বন্ধুত্ব থেকে পরিণয়ে শমী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বন্ধুত্ব থেকে পরিণয়ে শমী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০২০ ৪:০০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বন্ধুত্ব থেকে পরিণয়ে শমী

কায়সারটেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চের নন্দিত অভিনেত্রী শমী কায়সার বিয়ে করেছেন। তিনি সেই তারকাদের একজন, যার অনুরাগীরা কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে বাধা নয়। নয় থেকে নব্বই, সবাই শমীর অভিনয়ের ভক্ত। তিনি কয়েক প্রজন্মের অভিনেত্রীদের আইডল। তাই তার পেশাগত ও ব্যক্তিজীবন নিয়ে মানুষের কৌতূহল ও আগ্রহের শেষ নেই। গত শুক্রবার নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে শমী কায়সারের বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অনেক ভালো থাকিস বন্ধু, কারণ তুই সব সময় সুন্দর করে জীবন কাটাতে চেয়েছিস। সুখি হ এই কামনা করি।’

চয়নিকার পোস্টে তাদের বন্ধু, বিনোদন অঙ্গনের কর্মী ও তারকারা নতুন জীবনে প্রবেশের সূচনালগ্নে শমীকে অভিনন্দন জানিয়েছেন।  সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্তরাও নিজেদের ওয়ালে শমীর বিয়ের ছবি শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। অনেকে লিখেছেন, জাতীয় ক্রাশদের সবাই এক এক করে বিয়ে করে ফেলছেন। বিয়ের ছবিতে লাল শাড়িতে বধূবেশে দারুণ মিষ্টি লাগছে শমী কায়সারকে। পাশেই রুপালি রঙের পাঞ্জাবি পরে বসে থাকা বর রেজা আমিন সুমনকেও খুব মানিয়েছে। জানা গেছে, শমীর বর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত শুক্রবার সন্ধ্যায় ঘরোয়াভাবে রাজধানীতে শমীর নিউ ইস্কাটনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয়। বিয়েতে তাদের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন স্বাভাবিকে মাস্ক পরে বিয়ের অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বর-কনের স্বজনরা।

নতুন জীবনে পা রাখা নিয়ে দেশ রূপান্তরকে শমী কায়সার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই পরস্পরের খুব ভালো বন্ধু। বন্ধুত্ব থেকেই পরিণয়। ভালো লাগা এবং বিয়ে।’ তিনি আরও বলেন, ‘একজন মানুষকে জীবনসঙ্গী করার জন্য সবচেয়ে যেটা জরুরি তা হলো পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও নির্ভরতার জায়গা। আমাদের মধ্যে সেটি প্রবল বলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

শমী জানান, বিয়ের পর থেকে তার ফোন এক মুহূর্তের জন্যও নিশ্চুপ থাকছে না। একের পর এক সবাই ফোন করে শুভেচ্ছাবার্তা দিচ্ছে, দোয়া করছে। তিনি বলেন, ‘এত ব্যস্ততার মধ্যে আমি কাউকেই আরাম করে মনের কথাগুলো বলতে পারছি না। ঘরভর্তি মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন। সবাইকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের বিয়েতে সবাই যেভাবে তাদের আনন্দ প্রকাশ করছে তাতে নিজের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। সবার কাছে একটাই প্রত্যাশা, সেটি হলো দোয়া। যেন আমরা ভালো থাকি।’

লকডাউনের মধ্যেও দারুণ ব্যস্ত সময় পার করেছেন শমী কায়সার। অভিনয়ে দীর্ঘদিন দেখা না গেলেও তিনি ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই নিয়মিত ঘর থেকেই তাকে অনলাইন মিটিং ও নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। লকডাউনের শুরুর দিকে শমী কায়সার দেশ রূপান্তরকে বলেন, ‘কাজ ছাড়া থাকতে পারি না। যখন অভিনয় করেছি মন দিয়ে অভিনয় করেছি। শতভাগ চেষ্টা থাকত নিজেকে নতুন নতুন মাত্রায় উপস্থাপনের। এখন যে কাজটি করছি সেটিও খুব ভালোবাসি। আমি এটি উপভোগ করছি। এটা সিরিয়াস ধরনের কাজ, তাই মনোযোগ দিতে হয় আরও বেশি। তাই নিজের জন্য খুব একটা সময় পাওয়া যায় না।’ অবসর পেলে কী করেন জানতে চাইলে তিনি বলেন, ‘অল্প সময়ের অবসর পাই। তাতে অনেক কিছুর করার ইচ্ছে থাকে। কিন্তু হয়ে ওঠে না। গান শুনতে খুব ভালোলাগে। বইপড়ার অভ্যাস তো অনেক দিনের। লকডাউনে বেশ কিছু বই পড়েছি। আগে পড়েছি এমন কিছু বইও আবার শুরু করেছি।’

অভিনয় নিয়ে এখন কী ভাবেন জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে অভিনয়ের জন্যই তো আমি আজকের শমী কায়সার। অভিনয়টা এতটা ভালোবাসি যে কোনো কিছুই তার জায়গাটা নিতে পারবে না। অভিনয় প্রচন্ড মিস করি, কিন্তু এটাও মানি যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রায়োরিটি বদলায়। তাই এখন অভিনয়ে সময় দিতে পারছি না। তবে একেবারেই যে করব না, তা নয়।’সূত্র: দেশরুপান্তর।

দৈনিক বরিশাল ২৪

বন্ধুত্ব থেকে পরিণয়ে শমী

সোমবার, অক্টোবর ১২, ২০২০ ৪:০০ পূর্বাহ্ণ

কায়সারটেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চের নন্দিত অভিনেত্রী শমী কায়সার বিয়ে করেছেন। তিনি সেই তারকাদের একজন, যার অনুরাগীরা কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে বাধা নয়। নয় থেকে নব্বই, সবাই শমীর অভিনয়ের ভক্ত। তিনি কয়েক প্রজন্মের অভিনেত্রীদের আইডল। তাই তার পেশাগত ও ব্যক্তিজীবন নিয়ে মানুষের কৌতূহল ও আগ্রহের শেষ নেই। গত শুক্রবার নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে শমী কায়সারের বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অনেক ভালো থাকিস বন্ধু, কারণ তুই সব সময় সুন্দর করে জীবন কাটাতে চেয়েছিস। সুখি হ এই কামনা করি।’

চয়নিকার পোস্টে তাদের বন্ধু, বিনোদন অঙ্গনের কর্মী ও তারকারা নতুন জীবনে প্রবেশের সূচনালগ্নে শমীকে অভিনন্দন জানিয়েছেন।  সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্তরাও নিজেদের ওয়ালে শমীর বিয়ের ছবি শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। অনেকে লিখেছেন, জাতীয় ক্রাশদের সবাই এক এক করে বিয়ে করে ফেলছেন। বিয়ের ছবিতে লাল শাড়িতে বধূবেশে দারুণ মিষ্টি লাগছে শমী কায়সারকে। পাশেই রুপালি রঙের পাঞ্জাবি পরে বসে থাকা বর রেজা আমিন সুমনকেও খুব মানিয়েছে। জানা গেছে, শমীর বর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত শুক্রবার সন্ধ্যায় ঘরোয়াভাবে রাজধানীতে শমীর নিউ ইস্কাটনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয়। বিয়েতে তাদের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন স্বাভাবিকে মাস্ক পরে বিয়ের অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বর-কনের স্বজনরা।

নতুন জীবনে পা রাখা নিয়ে দেশ রূপান্তরকে শমী কায়সার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই পরস্পরের খুব ভালো বন্ধু। বন্ধুত্ব থেকেই পরিণয়। ভালো লাগা এবং বিয়ে।’ তিনি আরও বলেন, ‘একজন মানুষকে জীবনসঙ্গী করার জন্য সবচেয়ে যেটা জরুরি তা হলো পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও নির্ভরতার জায়গা। আমাদের মধ্যে সেটি প্রবল বলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

শমী জানান, বিয়ের পর থেকে তার ফোন এক মুহূর্তের জন্যও নিশ্চুপ থাকছে না। একের পর এক সবাই ফোন করে শুভেচ্ছাবার্তা দিচ্ছে, দোয়া করছে। তিনি বলেন, ‘এত ব্যস্ততার মধ্যে আমি কাউকেই আরাম করে মনের কথাগুলো বলতে পারছি না। ঘরভর্তি মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন। সবাইকে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের বিয়েতে সবাই যেভাবে তাদের আনন্দ প্রকাশ করছে তাতে নিজের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। সবার কাছে একটাই প্রত্যাশা, সেটি হলো দোয়া। যেন আমরা ভালো থাকি।’

লকডাউনের মধ্যেও দারুণ ব্যস্ত সময় পার করেছেন শমী কায়সার। অভিনয়ে দীর্ঘদিন দেখা না গেলেও তিনি ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই নিয়মিত ঘর থেকেই তাকে অনলাইন মিটিং ও নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। লকডাউনের শুরুর দিকে শমী কায়সার দেশ রূপান্তরকে বলেন, ‘কাজ ছাড়া থাকতে পারি না। যখন অভিনয় করেছি মন দিয়ে অভিনয় করেছি। শতভাগ চেষ্টা থাকত নিজেকে নতুন নতুন মাত্রায় উপস্থাপনের। এখন যে কাজটি করছি সেটিও খুব ভালোবাসি। আমি এটি উপভোগ করছি। এটা সিরিয়াস ধরনের কাজ, তাই মনোযোগ দিতে হয় আরও বেশি। তাই নিজের জন্য খুব একটা সময় পাওয়া যায় না।’ অবসর পেলে কী করেন জানতে চাইলে তিনি বলেন, ‘অল্প সময়ের অবসর পাই। তাতে অনেক কিছুর করার ইচ্ছে থাকে। কিন্তু হয়ে ওঠে না। গান শুনতে খুব ভালোলাগে। বইপড়ার অভ্যাস তো অনেক দিনের। লকডাউনে বেশ কিছু বই পড়েছি। আগে পড়েছি এমন কিছু বইও আবার শুরু করেছি।’

অভিনয় নিয়ে এখন কী ভাবেন জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে অভিনয়ের জন্যই তো আমি আজকের শমী কায়সার। অভিনয়টা এতটা ভালোবাসি যে কোনো কিছুই তার জায়গাটা নিতে পারবে না। অভিনয় প্রচন্ড মিস করি, কিন্তু এটাও মানি যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রায়োরিটি বদলায়। তাই এখন অভিনয়ে সময় দিতে পারছি না। তবে একেবারেই যে করব না, তা নয়।’সূত্র: দেশরুপান্তর।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত