আওয়ামী লীগ নেতার দখলকৃত জমি উদ্ধার করলেন ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আওয়ামী লীগ নেতার দখলকৃত জমি উদ্ধার করলেন ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০১৯ ৮:৪৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

আওয়ামী লীগ নেতার দখলকৃত জমি উদ্ধার করলেন ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশাল গণপূর্তের সাড়ে ৯ একর জমি অবশেষে আওয়ামী লীগ নেতাদের কবল থেকে দখলমুক্ত হয়েছে। রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে সদর উপজেলার তালতলী বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়।

এ সময় ৮৮টি আধাপাকা ও কাঠের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ হওয়া ঘরগুলোতে ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও ছিল  সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজের নেতৃত্বে সাড়ে ৯ একর জমি দখল করা হয়েছিল। সেখানে আধাপাকা স্থাপনা নির্মাণ করে মাছবাজার, বালুখোলাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। তবে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা দাবি করেন, চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজের অতিলোভের কারণে এখন তাদের পথে বসতে হয়েছে।

চার বছর ধরে এ দখল কার্যক্রম চললেও গণপূর্তের বরিশালের নির্বাহী প্রকৌশলী ছিলেন রহস্যজনকভাবে নীরব। এ নিয়ে গত ২ নভেম্বর সমকালের শেষ পৃষ্ঠায় ‘বরিশালে গণপূর্তের জমিতে আ’লীগ নেতাদের মার্কেট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরই গণপূর্তের কেন্দ্রীয় দপ্তরের চাপের মুখে জমি দখলমুক্ত করতে তৎপরতা শুরু হয়।

দাপ্তরিক সব প্রস্তুতি শেষে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলে। এর আগে গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং করে দখলদারের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। গতকাল সরেজমিন দেখা গেছে, আলটিমেটাম পেয়ে প্রায় সব ব্যবসায়ী তাদের মালপত্র সরিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ৩টি ছাড়া অন্যান্য আধাপাকা স্থাপনা স্বেচ্ছায় ভেঙে দিয়েছেন দখলদাররা। গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত ওই ৩টি কার্যালয় উচ্ছেদ করা হয়।

বরিশাল গণপূর্তের নির্বাহী ম্যজিস্ট্রেট জেড়াল্ড অলিবার গুদা জানান, দখলকৃত জমিতে মোট ৮৮টি আধাপাকা ও কাঠের স্থাপনা ছিল। তার মধ্যে ৭৫টি ছিল ব্যবসাপ্রতিষ্ঠান। অবশিষ্ট ১৩টিতে ছিল আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় এবং বসতঘর। উচ্ছেদ শেষে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে গণপূর্তের আবাসিক ভবন নির্মাণ করা হবে।

গণপূর্তের জমিতে ডেরা তুলে হোটেল ও চটপটির দোকান চালাতেন জয়দেব ও শহিদুল ইসলাম। গতকাল উচ্ছেদ কার্যক্রম চলাকালে এ দু’জন ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিত্যক্ত এ জমিতে অস্থায়ী ঘর তুলে তারা বহু বছর ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। ৩-৪ বছর আগে ওই জমিতে চোখ পড়ে চেয়ারম্যান সুরুজের। তিনি ও তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম কবির পুরো জমিতে আধাপাকা স্থাপনা করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করেন। এ জন্যই প্রশাসনের নজরে পড়ে এখন সবাইকে উচ্ছেদ হতে হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

আওয়ামী লীগ নেতার দখলকৃত জমি উদ্ধার করলেন ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯ ৮:৪৩ পূর্বাহ্ণ | আপডেটঃ নভেম্বর ২৬, ২০১৯ ৮:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশাল গণপূর্তের সাড়ে ৯ একর জমি অবশেষে আওয়ামী লীগ নেতাদের কবল থেকে দখলমুক্ত হয়েছে। রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে সদর উপজেলার তালতলী বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়।

এ সময় ৮৮টি আধাপাকা ও কাঠের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ হওয়া ঘরগুলোতে ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও ছিল  সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজের নেতৃত্বে সাড়ে ৯ একর জমি দখল করা হয়েছিল। সেখানে আধাপাকা স্থাপনা নির্মাণ করে মাছবাজার, বালুখোলাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। তবে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা দাবি করেন, চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজের অতিলোভের কারণে এখন তাদের পথে বসতে হয়েছে।

চার বছর ধরে এ দখল কার্যক্রম চললেও গণপূর্তের বরিশালের নির্বাহী প্রকৌশলী ছিলেন রহস্যজনকভাবে নীরব। এ নিয়ে গত ২ নভেম্বর সমকালের শেষ পৃষ্ঠায় ‘বরিশালে গণপূর্তের জমিতে আ’লীগ নেতাদের মার্কেট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরই গণপূর্তের কেন্দ্রীয় দপ্তরের চাপের মুখে জমি দখলমুক্ত করতে তৎপরতা শুরু হয়।

দাপ্তরিক সব প্রস্তুতি শেষে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলে। এর আগে গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং করে দখলদারের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। গতকাল সরেজমিন দেখা গেছে, আলটিমেটাম পেয়ে প্রায় সব ব্যবসায়ী তাদের মালপত্র সরিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ৩টি ছাড়া অন্যান্য আধাপাকা স্থাপনা স্বেচ্ছায় ভেঙে দিয়েছেন দখলদাররা। গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত ওই ৩টি কার্যালয় উচ্ছেদ করা হয়।

বরিশাল গণপূর্তের নির্বাহী ম্যজিস্ট্রেট জেড়াল্ড অলিবার গুদা জানান, দখলকৃত জমিতে মোট ৮৮টি আধাপাকা ও কাঠের স্থাপনা ছিল। তার মধ্যে ৭৫টি ছিল ব্যবসাপ্রতিষ্ঠান। অবশিষ্ট ১৩টিতে ছিল আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় এবং বসতঘর। উচ্ছেদ শেষে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে গণপূর্তের আবাসিক ভবন নির্মাণ করা হবে।

গণপূর্তের জমিতে ডেরা তুলে হোটেল ও চটপটির দোকান চালাতেন জয়দেব ও শহিদুল ইসলাম। গতকাল উচ্ছেদ কার্যক্রম চলাকালে এ দু’জন ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিত্যক্ত এ জমিতে অস্থায়ী ঘর তুলে তারা বহু বছর ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। ৩-৪ বছর আগে ওই জমিতে চোখ পড়ে চেয়ারম্যান সুরুজের। তিনি ও তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম কবির পুরো জমিতে আধাপাকা স্থাপনা করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করেন। এ জন্যই প্রশাসনের নজরে পড়ে এখন সবাইকে উচ্ছেদ হতে হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ