ভাসমান মানুষদের জন্য ওয়ানস্টোপ হেলথ সেন্টার চাইলেন শওকত হোসেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভাসমান মানুষদের জন্য ওয়ানস্টোপ হেলথ সেন্টার চাইলেন শওকত হোসেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২০ ৮:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

ভাসমান মানুষদের জন্য ওয়ানস্টোপ হেলথ সেন্টার চাইলেন শওকত হোসেন

সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকেঃ একজন রাস্তার টোকাই যার ঘর বাড়ি কিছুই নেই। এরকম ভাসমান , নি:স্ব, অসহায়, বেওয়ারিশমানুষদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ওয়ান স্টপ হেলথ সেন্টার রাখা অত্যান্ত প্রয়োজন  বলে মনে করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মানবিক ইউনিটের টিম লিডার শওকত হোসেন এরশাদ।

করোনা ভাইরাসের উপসর্গ থাকা  রাস্তার ভাসমান একটি টোকাইকে চিকিৎসা সেবা ও ওষুধের ব্যবস্থা করে দেয়ার সময় এক ভিডিও ভার্তায় জনাব শওকত বলেন, আমরা যতই সচেতন হইনা কেনো আমাদের চোখের সামনে যদি এরকম ভাসমান ভবগুরেরা কভিড নাইন এ অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে করোনা ভাইরাস ছড়িয়ে যাবে সবার মধ্যে।

তিনি বলেন, অসংখ্য রাস্তার ভাসমান টোকাই অসুস্থ্য হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে ৷ যারা কোন চিকিৎসা সেবাতো দূরের কথা ঔষধ ও পাচ্ছেনা , তাই জরুরী ভিত্তিতে দেশের প্রত্যেকটি জেলায় অন্তত একটি করে ওয়ান স্টপ হেলথ সেন্টার রাখা অত্যন্ত প্রয়োজন।

শওকত হোসেন বলেন, বর্তমান সময়ে গৃহিত পদক্ষেপ হটলাইনে এরা কল দিয়ে কথা বলতে পারে না ৷ কারন এদের নিকট মোবাইল নেই ৷ আর ঔষধই বা কে দিবে ৷ মনে রাখতে হবে এরা আক্রান্ত হলে কিন্তু আমাদের ও নিস্তার নেই ৷ তাই বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে স্বাস্থ্য রিলেটেড কতৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য সবাইকে বীনিতভাবে অনুরোধ জানান সিএমপির এই মানবিক পুলিশ ইউনিট এর টিম লিডার।

এদিকে, আজ মানবিক পুলিশ ইউনিট সিএমপির গাড়ি দেখে দৌড়ে আসে মোহাম্মাদ হোসেন নামের রাস্তার এক ভাসমান টোকাই। সে তাদেরকে বললো তিনদিনের উপর সর্দি কাশি জ্বর গলাব্যাথা দুর্বলতা জনিত সমস্যার কথা ৷ ছেলেটি খুব কষ্ট পেলেও খাবার জন্য কোন ঔষধ বা কারো সহায়তাও পায়নি। জ্বর বললে সবাই দূরে সরে যাচ্ছে ৷ েঅসুস্থ ছেলেটির সব কথা শুনে মানবিক পুলিশ ইউনিট এর পক্ষ থেকে ছেলেটির ঔষধের ব্যাবস্থা করা হয় ৷

 

দৈনিক বরিশাল ২৪

ভাসমান মানুষদের জন্য ওয়ানস্টোপ হেলথ সেন্টার চাইলেন শওকত হোসেন

শনিবার, এপ্রিল ২৫, ২০২০ ৮:৪৩ অপরাহ্ণ | আপডেটঃ অক্টোবর ০১, ২০২০ ২:০২ পূর্বাহ্ণ

সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকেঃ একজন রাস্তার টোকাই যার ঘর বাড়ি কিছুই নেই। এরকম ভাসমান , নি:স্ব, অসহায়, বেওয়ারিশমানুষদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ওয়ান স্টপ হেলথ সেন্টার রাখা অত্যান্ত প্রয়োজন  বলে মনে করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মানবিক ইউনিটের টিম লিডার শওকত হোসেন এরশাদ।

করোনা ভাইরাসের উপসর্গ থাকা  রাস্তার ভাসমান একটি টোকাইকে চিকিৎসা সেবা ও ওষুধের ব্যবস্থা করে দেয়ার সময় এক ভিডিও ভার্তায় জনাব শওকত বলেন, আমরা যতই সচেতন হইনা কেনো আমাদের চোখের সামনে যদি এরকম ভাসমান ভবগুরেরা কভিড নাইন এ অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে করোনা ভাইরাস ছড়িয়ে যাবে সবার মধ্যে।

তিনি বলেন, অসংখ্য রাস্তার ভাসমান টোকাই অসুস্থ্য হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে ৷ যারা কোন চিকিৎসা সেবাতো দূরের কথা ঔষধ ও পাচ্ছেনা , তাই জরুরী ভিত্তিতে দেশের প্রত্যেকটি জেলায় অন্তত একটি করে ওয়ান স্টপ হেলথ সেন্টার রাখা অত্যন্ত প্রয়োজন।

শওকত হোসেন বলেন, বর্তমান সময়ে গৃহিত পদক্ষেপ হটলাইনে এরা কল দিয়ে কথা বলতে পারে না ৷ কারন এদের নিকট মোবাইল নেই ৷ আর ঔষধই বা কে দিবে ৷ মনে রাখতে হবে এরা আক্রান্ত হলে কিন্তু আমাদের ও নিস্তার নেই ৷ তাই বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে স্বাস্থ্য রিলেটেড কতৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য সবাইকে বীনিতভাবে অনুরোধ জানান সিএমপির এই মানবিক পুলিশ ইউনিট এর টিম লিডার।

এদিকে, আজ মানবিক পুলিশ ইউনিট সিএমপির গাড়ি দেখে দৌড়ে আসে মোহাম্মাদ হোসেন নামের রাস্তার এক ভাসমান টোকাই। সে তাদেরকে বললো তিনদিনের উপর সর্দি কাশি জ্বর গলাব্যাথা দুর্বলতা জনিত সমস্যার কথা ৷ ছেলেটি খুব কষ্ট পেলেও খাবার জন্য কোন ঔষধ বা কারো সহায়তাও পায়নি। জ্বর বললে সবাই দূরে সরে যাচ্ছে ৷ েঅসুস্থ ছেলেটির সব কথা শুনে মানবিক পুলিশ ইউনিট এর পক্ষ থেকে ছেলেটির ঔষধের ব্যাবস্থা করা হয় ৷

 

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ