বেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেংগে ১৭ কেজি সোনা চুরি: ৫ জন আটক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেংগে ১৭ কেজি সোনা চুরি: ৫ জন আটক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৮, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

বেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেংগে ১৭ কেজি সোনা চুরি: ৫ জন আটক

বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেংগে ৮ কোটি টাকা মূল্যের ১৭ কেজি
সোনা চুরি যাওয়ার ঘটনায় আজ মংগলবার সকালে সন্দেহজনক ভাবে
কাস্টমস এ কর্মরত ৪ জন এনজিও কর্মীকে আটক করেছে সিআইডি
পুলিশ। এর আগে আজিবর নামে এক এসজিও কে আটক করে জিঞাসাবাদ
শেষে জেল হাজাতে প্রেরন করেছে।
আটককৃত এনজিওরা হচ্ছে টিপু সুলতান (২৮) লাল্টু মিয়া (৪০) আসাদ
(৩৫) ও সুলতান মোড়ল (৫৫)এরা প্রত্যেকেই কাস্টমস এর বিভিণ্ন দফতরে
এনজিও কর্মী হিসেবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের
সিআইডি দফতরে দফায় দফায় জঞিাসাবাদ করা হ্েধসঢ়;চছ লুট হওয়া
সোনার বিষয়ে।
কাস্টমস সুত্র জানায়, গত ০৮ নভেম¦র পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ,সরকারী
ছুটি এবং ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে বেনাপোল কাস্টম হাউসের
মূল্যবান শুল্ক গুদামের নিরাপদ ভোল্ট ভেংগে ১৭ কেজি সোনা চুরি করে নিয়ে
যায় দুর্বৃওরা কিšত দীর্ঘ দিনেও লুট হওয়া সোনা উদ্ধোরে সন্তষজনক
অগ্রগতি না হওয়ায় গোটা কাস্টমস বিভাগে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এর আগে কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (চ:দা) মো: এমদাদুল হক বাদী
হয়ে বেনাপোল পোর্ট থানায় গত ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন।
সর্বশেষ কাস্টমস, পুলিশ , ডিবি, পিবিআই ও রেবের ইনভেন্ট্রি
অনুযায়ী শুল্ক গুদাম থেকে ১৭ কেজি সোনার্ , ১৯ হাজার ২৩০ ভারতীয় রুপী
এবং ৩৭ হাজার বাংলাদেশি টাকা লুট হয়।
চুরির ঘটনা জানার পরপরই কমিশনার ভোল্টের গোডাউনের দায়িত্বে থাকা
সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব শাহিবুল সর্দারকে দায়িত্ব অবহেলার
জন্য সাময়িক বরখা¯ত করা হয়।পুলিশ, পিবিআই, গোয়েন্দা, ডিবি,
সিআইডি, এনএসআই সহ সকল সংস্থাকে তাৎক্ষণিক সম্পৃক্ত করা হয়।
শেষ পর্যন্ত সিআইডিকে দায়িত্ব দেয়া হয় সোনা উদ্ধারে।
যুগ্ম কমিশনারের শহীদুল ইসলামের নের্তৃত্বে ০৯ সদস্য বিশিষ্ট একটি
বিভাগীয় তদšত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কাস্টম হাউস ও
চেকপোস্টের সামগ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল্যবান গুদাম

পাহারার জন্য পৃথক সিপাই ও আনসার পদস্থ করা হয়েছে। এ বিষয়ে
অনুসন্ধানে জানা যায়, চুরি যাওয়া স্বর্ণের বেশির ভাগই ২০১৭ ও ২০১৮
সালে শুল্ক গুদামে জমা হয়। উক্ত সময়ে ৭ জন সহকারী রাজস্ব কর্মকর্তা
(এআরও) মূল্যবান গোডাউনের দায়িত্বে ছিলেন।
যশোর জেলা পুলিশের সিআইডি ওসি জাকির হোসেন জানান, কাস্টমসে
লুট হওয়া সোনা উদ্ধারে এ পর্যন্ত ৫ জনকে আটক করে জিঞাসাবাদ করা
হচেছ। তদšত কাজ অব্যাহত আছে।
কাস্টমস এর মধ্যে ৪ ¯তরের নিরাপত্বা বেষ্টণী ভেদ করে কি ভাবে নিরাপত্বা
ভোল্ট ভেংগে সোনা চুরি হলো তা নিয়ে রীতিমত হৈ চৈ পড়ে গেছে
বেনাপোলে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার শহীদুল ইসলাম জানান,
সোনা চুরির ঘটনায় সিআইডি মামলাটি তদন্ত করছে। তারা এ পর্যন্ত ৫
জনকে আটক করেছে। তবে তদন্তে দীর্ঘ সুত্রিতার কারনে কাস্টমস এর
ভাবমূর্তি নস্ট হচেছ।

দৈনিক বরিশাল ২৪

বেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেংগে ১৭ কেজি সোনা চুরি: ৫ জন আটক

মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেংগে ৮ কোটি টাকা মূল্যের ১৭ কেজি
সোনা চুরি যাওয়ার ঘটনায় আজ মংগলবার সকালে সন্দেহজনক ভাবে
কাস্টমস এ কর্মরত ৪ জন এনজিও কর্মীকে আটক করেছে সিআইডি
পুলিশ। এর আগে আজিবর নামে এক এসজিও কে আটক করে জিঞাসাবাদ
শেষে জেল হাজাতে প্রেরন করেছে।
আটককৃত এনজিওরা হচ্ছে টিপু সুলতান (২৮) লাল্টু মিয়া (৪০) আসাদ
(৩৫) ও সুলতান মোড়ল (৫৫)এরা প্রত্যেকেই কাস্টমস এর বিভিণ্ন দফতরে
এনজিও কর্মী হিসেবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের
সিআইডি দফতরে দফায় দফায় জঞিাসাবাদ করা হ্েধসঢ়;চছ লুট হওয়া
সোনার বিষয়ে।
কাস্টমস সুত্র জানায়, গত ০৮ নভেম¦র পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ,সরকারী
ছুটি এবং ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে বেনাপোল কাস্টম হাউসের
মূল্যবান শুল্ক গুদামের নিরাপদ ভোল্ট ভেংগে ১৭ কেজি সোনা চুরি করে নিয়ে
যায় দুর্বৃওরা কিšত দীর্ঘ দিনেও লুট হওয়া সোনা উদ্ধোরে সন্তষজনক
অগ্রগতি না হওয়ায় গোটা কাস্টমস বিভাগে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এর আগে কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (চ:দা) মো: এমদাদুল হক বাদী
হয়ে বেনাপোল পোর্ট থানায় গত ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন।
সর্বশেষ কাস্টমস, পুলিশ , ডিবি, পিবিআই ও রেবের ইনভেন্ট্রি
অনুযায়ী শুল্ক গুদাম থেকে ১৭ কেজি সোনার্ , ১৯ হাজার ২৩০ ভারতীয় রুপী
এবং ৩৭ হাজার বাংলাদেশি টাকা লুট হয়।
চুরির ঘটনা জানার পরপরই কমিশনার ভোল্টের গোডাউনের দায়িত্বে থাকা
সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব শাহিবুল সর্দারকে দায়িত্ব অবহেলার
জন্য সাময়িক বরখা¯ত করা হয়।পুলিশ, পিবিআই, গোয়েন্দা, ডিবি,
সিআইডি, এনএসআই সহ সকল সংস্থাকে তাৎক্ষণিক সম্পৃক্ত করা হয়।
শেষ পর্যন্ত সিআইডিকে দায়িত্ব দেয়া হয় সোনা উদ্ধারে।
যুগ্ম কমিশনারের শহীদুল ইসলামের নের্তৃত্বে ০৯ সদস্য বিশিষ্ট একটি
বিভাগীয় তদšত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কাস্টম হাউস ও
চেকপোস্টের সামগ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল্যবান গুদাম

পাহারার জন্য পৃথক সিপাই ও আনসার পদস্থ করা হয়েছে। এ বিষয়ে
অনুসন্ধানে জানা যায়, চুরি যাওয়া স্বর্ণের বেশির ভাগই ২০১৭ ও ২০১৮
সালে শুল্ক গুদামে জমা হয়। উক্ত সময়ে ৭ জন সহকারী রাজস্ব কর্মকর্তা
(এআরও) মূল্যবান গোডাউনের দায়িত্বে ছিলেন।
যশোর জেলা পুলিশের সিআইডি ওসি জাকির হোসেন জানান, কাস্টমসে
লুট হওয়া সোনা উদ্ধারে এ পর্যন্ত ৫ জনকে আটক করে জিঞাসাবাদ করা
হচেছ। তদšত কাজ অব্যাহত আছে।
কাস্টমস এর মধ্যে ৪ ¯তরের নিরাপত্বা বেষ্টণী ভেদ করে কি ভাবে নিরাপত্বা
ভোল্ট ভেংগে সোনা চুরি হলো তা নিয়ে রীতিমত হৈ চৈ পড়ে গেছে
বেনাপোলে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার শহীদুল ইসলাম জানান,
সোনা চুরির ঘটনায় সিআইডি মামলাটি তদন্ত করছে। তারা এ পর্যন্ত ৫
জনকে আটক করেছে। তবে তদন্তে দীর্ঘ সুত্রিতার কারনে কাস্টমস এর
ভাবমূর্তি নস্ট হচেছ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত