বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে কে কতো ভোট পেয়ে বিজয়ী হলেন
সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ সদ্য অনুষ্ঠিত বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ২৮,৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফারজানা বিনতে ওহাব। তার নিকটতম প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপন (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে পেয়েছন ২৫,১১৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ওবায়দুল হক জুয়েল (তালা)-২৪,৮১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী হাদিসুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছন ২০,৭৪৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিফাত জাহান তাপসী (ফুটবল)-২৬,৪৩৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌরিন আক্তার আশামনি (হাঁস) প্রতীকে পেয়েছেন ২৫,৪০৫ ভোট।