পদ্মা সেতুতে পচনশীল খাদ্য-পণ্যবাহী গাড়ির টোল ফ্রী চান ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পদ্মা সেতুতে পচনশীল খাদ্য-পণ্যবাহী গাড়ির টোল ফ্রী চান ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ৩০, ২০২২ ১:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

পদ্মা সেতুতে পচনশীল খাদ্য-পণ্যবাহী গাড়ির টোল ফ্রী চান ইকবাল হোসেন তাপস

সোহেল আহমেদঃ স্বপ্নের পদ্মা সেতু পারাপারে মাছ, ফলমূল, শাক-সবজি সহ পচনশীল সব ধরনের খাদ্য পণ্যবাহী গাড়ির টোল ফ্রী করার দাবী করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

স্বপ্নের পদ্মা সেতু নিয়ে আপনার ভাবনা কেমন দৈনিক বরিশাল ২৪. কম- এর সাথে আলাপকালে এক প্রশ্নের উত্তর জনাব তাপস জানান, আমি নিজে গাড়ি নিয়ে মাত্র তিন ঘন্টার কম সময়ে ঢাকায় পৌছেছি এটি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। এতো অল্প সময়ে দক্ষিণ অঞ্চলের মানুষ রাজধানীর সাথে যাতায়াত করতে পারবে কখনো ভাবেনি।

ইকবাল হোসেন তাপস বলেন, আমরা বিরোধী দলের রাজনীতি করছি। সরকারের নানা কর্মকান্ড আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু পদ্মা সেতু নিয়ে নেতিবাচক সমালোচনা করলে আমি নিজের বিবেকের কাছেই হেরে যাবো, কেননা এই সেতু বাস্তবায়িত হয়ে গোটা বিশ্বকে যেমন তাক লাগিয়ে দিয়েছে, তেমনই বরিশাল সহ দক্ষিণ অঞ্চলবাসীর ভাগ্যন্নোয়নে আমুল পরিবর্তন সাধিত হবে বলে আশা প্রকাশ করেন জাপার এই নেতা।

তিনি বলেন, অনেকেই রোগীবাহী এ্যাম্বুলেন্স এর টোল ফ্রী চাইছেন। এটাও যৌক্তিক। তবে, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে সরকারের উচিত বরিশাল থেকে যতো ধরনের পচনশীল খাদ্যপণ্য বোঝাই গাড়ি ঢাকায় আসবে এগুলোর টোল ফ্রি করা। তানা হলে  পদ্মা সেতুর সুফল পুরোপুরি পাওয়া যাবে না।

বরিশালের রাজনীতির এই গুরুত্বপূর্ণ নেতা কথা বলেন নৌ পথের যোগাযোগ নিয়েও। তিনি বলেন, রাজধানীর সাথে বরিশালবাসীর যোগাযোগ এর ঐতিহ্য হলো লঞ্চ, স্টিমার। পদ্মা সেতু হওয়ায় লঞ্চে যাত্রী সাধারণ চাপ কিছুটা হলেও কমে যাবে। সেজন্য লঞ্চের ডেক ও কেবিন ভাড়া নতুন করে নির্ধারণ করতে হবে যতোটা কমানো সম্ভব। কারন, পদ্মা সেতু পার হলে সময় বাঁচবে এটা সত্যি, সাধারণ যাত্রীরা ভাড়ার বিষয় টা বিবেচনা করে স্থল পথ বা নৌ পথে যাতায়াত করবেন।

উল্লেখ্য, চলতি জুন মাসের ২৫ তারিখ বর্ণিল আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশজুড়ে একপ্রকার উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। বিশ্বের অন্যতম দীর্ঘ এই সেতুর বাস্তবায়ন নিয়ে শুরু থেকে নানা ষড়যন্ত্রের অভিযোগ করে আসছিলো সরকারি দল। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে পদ্মা সেতুর দ্বার খুলেছে। দক্ষিণ অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করতে শুরু করেছে।

দৈনিক বরিশাল ২৪

পদ্মা সেতুতে পচনশীল খাদ্য-পণ্যবাহী গাড়ির টোল ফ্রী চান ইকবাল হোসেন তাপস

বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ১:০৯ পূর্বাহ্ণ | আপডেটঃ জুন ৩০, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ

সোহেল আহমেদঃ স্বপ্নের পদ্মা সেতু পারাপারে মাছ, ফলমূল, শাক-সবজি সহ পচনশীল সব ধরনের খাদ্য পণ্যবাহী গাড়ির টোল ফ্রী করার দাবী করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

স্বপ্নের পদ্মা সেতু নিয়ে আপনার ভাবনা কেমন দৈনিক বরিশাল ২৪. কম- এর সাথে আলাপকালে এক প্রশ্নের উত্তর জনাব তাপস জানান, আমি নিজে গাড়ি নিয়ে মাত্র তিন ঘন্টার কম সময়ে ঢাকায় পৌছেছি এটি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। এতো অল্প সময়ে দক্ষিণ অঞ্চলের মানুষ রাজধানীর সাথে যাতায়াত করতে পারবে কখনো ভাবেনি।

ইকবাল হোসেন তাপস বলেন, আমরা বিরোধী দলের রাজনীতি করছি। সরকারের নানা কর্মকান্ড আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু পদ্মা সেতু নিয়ে নেতিবাচক সমালোচনা করলে আমি নিজের বিবেকের কাছেই হেরে যাবো, কেননা এই সেতু বাস্তবায়িত হয়ে গোটা বিশ্বকে যেমন তাক লাগিয়ে দিয়েছে, তেমনই বরিশাল সহ দক্ষিণ অঞ্চলবাসীর ভাগ্যন্নোয়নে আমুল পরিবর্তন সাধিত হবে বলে আশা প্রকাশ করেন জাপার এই নেতা।

তিনি বলেন, অনেকেই রোগীবাহী এ্যাম্বুলেন্স এর টোল ফ্রী চাইছেন। এটাও যৌক্তিক। তবে, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে সরকারের উচিত বরিশাল থেকে যতো ধরনের পচনশীল খাদ্যপণ্য বোঝাই গাড়ি ঢাকায় আসবে এগুলোর টোল ফ্রি করা। তানা হলে  পদ্মা সেতুর সুফল পুরোপুরি পাওয়া যাবে না।

বরিশালের রাজনীতির এই গুরুত্বপূর্ণ নেতা কথা বলেন নৌ পথের যোগাযোগ নিয়েও। তিনি বলেন, রাজধানীর সাথে বরিশালবাসীর যোগাযোগ এর ঐতিহ্য হলো লঞ্চ, স্টিমার। পদ্মা সেতু হওয়ায় লঞ্চে যাত্রী সাধারণ চাপ কিছুটা হলেও কমে যাবে। সেজন্য লঞ্চের ডেক ও কেবিন ভাড়া নতুন করে নির্ধারণ করতে হবে যতোটা কমানো সম্ভব। কারন, পদ্মা সেতু পার হলে সময় বাঁচবে এটা সত্যি, সাধারণ যাত্রীরা ভাড়ার বিষয় টা বিবেচনা করে স্থল পথ বা নৌ পথে যাতায়াত করবেন।

উল্লেখ্য, চলতি জুন মাসের ২৫ তারিখ বর্ণিল আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশজুড়ে একপ্রকার উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। বিশ্বের অন্যতম দীর্ঘ এই সেতুর বাস্তবায়ন নিয়ে শুরু থেকে নানা ষড়যন্ত্রের অভিযোগ করে আসছিলো সরকারি দল। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে পদ্মা সেতুর দ্বার খুলেছে। দক্ষিণ অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করতে শুরু করেছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ