডুবিতে এবার তাকে টিকিট না দিলেও সেরনিয়াবাত পরিবারের বাইরে যেতে পারিনি আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিঁনি এবার টিকিট দিয়েছেন সাদেক আবদুল্লাহর আপন ছোট চাচা খোকন সেরনিয়াবাতকে।খোকন সাহেব তিঁনি মুরব্বি মানুষ, অনেক বয়স হয়েছে। জীবনের সব সময় টুকু খুলনায় কাটিয়েছেন। বরিশালের মানুষের সাথে তাঁর কোন সম্পর্ক ছিলনা।

হিরন ভাই বেঁচে থাকতে তিনি বরিশালে আসেননি।তাহলে যারা বলছেন বা লিখছেন খোকন হতে পারে হিরনের প্রতিচ্ছবি। তারা কিভাবে লিখেছেন আমি জানিনা। বরং রক্তের সূত্রে মেয়র সাদেক আবদুল্লাহর প্রতিচ্ছবি হতে পারেন খোকন সেরনিয়াবাত সাহেব। আর হিরন ভায়ের আসল প্রতিচ্ছবি হতে পারেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এবারও তাপস ভাই প্রথমে হিরন ভায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

তিনি বিভিন্ন অনুষ্ঠানে হিরন ভাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে হিরন ভাই ও তাপস ভায়ের অনেক স্মৃতিকথা তুলে ধরেন আর বলেন,হিরন ভাই অসময়ে চলে না গেলে তিনি নির্বাচনেই আসতেন না। এখন আমি পাঠকদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চায়? আপনারা নির্নয় করুন। কে কার প্রতিচ্ছবি। (চলবে) মো.মঞ্জুর হোসেন ঈসা একজন সচেতন নাগরিক।

দৈনিক বরিশাল ২৪

সাবেক মেয়র হিরনের সফলতায় ছিলো তাপসের অবদান

শুক্রবার, জুন ৯, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ

মনজুর হোসেন ঈসাঃ হিরন ও তাপস একই সূত্রে গাঁথা নাম বরিশাল সিটি কর্পোরেশন এর সফল মেয়র এড.শওকত হোসেন হিরন এর সাথে নানাভাবে গভীর সম্পর্কে জড়িয়ে ছিলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তারা ছিলেন ব্যাবসায়ী পার্টনার। হিরন ভাই যখন মেয়র পদে বরিশালে দাঁড়িয়ে ছিলেন তখন তাঁর পাশে ছিলেন তাপস। মেয়র নির্বাচিত হওয়ার পর হিরন ভায়ের বদলে দেওয়ার পিছনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।দু’জনই ছিলেন কাজ পাগল মানুষ।

সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্ক ছিল গভীর। সেসময় অনেক অনুষ্ঠানে এক সাথে দুজনকে দেখা গেছে। প্রিয় হিরন ভাই নিজেও একসময় জাতীয় পার্টির রাজনীতি করতেন। জাতীয় পার্টির সকলের সাথে ছিল গভীর সম্পর্ক।তিনি আওয়ামী লীগে যোগদান করে সেখান থেকে মেয়র নির্বাচিত হলেও জাতীয় পার্টির তৃণমূলের কাউকে ভুলে যাননি।সেসময় হিরন ভায়ের সাথে অনেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

হিরন ভায়ের মৃত্যুতে বরিশালের উন্নয়ন মূখ থুবড়ে পড়ে যায়।তখন হিরন ভায়ের অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য ২০১৮ সালে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস মেয়র নির্বাচনে অংশ গ্রহণ করেন।তিনি সব সময় হিরন ভায়ের কবর জিয়ারত করে কাজ শুরু করেন।সেই নির্বাচনে ভোট ডাকাতির ফলে নিশিরাতের সরকারের মেয়র ৫ বছর হন নৌকার মাঝি সেরনিয়াবাত পরিবারের সদস্য সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ।

তার চরম ভরাডুবিতে এবার তাকে টিকিট না দিলেও সেরনিয়াবাত পরিবারের বাইরে যেতে পারিনি আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিঁনি এবার টিকিট দিয়েছেন সাদেক আবদুল্লাহর আপন ছোট চাচা খোকন সেরনিয়াবাতকে।খোকন সাহেব তিঁনি মুরব্বি মানুষ, অনেক বয়স হয়েছে। জীবনের সব সময় টুকু খুলনায় কাটিয়েছেন। বরিশালের মানুষের সাথে তাঁর কোন সম্পর্ক ছিলনা।

হিরন ভাই বেঁচে থাকতে তিনি বরিশালে আসেননি।তাহলে যারা বলছেন বা লিখছেন খোকন হতে পারে হিরনের প্রতিচ্ছবি। তারা কিভাবে লিখেছেন আমি জানিনা। বরং রক্তের সূত্রে মেয়র সাদেক আবদুল্লাহর প্রতিচ্ছবি হতে পারেন খোকন সেরনিয়াবাত সাহেব। আর হিরন ভায়ের আসল প্রতিচ্ছবি হতে পারেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এবারও তাপস ভাই প্রথমে হিরন ভায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

তিনি বিভিন্ন অনুষ্ঠানে হিরন ভাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে হিরন ভাই ও তাপস ভায়ের অনেক স্মৃতিকথা তুলে ধরেন আর বলেন,হিরন ভাই অসময়ে চলে না গেলে তিনি নির্বাচনেই আসতেন না। এখন আমি পাঠকদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চায়? আপনারা নির্নয় করুন। কে কার প্রতিচ্ছবি। (চলবে) মো.মঞ্জুর হোসেন ঈসা একজন সচেতন নাগরিক।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত