বরিশাল সিটিতে বিএনপির ভোটারদের সমর্থন পাচ্ছেন লাঙ্গলের মেয়রপ্রার্থী তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল সিটিতে বিএনপির ভোটারদের সমর্থন পাচ্ছেন লাঙ্গলের মেয়রপ্রার্থী তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১০, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল সিটিতে বিএনপির ভোটারদের সমর্থন পাচ্ছেন লাঙ্গলের মেয়রপ্রার্থী তাপস

বরিশাল সিটি নির্বাচনে বিএনপির ভোটারদের সমর্থণ পাচ্ছেন লাঙ্গলের মেয়রপ্রার্থী তাপস
সোহেল আহমেদঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস এর নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সরব উপস্থিতি দেখা গেছে। লক্ষ্য দলের মনোনীত মেয়রপ্রার্থীকে বিজয়ী করা। দলের একটি সূত্রে জানা গেছে, গতো নির্বাচনের চেয়ে এবার নির্বাচনী পরিবেশ ইকবাল হোসেন তাপস এর অনুকূলেই রয়েছে। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবার সিটি নির্বাচনে অংশ নেয়নি। তারপরে অংশ নেয়া মেয়রপ্রার্থীদের জয় পরাজয়ের একমাত্র সম্ভল বিএনপির বিশাল ভোট ব্যাংক। একমাত্র বিএনপি ছাড়া নিজ্স্ব সর্বচ্চ ভোট পেয়ে বিজয়ী হওয়ার মতো সক্ষমতা   অ্যদলের প্রার্থীদের নেই। তাই দলীয় ভোট ছাড়াও বিএনপির ভোটারদের কাছেই সব প্রার্থীর ভোট প্রার্থণার আবেদন অব্যাহত রয়েছে।  েএসব দিকে বিবেচনা করলে দেখাযায়, নানা কারণে বিএনপির তৃণমূল নেতা কর্মীসমর্থকরা ভোটের মাঠে সরব রয়েছেন।
জাপা মনোনীত মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস সৎ ও সাহসী নেতা হিসেবে নগরবাসীর কাছে গ্রহণযোগ্যতা লাভ করছেন। ২০১৮ সালের নির্বাচনে হেরে গেলেও বরিশাল থেকে হাড়িয়ে যাননি তাপস। সিটি করপোরেশনের ক্ষমতায় না থেকেও নিজস্ব অর্থায়ণে নগরীর অসহায় দুস্থ পরিবারে সাধ্যমতো পাশে দাড়িয়েছেন। আর তাপসের সহযোগীতা ছিলো কোন দল কেন্দ্রীক নয় বরং বিপদগ্রস্থ্য ব্যক্তিকে সহযোগীতা করতে গিয়ে কে কোন দলের সাপোর্ট করেন তা মাথায় আনেননি। এখানকার আওয়ামী লীগ বিএনপি সহ সব দলের কর্মীসমর্থকরা তাকে ভোট দিবেন এমন বক্তব্য দিয়ে আসছিলেন তাপস। এরমধ্যে বিএনপির একটি বিশাল সমর্থণ ইকবাল হোসেন তাপসের পক্ষেই যাচ্ছে বলে নগরে বেশ আলোচনা চলছে।
অনুসন্ধানে জানা যায়, ইকবাল হোসেন তাপস গতো এক বছর আগে থেকে দলের নমিনেশন কনফার্ম করে বরিশাল নগরের সাংগঠনকে শক্তিশালী করেছেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে যেসব ভুলবোঝা বুঝি ছিলো তারও সমাধান করে একসাথে সাধারণ মানুষের সাথে বছরজুড়ে যোগাযোগ রেখে চলেছেন। মানবসেবা আরো বৃদ্ধি করার জন্য গতো বছরের শুরুতে প্রতিষ্ঠিত করেছেন সেচ্ছাসেবী সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি সেবাকেন্দ্র। যেখান থেকে কয়েক হাজার নারী ও শিক্ষিত যুবক সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ সহ নানা সুযোগ সুবিধা পেয়ে উপকৃত হয়েছে। এই সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মুলত আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের সমর্থকরা উপকৃত হওয়ায় ব্যক্তি ইকবাল হোসেন তাপস প্রশংসা পাচ্ছেন।
বরিশাল বিএনপির কর্ণধর সাবেক এমপি ও সাবেক মেয়র এ্যড. মজিবুর রহমান সরোয়ার অনুসারী মাঠপর্যায়ের কর্মীসমর্থকরা নানা কৌশলে ইকবাল হোসেন তাপস এর পক্ষে লাঙ্গল প্রতীকের গণসংযোগ করে আসছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে। প্রকাশ্যে না এসে এসব নেতা কর্মীরা নেরবে তাপসের লাঙ্গলে ভোট চাইছেন।
অপর একটি সূত্র জানায়, বিএনপির সাবেক জেলা সভাপতি প্রতি বছর বিদ্রোহি প্রার্থী হিসেবে নির্বাচন করলেও তারও রয়েছে ২৫-৩০ হাজার নিজস্ব ভোট। সাবেক মেয়র আহসান হাবিব কামালের সাথে অনেক সিনিয়র নেতারই তেমন ভালো সক্ষতা ছিলো না ফলে এই নেতার সমর্থকরা আহসান হাবিব কামালের ছেলে সতন্ত্র মেয়র প্রার্থী কামরুল হাসান রুপনকে সমর্সথণ করবেনা বলেই অনেকের ধারণা।
অপরদিকে, ইকবাল হোসেন তাপস এর ছোট ভাই এইচ এম তসলিম উদ্দিন কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদ নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে সরব রয়েছেন। এইচ এম তসলিম উদ্দিন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক। রাজপথে তার যেমন শক্ত অবস্থান রয়েছে তেমনই বিএনপির মাঠপর্যায়ের কর্মীদের সাথেও রয়েছে সুসম্পর্ক। এইস  এম তসলিম উদ্দিনের ভক্ত-সমর্থকরা বড় ভাই ইকবাল হোসেন তাপসের পক্ষেই ভোট দিবে বলে শোনা যাচ্ছে।
সম্প্রতি ইকবাল হোসেন তাপস এর নির্বাচনী মাঠের একাধিক সভা সমাবেশের বক্তব্য গুলো অনেকটাই বিএনপি নেতৃবৃন্দের বক্তব্যের সাথে মিলে যাওয়াতে সরকার বিরোধী সমর্থকরাও তাপসের দিকে ঝুঁকতে পারেন। ফলে বিএনপির মোট ভোটের বৃহৎ একটি অংশ ইকবাল হোসেন তাপসের পক্ষে আসবে বলে ধারণা সচেতন মহলের। সেদিক থেকে বিশ্লেষণ করলে নির্বাচনী হিসেব নিকেশে ইকবাল হোসেন তাপস অন্য প্রার্থীর দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন। তবে সবকিছুই নির্ভর করছে কেন্দ্রে ভোটার উপস্থিতির উপর।
দৈনিক বরিশাল ২৪

বরিশাল সিটিতে বিএনপির ভোটারদের সমর্থন পাচ্ছেন লাঙ্গলের মেয়রপ্রার্থী তাপস

শনিবার, জুন ১০, ২০২৩ ১:১০ অপরাহ্ণ | আপডেটঃ জুন ১০, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
বরিশাল সিটি নির্বাচনে বিএনপির ভোটারদের সমর্থণ পাচ্ছেন লাঙ্গলের মেয়রপ্রার্থী তাপস
সোহেল আহমেদঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস এর নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সরব উপস্থিতি দেখা গেছে। লক্ষ্য দলের মনোনীত মেয়রপ্রার্থীকে বিজয়ী করা। দলের একটি সূত্রে জানা গেছে, গতো নির্বাচনের চেয়ে এবার নির্বাচনী পরিবেশ ইকবাল হোসেন তাপস এর অনুকূলেই রয়েছে। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবার সিটি নির্বাচনে অংশ নেয়নি। তারপরে অংশ নেয়া মেয়রপ্রার্থীদের জয় পরাজয়ের একমাত্র সম্ভল বিএনপির বিশাল ভোট ব্যাংক। একমাত্র বিএনপি ছাড়া নিজ্স্ব সর্বচ্চ ভোট পেয়ে বিজয়ী হওয়ার মতো সক্ষমতা   অ্যদলের প্রার্থীদের নেই। তাই দলীয় ভোট ছাড়াও বিএনপির ভোটারদের কাছেই সব প্রার্থীর ভোট প্রার্থণার আবেদন অব্যাহত রয়েছে।  েএসব দিকে বিবেচনা করলে দেখাযায়, নানা কারণে বিএনপির তৃণমূল নেতা কর্মীসমর্থকরা ভোটের মাঠে সরব রয়েছেন।
জাপা মনোনীত মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস সৎ ও সাহসী নেতা হিসেবে নগরবাসীর কাছে গ্রহণযোগ্যতা লাভ করছেন। ২০১৮ সালের নির্বাচনে হেরে গেলেও বরিশাল থেকে হাড়িয়ে যাননি তাপস। সিটি করপোরেশনের ক্ষমতায় না থেকেও নিজস্ব অর্থায়ণে নগরীর অসহায় দুস্থ পরিবারে সাধ্যমতো পাশে দাড়িয়েছেন। আর তাপসের সহযোগীতা ছিলো কোন দল কেন্দ্রীক নয় বরং বিপদগ্রস্থ্য ব্যক্তিকে সহযোগীতা করতে গিয়ে কে কোন দলের সাপোর্ট করেন তা মাথায় আনেননি। এখানকার আওয়ামী লীগ বিএনপি সহ সব দলের কর্মীসমর্থকরা তাকে ভোট দিবেন এমন বক্তব্য দিয়ে আসছিলেন তাপস। এরমধ্যে বিএনপির একটি বিশাল সমর্থণ ইকবাল হোসেন তাপসের পক্ষেই যাচ্ছে বলে নগরে বেশ আলোচনা চলছে।
অনুসন্ধানে জানা যায়, ইকবাল হোসেন তাপস গতো এক বছর আগে থেকে দলের নমিনেশন কনফার্ম করে বরিশাল নগরের সাংগঠনকে শক্তিশালী করেছেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে যেসব ভুলবোঝা বুঝি ছিলো তারও সমাধান করে একসাথে সাধারণ মানুষের সাথে বছরজুড়ে যোগাযোগ রেখে চলেছেন। মানবসেবা আরো বৃদ্ধি করার জন্য গতো বছরের শুরুতে প্রতিষ্ঠিত করেছেন সেচ্ছাসেবী সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি সেবাকেন্দ্র। যেখান থেকে কয়েক হাজার নারী ও শিক্ষিত যুবক সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ সহ নানা সুযোগ সুবিধা পেয়ে উপকৃত হয়েছে। এই সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মুলত আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের সমর্থকরা উপকৃত হওয়ায় ব্যক্তি ইকবাল হোসেন তাপস প্রশংসা পাচ্ছেন।
বরিশাল বিএনপির কর্ণধর সাবেক এমপি ও সাবেক মেয়র এ্যড. মজিবুর রহমান সরোয়ার অনুসারী মাঠপর্যায়ের কর্মীসমর্থকরা নানা কৌশলে ইকবাল হোসেন তাপস এর পক্ষে লাঙ্গল প্রতীকের গণসংযোগ করে আসছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে। প্রকাশ্যে না এসে এসব নেতা কর্মীরা নেরবে তাপসের লাঙ্গলে ভোট চাইছেন।
অপর একটি সূত্র জানায়, বিএনপির সাবেক জেলা সভাপতি প্রতি বছর বিদ্রোহি প্রার্থী হিসেবে নির্বাচন করলেও তারও রয়েছে ২৫-৩০ হাজার নিজস্ব ভোট। সাবেক মেয়র আহসান হাবিব কামালের সাথে অনেক সিনিয়র নেতারই তেমন ভালো সক্ষতা ছিলো না ফলে এই নেতার সমর্থকরা আহসান হাবিব কামালের ছেলে সতন্ত্র মেয়র প্রার্থী কামরুল হাসান রুপনকে সমর্সথণ করবেনা বলেই অনেকের ধারণা।
অপরদিকে, ইকবাল হোসেন তাপস এর ছোট ভাই এইচ এম তসলিম উদ্দিন কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদ নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে সরব রয়েছেন। এইচ এম তসলিম উদ্দিন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক। রাজপথে তার যেমন শক্ত অবস্থান রয়েছে তেমনই বিএনপির মাঠপর্যায়ের কর্মীদের সাথেও রয়েছে সুসম্পর্ক। এইস  এম তসলিম উদ্দিনের ভক্ত-সমর্থকরা বড় ভাই ইকবাল হোসেন তাপসের পক্ষেই ভোট দিবে বলে শোনা যাচ্ছে।
সম্প্রতি ইকবাল হোসেন তাপস এর নির্বাচনী মাঠের একাধিক সভা সমাবেশের বক্তব্য গুলো অনেকটাই বিএনপি নেতৃবৃন্দের বক্তব্যের সাথে মিলে যাওয়াতে সরকার বিরোধী সমর্থকরাও তাপসের দিকে ঝুঁকতে পারেন। ফলে বিএনপির মোট ভোটের বৃহৎ একটি অংশ ইকবাল হোসেন তাপসের পক্ষে আসবে বলে ধারণা সচেতন মহলের। সেদিক থেকে বিশ্লেষণ করলে নির্বাচনী হিসেব নিকেশে ইকবাল হোসেন তাপস অন্য প্রার্থীর দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন। তবে সবকিছুই নির্ভর করছে কেন্দ্রে ভোটার উপস্থিতির উপর।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত