মৃত্যুর পর স্বজনরা পালিয়ে যায়, পালায়না শুধু গালি শোনা পুলিশেরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মৃত্যুর পর স্বজনরা পালিয়ে যায়, পালায়না শুধু গালি শোনা পুলিশেরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২০ ২:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

মৃত্যুর পর স্বজনরা পালিয়ে যায়, পালায়না শুধু গালি শোনা পুলিশেরা

 কাজী ওয়াজেদঃ

ছবির এরা সবাই পুলিশ সদস্য। এভাবেই আইন-শৃঙ্খলা রক্ষার সাথে করোনাও মোকাবিলা করছে আজ এরা।
জানি এরচেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডাক্তার, নার্স, সংবাদকর্মীসহ আরো বেশ কিছু সেবা সংস্থা।

কেউ বা করোনায় আক্রান্ত রোগীর সরাসরি চিকিৎসা করছে, কেউ বা করোনা রোগীর কাছে যেয়ে তালিকা তৈরী করছে, কেউবা বিভিন্ন তথ্য নিচ্ছে, আবার কেউবা করোনায় আক্রান্তের কোয়ারেন্টাইনের ব্যবস্থাসহ আইসোলেশনে বাধ্য করছে।কেউবা নিজের আত্মীয় না হয়েও অন্যের মৃতদেহ নিয়ে সৎকারের ব্যবস্থা করছে।

সবারই কিন্তু করোনায় আক্রান্তের প্রচুর ঝুঁকি থাকছে। অর্থাৎ নিশ্চিত মৃত্যু জেনেও একরকম সেই মৃত্যুকে আলিঙ্গন করেই সেবা করে যাচ্ছে এই মানুষগুলো। করোনায় আক্রান্ত ব্যক্তির আত্মীয়-স্বজনদের কেউ কেউ পালিয়ে গেলেও পালিয়ে যাচ্ছি না সার্বক্ষনিক গালি খাওয়া এই মানুষগুলো।

একটু কি চিন্তা করছেন ? এই মানুষগুলোকে প্রায়ই আমরা কতটা গালাগাল করি ? চুন থেকে পান খসলেই চৌদ্দগুষ্টি উদ্ধার করি ! হয়ত কখনো কখনো এই মানুষগুলোর কিছু ভুল ত্রুটি থাকে। কিন্তু সমালোচনা করার সময় কোনো বাছবিচার করি কি ? তা না করে গুষ্টি তুলে গালাগাল করি, তাই না ?

পুলিশ বিভাগের মধ্যে অত্যন্ত নীতিপরায়ন, শতভাগ সৎ, নির্লোভ এবং ধার্মিক একজন উর্ধ্বতন অফিসারের অতি সাদাসিধা স্ত্রী গতবছর ডেঙ্গুতে মৃত্যুবরন করেন। নামাজি এবং অতি পর্দানশীন সেই ভদ্রমহিলার মৃত্যুর পর শুধুমাত্র পুলিশ অফিসারের স্ত্রী হওয়ার কারনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জঘন্যতম মন্তব্য করেছেন। ফেসবুকে সেইসব মন্তব্যগুলো পড়ার পর নিরবে চোখের পানি ফেলে শুধু বলেছিলাম, আল্লাহপাক ওনাদের হেদায়েত করুন।

আপনাদের কাছে চরম ঘৃনিত, গালাগাল শোনা সেই মানুষগুলোই আজ দেশবাসীর চরম বিপদের সময় আপনাদের পাশে দাড়িয়েছে। শুধু তা ই না, নিশ্চিত মৃত্যু জেনেও আমরা পিছপা হইনি।

এই গরমের মধ্যে আজ ওদের গায়ে যা দেখছেন তা কিন্তু পিপিই নয়, সেটা আসলে রেইন কোর্ট, যা বর্ষাকালে আমরা গায়ে চড়াই। মোটেও স্বাস্হ্য সন্মত এবং বিজ্ঞান সন্মত না হলেও সেটাই আজ পিপিই হিসেবে ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের পাশে থাকার জন্য।

মরার ঝুঁকি নিচ্ছি প্রতিনিয়ত শুধু আপনাদের জন্যই। গোল্লায় যাই আমরা ! গোল্লায় যাক আমাদের পরিবার !!(ফেসবুক থেকে সংগৃহিত)

লেখকঃ কাজী ওয়াজেদ আলী, ওসি ডিএমপি।

দৈনিক বরিশাল ২৪

মৃত্যুর পর স্বজনরা পালিয়ে যায়, পালায়না শুধু গালি শোনা পুলিশেরা

বুধবার, মার্চ ২৫, ২০২০ ২:৫৪ পূর্বাহ্ণ

 কাজী ওয়াজেদঃ

ছবির এরা সবাই পুলিশ সদস্য। এভাবেই আইন-শৃঙ্খলা রক্ষার সাথে করোনাও মোকাবিলা করছে আজ এরা।
জানি এরচেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডাক্তার, নার্স, সংবাদকর্মীসহ আরো বেশ কিছু সেবা সংস্থা।

কেউ বা করোনায় আক্রান্ত রোগীর সরাসরি চিকিৎসা করছে, কেউ বা করোনা রোগীর কাছে যেয়ে তালিকা তৈরী করছে, কেউবা বিভিন্ন তথ্য নিচ্ছে, আবার কেউবা করোনায় আক্রান্তের কোয়ারেন্টাইনের ব্যবস্থাসহ আইসোলেশনে বাধ্য করছে।কেউবা নিজের আত্মীয় না হয়েও অন্যের মৃতদেহ নিয়ে সৎকারের ব্যবস্থা করছে।

সবারই কিন্তু করোনায় আক্রান্তের প্রচুর ঝুঁকি থাকছে। অর্থাৎ নিশ্চিত মৃত্যু জেনেও একরকম সেই মৃত্যুকে আলিঙ্গন করেই সেবা করে যাচ্ছে এই মানুষগুলো। করোনায় আক্রান্ত ব্যক্তির আত্মীয়-স্বজনদের কেউ কেউ পালিয়ে গেলেও পালিয়ে যাচ্ছি না সার্বক্ষনিক গালি খাওয়া এই মানুষগুলো।

একটু কি চিন্তা করছেন ? এই মানুষগুলোকে প্রায়ই আমরা কতটা গালাগাল করি ? চুন থেকে পান খসলেই চৌদ্দগুষ্টি উদ্ধার করি ! হয়ত কখনো কখনো এই মানুষগুলোর কিছু ভুল ত্রুটি থাকে। কিন্তু সমালোচনা করার সময় কোনো বাছবিচার করি কি ? তা না করে গুষ্টি তুলে গালাগাল করি, তাই না ?

পুলিশ বিভাগের মধ্যে অত্যন্ত নীতিপরায়ন, শতভাগ সৎ, নির্লোভ এবং ধার্মিক একজন উর্ধ্বতন অফিসারের অতি সাদাসিধা স্ত্রী গতবছর ডেঙ্গুতে মৃত্যুবরন করেন। নামাজি এবং অতি পর্দানশীন সেই ভদ্রমহিলার মৃত্যুর পর শুধুমাত্র পুলিশ অফিসারের স্ত্রী হওয়ার কারনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জঘন্যতম মন্তব্য করেছেন। ফেসবুকে সেইসব মন্তব্যগুলো পড়ার পর নিরবে চোখের পানি ফেলে শুধু বলেছিলাম, আল্লাহপাক ওনাদের হেদায়েত করুন।

আপনাদের কাছে চরম ঘৃনিত, গালাগাল শোনা সেই মানুষগুলোই আজ দেশবাসীর চরম বিপদের সময় আপনাদের পাশে দাড়িয়েছে। শুধু তা ই না, নিশ্চিত মৃত্যু জেনেও আমরা পিছপা হইনি।

এই গরমের মধ্যে আজ ওদের গায়ে যা দেখছেন তা কিন্তু পিপিই নয়, সেটা আসলে রেইন কোর্ট, যা বর্ষাকালে আমরা গায়ে চড়াই। মোটেও স্বাস্হ্য সন্মত এবং বিজ্ঞান সন্মত না হলেও সেটাই আজ পিপিই হিসেবে ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের পাশে থাকার জন্য।

মরার ঝুঁকি নিচ্ছি প্রতিনিয়ত শুধু আপনাদের জন্যই। গোল্লায় যাই আমরা ! গোল্লায় যাক আমাদের পরিবার !!(ফেসবুক থেকে সংগৃহিত)

লেখকঃ কাজী ওয়াজেদ আলী, ওসি ডিএমপি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত