অছাত্র মনেহয় এমন বখাটে চুলের স্টাইল করা যাবেনা: ওসি শাহিনুর রহমান
সোহেল আহমেদ: ছাত্র জীবন হল ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করার অন্যতম সময়। স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা হবে আদর্শবান। তাদের খথা চাল চলন সব কিছুতেই শিক্ষার ভাব রিাজ করবে। বখাটে স্টাইল একজন ভালো মেধাবী ছাত্রকে সমাজের মানুষ নেতিবাচক দৃষ্টিতে দেখে।
তাছাড়া এটা আমাদের দেশের সংস্কৃতির মধ্যে পড়েনা। সুতরাং কোন ছাত্রই এই বখাটে চুল কাটিং সহ কোন স্টাইল নো করতে আহবান জানিয়েছেন বরগুনার তালতলী থানার অফিসার ইনচার্স মো: শাহিনুর রহমান।
আজ ২১ আগস্ট বুধবার স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর অংশ হিসাবে লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় এর সময় জনাব শাহিনুর বলেন, জঙ্গীবাদ সন্ত্রাস মাদক ইভটিজিং বাল্যবিবাহ বন্ধে পুলিশের সাথে সাধারন মানুষকেও এগিয়ে আসতে হবে।
এ সময় উক্ত স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ছাত্রদের বখাঠে চুলকাটার বিষয়ে থানা এলাকার সেলুন মালিকদের সাথে এক বৈঠকেও এ ব্যাপারে ইতিবাচক আলোচনা করা হয়েছে বলে জানান ওসি শাহিনুর রহমান।