চট্টগ্রামে দায়িত্ব পালনকে কর্মজীবনের সেরা অর্জন মনে করি:পুলিশ কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে দায়িত্ব পালনকে কর্মজীবনের সেরা অর্জন মনে করি:পুলিশ কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৬, ২০২০ ৫:১১ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে দায়িত্ব পালনকে কর্মজীবনের সেরা অর্জন মনে করি:পুলিশ কমিশনার

অনলাইন নিউজ: চট্টগ্রামের মানুষের মন অনেক বড় বলে মন্তব্য করেছেন সিএমপির বিদায়ী কমিশনার মো. মাহাবুবর রহমান। একইসাথে চট্টগ্রামে চাকরি করাকে কর্মজীবনের সেরা অর্জন বলেও মনে করেন তিনি।

শনিবার দুপুরে (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার একথা বলেন।

কোতোয়ালী থানার উদ্যোগে বিনামূল্যে ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ সেবা চালু এবং দৃষ্টিনন্দন গেইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান সিএমপি কমিশনারের বিদায়ের আয়োজনে পরিণত হয়। রোববারই ঢাকায় শিল্প পুলিশের ডিআইজি পদে যোগ দিতে ২ বছর ৩ মাস দায়িত্ব পালন করে চট্টগ্রাম থেকে বিদায় নিচ্ছেন মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ‘চট্টগ্রাম অনেক বিশাল শহর। ঐতিহ্যগতভাবেই চট্টগ্রামের গুরুত্ব অনেক। প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণে চট্টগ্রাম বিশাল। সবচেয়ে বড় কথা, এখানকার মানুষের মন অনেক বড়। চট্টগ্রামে দায়িত্ব পালনকে আমি কর্মজীবনের সেরা অর্জন বলে মনে করি। সত্যিকার অর্থে চট্টগ্রাম অনেক ভালো জায়গা।’

তিনি আরও বলেন, ‘এখানকার সাধারণ মানুষ অনেক ভালো। চট্টগ্রামের মানুষের মন অনেক বিশাল। কথা নেই, বার্তা নেই, চিনি না, জানি না, যে কোনো অনুষ্ঠানে বাসায় খাবার পাঠিয়ে দেয়। একবারও ফোনে কথা হয়নি, খাবার যে পাঠাচ্ছেন সেটাও জানাননি। কিন্তু বাসায় খাবার পৌঁছার পর জানতে পারি, অমুক পাঠিয়েছেন, তমুক পাঠিয়েছেন। এই যে ভালোবাসা, আন্তরিকতা, আথিথেয়তা- এটা চট্টগ্রামের বাইরে আর কোথাও পাইনি। এমনকি আমার নিজের জেলার মানুষের মধ্যেও দেখিনি। এই ভালোবাসা আর ভালো অভিজ্ঞতা নিয়েই আমি চট্টগ্রাম ছেড়ে যাচ্ছি।’

বিদায়বেলায় তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘ঢাকায় যাচ্ছি, আসলে যাচ্ছি না। আমার মন পড়ে থাকবে চট্টগ্রামে। আমাকে সবাই মনে রাখবেন। আমার ভুলটুকু আশা করি কেউ মনে রাখবেন না। ভালো স্মৃতিটুকু মনে রাখবেন। আমিও সকল তিক্ত অভিজ্ঞতা ভুলে যেতে চাই। সুখকর অভিজ্ঞতাটুকু নিয়ে থাকতে চাই। কামনা করি, চট্টগ্রাম যেন কোনো নেগেটিভ নিউজের শহর না হয়, খারাপ খবরের শহর যেন না হয়। চট্টগ্রামের মানুষ যেমন ভালো, এই শহরও যেন সেই ইমেজ নিয়েই টিকে থাকে।’

চট্টগ্রামের রাজনীতিবিদদের প্রসঙ্গ টেনে  মাহবুবর রহমান বলেন, ‘এখানে যারা রাজনৈতিক নেতা আছেন, তাদের মন অনেক বড়। উনাদের মধ্যে কোনো সংকীর্ণতা আমি দেখিনি। নেতাদের অনেক তদবির আমি রিফিউজ করেছি, ভদ্রভাবে রিফিউজ করেছি। কিন্তু এটা নিয়ে কারও মধ্যে কোনো বিরাগ আমি দেখিনি। উনাদের মন এত বিশাল, উনারা বুঝে নিয়েছেন যে, ইচ্ছে করলেও পুলিশ আইনের বাইরে গিয়ে কাউকে কোনো সহযোগিতা করতে পারে না।’

চট্টগ্রামের  সাংবাদিকদের সহযোগিতার কথা তুলে মাহবুবর রহমান বলেন, ‘সংবাদপত্র, টেলিভিশন বিশেষ করে অনলাইনের নিউজ আমাকে সবসময় বিশেষভাবে সহযোগিতা করেছে। সাংবাদিক ভাইদের বিভিন্ন তথ্যের ওপর আমি সবচেয়ে বেশি নির্ভর করেছি এবং তাতে উপকৃত হয়েছি। প্রতিদিন আমার কাছে যত সাংবাদিকের ফোন আসত, আমি অন্তঃত ৯৫ শতাংশ সাংবাদিকের কল রিসিভ করেছি, কথা বলেছি। অনেকসময় একই কথা বারবার বলতে হত, বিরক্ত লাগত। তারপরও আমি পুলিশের কর্মকাণ্ড নিয়ে যাতে কোনো ধরনের অস্পষ্টতা না থাকে, সেজন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়গুলো ক্লিয়ার করে নিতাম।’

করোনাভাইরাসের সংক্রমণকালে সিএমপির কর্মকাণ্ড নিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘বাস্তবতা হচ্ছে, আমরা স্বীকার করি বা না করি, সাধারণ মানুষের সঙ্গে কিন্তু পুলিশের একটি দূরত্ব আছে। আমরা বিভিন্নভাবে সেই দূরত্ব কমানোর চেষ্টা করি কিন্তু বড় কোনো সুযোগ আসে না। করোনাকালে যে মহামারি পরিস্থিতি, আমি সেটাকে একটি সুযোগ হিসেবে নিয়েছিলাম যে, মানুষের কাছাকাছি গিয়ে, মানুষের মনের মণিকোঠায় স্থান নিয়ে তাদের মধ্যে পুলিশ সম্পর্কে যে প্রচলিত ধারণা সেটা পাল্টে দিতে। নেতিবাচক ধারণা পাল্টে তারা যেন পুলিশের ওপর আস্থা রাখতে পারেন। এটা করতে গিয়ে আমাদের অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গেছেন, আমি নিজেও আক্রান্ত হয়েছি। কিন্তু করোনা মোকাবিলায় একটা সুষ্ঠু ব্যবস্থাপনার ধারণা আমরা মানুষের মধ্যে তৈরি করতে পেরেছি বলে আমি মনে করি।’

সারা দেশে জনবান্ধব ওসি হিসেবে পরিচিত পাওয়া ওসি মহসীনের প্রসংশা করে পুলিশ কমিশনার  বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে যে ইতিবাচক ধারণা, সামান্য হলেও আমরা তৈরি করতে পেরেছি, আমি চলে যাবার পরও আমার সহকর্মীরা এটা অটুট রাখবেন, আমার বিশ্বাস আছে। সিএমপির সকল পর্যায়ের পুলিশ অফিসাররা সবসময় মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেন, এটা আমি দেখেছি। বিশেষ করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের যে উদ্ভাবনীমূলক, সৃজনশীল কর্মকাণ্ড-এটাকে আমি সবসময় সাপোর্ট দিয়েছি, উৎসাহ দিয়েছি। আমি চট্টগ্রাম ছেড়ে গেলেও সিএমপির যে কোনো ভালো কাজের সঙ্গে নিজেকে একাত্ম রাখবো। আমি অনলাইন থাকি সবসময়, ফেসবুকে আছি, সবার সঙ্গে যোগাযোগ থাকবে।’

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার সহ সংশ্লিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে দায়িত্ব পালনকে কর্মজীবনের সেরা অর্জন মনে করি:পুলিশ কমিশনার

রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২০ ৫:১১ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ: চট্টগ্রামের মানুষের মন অনেক বড় বলে মন্তব্য করেছেন সিএমপির বিদায়ী কমিশনার মো. মাহাবুবর রহমান। একইসাথে চট্টগ্রামে চাকরি করাকে কর্মজীবনের সেরা অর্জন বলেও মনে করেন তিনি।

শনিবার দুপুরে (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার একথা বলেন।

কোতোয়ালী থানার উদ্যোগে বিনামূল্যে ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ সেবা চালু এবং দৃষ্টিনন্দন গেইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান সিএমপি কমিশনারের বিদায়ের আয়োজনে পরিণত হয়। রোববারই ঢাকায় শিল্প পুলিশের ডিআইজি পদে যোগ দিতে ২ বছর ৩ মাস দায়িত্ব পালন করে চট্টগ্রাম থেকে বিদায় নিচ্ছেন মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ‘চট্টগ্রাম অনেক বিশাল শহর। ঐতিহ্যগতভাবেই চট্টগ্রামের গুরুত্ব অনেক। প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণে চট্টগ্রাম বিশাল। সবচেয়ে বড় কথা, এখানকার মানুষের মন অনেক বড়। চট্টগ্রামে দায়িত্ব পালনকে আমি কর্মজীবনের সেরা অর্জন বলে মনে করি। সত্যিকার অর্থে চট্টগ্রাম অনেক ভালো জায়গা।’

তিনি আরও বলেন, ‘এখানকার সাধারণ মানুষ অনেক ভালো। চট্টগ্রামের মানুষের মন অনেক বিশাল। কথা নেই, বার্তা নেই, চিনি না, জানি না, যে কোনো অনুষ্ঠানে বাসায় খাবার পাঠিয়ে দেয়। একবারও ফোনে কথা হয়নি, খাবার যে পাঠাচ্ছেন সেটাও জানাননি। কিন্তু বাসায় খাবার পৌঁছার পর জানতে পারি, অমুক পাঠিয়েছেন, তমুক পাঠিয়েছেন। এই যে ভালোবাসা, আন্তরিকতা, আথিথেয়তা- এটা চট্টগ্রামের বাইরে আর কোথাও পাইনি। এমনকি আমার নিজের জেলার মানুষের মধ্যেও দেখিনি। এই ভালোবাসা আর ভালো অভিজ্ঞতা নিয়েই আমি চট্টগ্রাম ছেড়ে যাচ্ছি।’

বিদায়বেলায় তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘ঢাকায় যাচ্ছি, আসলে যাচ্ছি না। আমার মন পড়ে থাকবে চট্টগ্রামে। আমাকে সবাই মনে রাখবেন। আমার ভুলটুকু আশা করি কেউ মনে রাখবেন না। ভালো স্মৃতিটুকু মনে রাখবেন। আমিও সকল তিক্ত অভিজ্ঞতা ভুলে যেতে চাই। সুখকর অভিজ্ঞতাটুকু নিয়ে থাকতে চাই। কামনা করি, চট্টগ্রাম যেন কোনো নেগেটিভ নিউজের শহর না হয়, খারাপ খবরের শহর যেন না হয়। চট্টগ্রামের মানুষ যেমন ভালো, এই শহরও যেন সেই ইমেজ নিয়েই টিকে থাকে।’

চট্টগ্রামের রাজনীতিবিদদের প্রসঙ্গ টেনে  মাহবুবর রহমান বলেন, ‘এখানে যারা রাজনৈতিক নেতা আছেন, তাদের মন অনেক বড়। উনাদের মধ্যে কোনো সংকীর্ণতা আমি দেখিনি। নেতাদের অনেক তদবির আমি রিফিউজ করেছি, ভদ্রভাবে রিফিউজ করেছি। কিন্তু এটা নিয়ে কারও মধ্যে কোনো বিরাগ আমি দেখিনি। উনাদের মন এত বিশাল, উনারা বুঝে নিয়েছেন যে, ইচ্ছে করলেও পুলিশ আইনের বাইরে গিয়ে কাউকে কোনো সহযোগিতা করতে পারে না।’

চট্টগ্রামের  সাংবাদিকদের সহযোগিতার কথা তুলে মাহবুবর রহমান বলেন, ‘সংবাদপত্র, টেলিভিশন বিশেষ করে অনলাইনের নিউজ আমাকে সবসময় বিশেষভাবে সহযোগিতা করেছে। সাংবাদিক ভাইদের বিভিন্ন তথ্যের ওপর আমি সবচেয়ে বেশি নির্ভর করেছি এবং তাতে উপকৃত হয়েছি। প্রতিদিন আমার কাছে যত সাংবাদিকের ফোন আসত, আমি অন্তঃত ৯৫ শতাংশ সাংবাদিকের কল রিসিভ করেছি, কথা বলেছি। অনেকসময় একই কথা বারবার বলতে হত, বিরক্ত লাগত। তারপরও আমি পুলিশের কর্মকাণ্ড নিয়ে যাতে কোনো ধরনের অস্পষ্টতা না থাকে, সেজন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়গুলো ক্লিয়ার করে নিতাম।’

করোনাভাইরাসের সংক্রমণকালে সিএমপির কর্মকাণ্ড নিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘বাস্তবতা হচ্ছে, আমরা স্বীকার করি বা না করি, সাধারণ মানুষের সঙ্গে কিন্তু পুলিশের একটি দূরত্ব আছে। আমরা বিভিন্নভাবে সেই দূরত্ব কমানোর চেষ্টা করি কিন্তু বড় কোনো সুযোগ আসে না। করোনাকালে যে মহামারি পরিস্থিতি, আমি সেটাকে একটি সুযোগ হিসেবে নিয়েছিলাম যে, মানুষের কাছাকাছি গিয়ে, মানুষের মনের মণিকোঠায় স্থান নিয়ে তাদের মধ্যে পুলিশ সম্পর্কে যে প্রচলিত ধারণা সেটা পাল্টে দিতে। নেতিবাচক ধারণা পাল্টে তারা যেন পুলিশের ওপর আস্থা রাখতে পারেন। এটা করতে গিয়ে আমাদের অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গেছেন, আমি নিজেও আক্রান্ত হয়েছি। কিন্তু করোনা মোকাবিলায় একটা সুষ্ঠু ব্যবস্থাপনার ধারণা আমরা মানুষের মধ্যে তৈরি করতে পেরেছি বলে আমি মনে করি।’

সারা দেশে জনবান্ধব ওসি হিসেবে পরিচিত পাওয়া ওসি মহসীনের প্রসংশা করে পুলিশ কমিশনার  বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে যে ইতিবাচক ধারণা, সামান্য হলেও আমরা তৈরি করতে পেরেছি, আমি চলে যাবার পরও আমার সহকর্মীরা এটা অটুট রাখবেন, আমার বিশ্বাস আছে। সিএমপির সকল পর্যায়ের পুলিশ অফিসাররা সবসময় মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেন, এটা আমি দেখেছি। বিশেষ করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের যে উদ্ভাবনীমূলক, সৃজনশীল কর্মকাণ্ড-এটাকে আমি সবসময় সাপোর্ট দিয়েছি, উৎসাহ দিয়েছি। আমি চট্টগ্রাম ছেড়ে গেলেও সিএমপির যে কোনো ভালো কাজের সঙ্গে নিজেকে একাত্ম রাখবো। আমি অনলাইন থাকি সবসময়, ফেসবুকে আছি, সবার সঙ্গে যোগাযোগ থাকবে।’

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার সহ সংশ্লিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত