করোনায় লোক ঠকানো, চীনা পণ্য রাতারাতি জাপান-কোরিয়ান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনায় লোক ঠকানো, চীনা পণ্য রাতারাতি জাপান-কোরিয়ান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৯, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

করোনায় লোক ঠকানো, চীনা পণ্য রাতারাতি জাপান-কোরিয়ান

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর অলি-গলি আর সড়কের ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে হঠাৎ উধাও হয়ে গেছে চায়না মোবাইল এক্সেসরিজ। এক মাস আগেও যে এক্সেসরিজ চীনে উৎপাদিত বলে বিক্রি হতো, একই এক্সেসরিজ বর্তমানে জাপান-কোরিয়ার উৎপাদিত বলে চালিয়ে দিচ্ছেন ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতারা।

বুঝে কিংবা না বুঝে দেশেই তৈরি ফুটপাতের এসব এক্সেসরিজ কিনে নিচ্ছেন ক্রেতারা। দেশেই তৈরি জিনিসপত্র এমন বহুজাতিক কোম্পানির নামে বেচাকেনায় প্রতারিত হচ্ছেন ক্রেতারা। নগরীর আগ্রাবাদ, নিউ মার্কেট মোড়, রেয়াজউদ্দিন বাজারসহ বেশকিছু এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, আগের চেয়ে ২০ থেকে ৫০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন মোবাইল কোম্পানির হেডফোন, চার্জার, প্রোটেক্টর গ্লাস, মোবাইল কাভার, মাউস প্যাড, পাওয়ার ব্যাংক, মিনি চার্জার ফ্যান, সেল্ফি স্টিক, মেমরি কার্ডসহ বিভিন্ন এক্সেসরিজ।কথা হয় আগ্রাবাদ কমার্স কলেজ রোড এলাকায় ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতা রাজিবের সাথে।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে চায়না পণ্যের ওপর আগ্রহ কমেছে সাধারণ ক্রেতাদের। তাই এইগুলো এখন জাপানে উৎপাদিত বলেই বেচতে হচ্ছে।তবে রাজীব এসব পণ্য বিক্রিতে তাদের কৌশলের কথা জানালেও বিষয়টি মানতে নারাজ বেশিরভাগ বিক্রেতা। তারা বলছেন, এই সব এক্সেসরিজ কোথায় উৎপাদন হয় কিংবা কিভাবে আসে তারা জানেন না। তবে পাইকারি বিক্রেতারা যে দেশের নাম বলছেন, তারাও ক্রেতাদের কাছে সেদেশের উৎপাদিত পণ্য বলে বিক্রি করছেন।

নিউমার্কেট এলাকার ভ্রাম্যমাণ এক্সেসরিজ বিক্রেতা আবুল কালামের সাথে কথা বলে জানা যায়, করোনার অজুহাতে পাইকারি এবং খুচরায় ২০ থেকে ৫০ টাকা বেড়েছে এসব এক্সেসরিজ পণ্যের দাম।চীনের তৈরি প্রোডাক্ট আছে কি’না জানতে চাইলে তিনি বলেন, ‘সবগুলা তো চায়নার।’ তবে নিউমার্কেট এলাকার ভ্রাম্যমাণ এক্সেসরিজ বিক্রেতা সিরাজের সাথে কথা হলে তিনি বলেন, ‘কোন চায়না প্রোডাক্ট নেই।

বেশিরভাগ জাপান-কোরিয়ার।এ বিষয়ে কথা হয় এক্সেসরিজ পণ্যের পাইকারি ব্যবসায়ীদের সাথে। তারা বলছেন, মোবাইল ও মোবাইল এক্সেসরিজের প্রধান রপ্তানিকারক দেশ চীন। দেশটিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ফলে আমদানি বন্ধ থাকা মোবাইলের বাজারে কিছুটা প্রভাব পড়েছে। দেশের বাজারে এখনও বিকল্প বাজার তৈরি হয়নি।

রেয়াজউদ্দিন বাজারের পাইকারি ব্যবসায়ী পলাশ জানান, মোবাইল যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্য নয়, ব্যবহারকারীদের সচেতনতা এবং ব্যবসায়ীদের সদিচ্ছায় বাজার স্থির রাখার সুযোগ রয়েছে।তবে ফুটপাতে বহুজাতিক দেশের নামে বিক্রি হওয়া এক্সেসরিজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংকের মত কিছু এক্সেসরিজ চীনের।

তাছাড়া বেশির ভাগ এক্সেসরিজের ফিটিংস দেশেই হয়ে থাকে। মোবাইল কাভার, মাউস প্যাড, চার্জারসহ বিভিন্ন পণ্য দেশেই তৈরি হয় বলে জানান তিনি।

দৈনিক বরিশাল ২৪

করোনায় লোক ঠকানো, চীনা পণ্য রাতারাতি জাপান-কোরিয়ান

সোমবার, মার্চ ৯, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর অলি-গলি আর সড়কের ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে হঠাৎ উধাও হয়ে গেছে চায়না মোবাইল এক্সেসরিজ। এক মাস আগেও যে এক্সেসরিজ চীনে উৎপাদিত বলে বিক্রি হতো, একই এক্সেসরিজ বর্তমানে জাপান-কোরিয়ার উৎপাদিত বলে চালিয়ে দিচ্ছেন ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতারা।

বুঝে কিংবা না বুঝে দেশেই তৈরি ফুটপাতের এসব এক্সেসরিজ কিনে নিচ্ছেন ক্রেতারা। দেশেই তৈরি জিনিসপত্র এমন বহুজাতিক কোম্পানির নামে বেচাকেনায় প্রতারিত হচ্ছেন ক্রেতারা। নগরীর আগ্রাবাদ, নিউ মার্কেট মোড়, রেয়াজউদ্দিন বাজারসহ বেশকিছু এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, আগের চেয়ে ২০ থেকে ৫০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন মোবাইল কোম্পানির হেডফোন, চার্জার, প্রোটেক্টর গ্লাস, মোবাইল কাভার, মাউস প্যাড, পাওয়ার ব্যাংক, মিনি চার্জার ফ্যান, সেল্ফি স্টিক, মেমরি কার্ডসহ বিভিন্ন এক্সেসরিজ।কথা হয় আগ্রাবাদ কমার্স কলেজ রোড এলাকায় ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতা রাজিবের সাথে।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে চায়না পণ্যের ওপর আগ্রহ কমেছে সাধারণ ক্রেতাদের। তাই এইগুলো এখন জাপানে উৎপাদিত বলেই বেচতে হচ্ছে।তবে রাজীব এসব পণ্য বিক্রিতে তাদের কৌশলের কথা জানালেও বিষয়টি মানতে নারাজ বেশিরভাগ বিক্রেতা। তারা বলছেন, এই সব এক্সেসরিজ কোথায় উৎপাদন হয় কিংবা কিভাবে আসে তারা জানেন না। তবে পাইকারি বিক্রেতারা যে দেশের নাম বলছেন, তারাও ক্রেতাদের কাছে সেদেশের উৎপাদিত পণ্য বলে বিক্রি করছেন।

নিউমার্কেট এলাকার ভ্রাম্যমাণ এক্সেসরিজ বিক্রেতা আবুল কালামের সাথে কথা বলে জানা যায়, করোনার অজুহাতে পাইকারি এবং খুচরায় ২০ থেকে ৫০ টাকা বেড়েছে এসব এক্সেসরিজ পণ্যের দাম।চীনের তৈরি প্রোডাক্ট আছে কি’না জানতে চাইলে তিনি বলেন, ‘সবগুলা তো চায়নার।’ তবে নিউমার্কেট এলাকার ভ্রাম্যমাণ এক্সেসরিজ বিক্রেতা সিরাজের সাথে কথা হলে তিনি বলেন, ‘কোন চায়না প্রোডাক্ট নেই।

বেশিরভাগ জাপান-কোরিয়ার।এ বিষয়ে কথা হয় এক্সেসরিজ পণ্যের পাইকারি ব্যবসায়ীদের সাথে। তারা বলছেন, মোবাইল ও মোবাইল এক্সেসরিজের প্রধান রপ্তানিকারক দেশ চীন। দেশটিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ফলে আমদানি বন্ধ থাকা মোবাইলের বাজারে কিছুটা প্রভাব পড়েছে। দেশের বাজারে এখনও বিকল্প বাজার তৈরি হয়নি।

রেয়াজউদ্দিন বাজারের পাইকারি ব্যবসায়ী পলাশ জানান, মোবাইল যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্য নয়, ব্যবহারকারীদের সচেতনতা এবং ব্যবসায়ীদের সদিচ্ছায় বাজার স্থির রাখার সুযোগ রয়েছে।তবে ফুটপাতে বহুজাতিক দেশের নামে বিক্রি হওয়া এক্সেসরিজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংকের মত কিছু এক্সেসরিজ চীনের।

তাছাড়া বেশির ভাগ এক্সেসরিজের ফিটিংস দেশেই হয়ে থাকে। মোবাইল কাভার, মাউস প্যাড, চার্জারসহ বিভিন্ন পণ্য দেশেই তৈরি হয় বলে জানান তিনি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত