শের-ই-বাংলা মেডিকেলে ৫০ টি অক্সিজেন সিলেন্ডার বিতরণ করলেন বরিশাল সিটি মেয়র
সোহেল আহমেদঃ করোনা প্রকোপের কথা বিবেচনা করে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ৫০ টি অক্সিজেন সিলেন্ডার বিতরণ করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এর সভাপতিত্বে ২৬ জুলাই সোমবার বিকালে এক ভার্চুয়াল সভার মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে অক্সিজেন সিলিন্ডারগুলো বিতরণ করা হয়।
এতে আইইবি-ম্যাক্স গ্রুপের সহায়তায় প্রদান করে বলে জানাগেছে। সূত্র জানায়, হাসপাতাল কর্তৃপক্ষকে বিতরণ করা ৫০ টি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ৩০ টি সিলিন্ডার ৪০ লিটার এবং ২০ টি সিলিন্ডার ১০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন।
সভায় অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, পরিচালক শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, অধ্যক্ষ শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, র্যাব -৮ এর প্রতিনিধি, এনএসআই এর যুগ্ম পরিচালক সহ আরও অনেকে।