মেধাবী ছাত্র জাহেদ বাঁচতে চায়, অর্থসহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর আহবান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মেধাবী ছাত্র জাহেদ বাঁচতে চায়, অর্থসহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর আহবান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৩, ২০২০ ১১:২৬ অপরাহ্ণ
A- A A+ Print

মেধাবী ছাত্র জাহেদ বাঁচতে চায়, অর্থসহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর আহবান

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের ছাত্র জিন্নাতুল বাহার জাহেদ। উপজেলার সুড়িকান্দি চুলুপাড়ার বাহার উদ্দিন সাহেবের একমাত্র ছেলে জাহেদ।
অনেক আশা ও ভবিষৎ ভাবনা উচ্চ আখাংকা নিয়ে। এস,এস,সি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে ভর্তি হয়ে ছিলেন বড়লেখা সরকারী কলেজে। কিন্তু কিডনী দূরারোগ্যে আক্রান্ত হয়ে বর্তমানে বিছনায় কাতর।অসহায় হয়ে গৃহবন্ধি, জাহেদের কলেজে যাওয়া আসা বন্ধ,খবর নেয় তার কলেজের সহপাঠীরা।
এই করুন অবস্থার কথা জানায় জাহেদের পরিবার,বর্তমানে কলেজ সহপাঠি ও বন্ধুমহল তার চিকিৎসার সাহয্যের জন্য রাস্তায় রাস্তায় টাকা সংগ্রহ করছে।
বাস্তবে দেখা গেছে যে, উপজেলা সদরের প্রায় সবখানেই কলেজ সহপাঠিরা মিলে তার জন্য সাহায্য বক্স বানিয়ে সকলের সাহায্য চাচ্ছে, তার কিডনী প্রতিস্থাপনের জন্য,লাগে প্রায় ত্রিশ লক্ষ টাকা।হতদরিদ্র বাবা-মার পক্ষে এ টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, দল-মত নির্বিশেষে একজন মেধাবী ছাত্রের জন্য সহযোগিতার হাতকে প্রসারিত করার আহবান জানান এলাকার সচেতন মহল।জাহেদের পরিবার প্রতিবেশী ও বন্ধু সকল হৃদয়বান ও সামর্থবান ব্যক্তির কাছে সাহয্যের আকুল আবেদন করেন, যার যাতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আমাদের সন্তান কে সাহায্য করুন
 নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ বা বিকাশ করলে জাহিদকে সাহায্য করা যাবে। বিকাশ পার্সোনাল ০১৭৫২৮৪৩২৩, ০১৭১৫৮০৪৩৮৬। ব্যাংকের মাধ্যমে সাহায্য করা যেতে পারে। অ্যাকাউন্ট নাম্বার “হাসান আহমদ,”  203 1515 8248, Duch bangla bank,Barlekha branch. প্রয়োজনে যোগাযোগ নাম্বার হচ্ছে ০১৭৭২৪০৮২৩০।
দৈনিক বরিশাল ২৪

মেধাবী ছাত্র জাহেদ বাঁচতে চায়, অর্থসহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর আহবান

বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২০ ১১:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের ছাত্র জিন্নাতুল বাহার জাহেদ। উপজেলার সুড়িকান্দি চুলুপাড়ার বাহার উদ্দিন সাহেবের একমাত্র ছেলে জাহেদ।
অনেক আশা ও ভবিষৎ ভাবনা উচ্চ আখাংকা নিয়ে। এস,এস,সি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে ভর্তি হয়ে ছিলেন বড়লেখা সরকারী কলেজে। কিন্তু কিডনী দূরারোগ্যে আক্রান্ত হয়ে বর্তমানে বিছনায় কাতর।অসহায় হয়ে গৃহবন্ধি, জাহেদের কলেজে যাওয়া আসা বন্ধ,খবর নেয় তার কলেজের সহপাঠীরা।
এই করুন অবস্থার কথা জানায় জাহেদের পরিবার,বর্তমানে কলেজ সহপাঠি ও বন্ধুমহল তার চিকিৎসার সাহয্যের জন্য রাস্তায় রাস্তায় টাকা সংগ্রহ করছে।
বাস্তবে দেখা গেছে যে, উপজেলা সদরের প্রায় সবখানেই কলেজ সহপাঠিরা মিলে তার জন্য সাহায্য বক্স বানিয়ে সকলের সাহায্য চাচ্ছে, তার কিডনী প্রতিস্থাপনের জন্য,লাগে প্রায় ত্রিশ লক্ষ টাকা।হতদরিদ্র বাবা-মার পক্ষে এ টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, দল-মত নির্বিশেষে একজন মেধাবী ছাত্রের জন্য সহযোগিতার হাতকে প্রসারিত করার আহবান জানান এলাকার সচেতন মহল।জাহেদের পরিবার প্রতিবেশী ও বন্ধু সকল হৃদয়বান ও সামর্থবান ব্যক্তির কাছে সাহয্যের আকুল আবেদন করেন, যার যাতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আমাদের সন্তান কে সাহায্য করুন
 নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ বা বিকাশ করলে জাহিদকে সাহায্য করা যাবে। বিকাশ পার্সোনাল ০১৭৫২৮৪৩২৩, ০১৭১৫৮০৪৩৮৬। ব্যাংকের মাধ্যমে সাহায্য করা যেতে পারে। অ্যাকাউন্ট নাম্বার “হাসান আহমদ,”  203 1515 8248, Duch bangla bank,Barlekha branch. প্রয়োজনে যোগাযোগ নাম্বার হচ্ছে ০১৭৭২৪০৮২৩০।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত