‘নারী নির্যাতনসহ অপরাধ দমনে আপনারা একপা বাড়ালে পুলিশ দু’পা বাড়াবে` - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘নারী নির্যাতনসহ অপরাধ দমনে আপনারা একপা বাড়ালে পুলিশ দু’পা বাড়াবে` - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৭, ২০২০ ১১:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

‘নারী নির্যাতনসহ অপরাধ দমনে আপনারা একপা বাড়ালে পুলিশ দু’পা বাড়াবে`

মো: জিহাদ রানা: নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনকারীদের শূন্য সহিষ্ণুতা নিয়ে দমন করা হবে বলে মন্তব্য করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেছেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিএমপি সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে। আপনারা যদি এক পা বাড়িয়ে দেন ,বাংলাদেশ পুলিশ দু’পা আগাতে সক্ষম।
 ১৭ অক্টোবর, শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য প্রদানকালে বিএমপি কমিশনার উপরোক্ত কথা বলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর চার থানাধীন সকল বিটে, একযোগে “নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়।
তিনি বলেন,সরকারের তরফ থেকে তথা পুলিশ বিভাগের পক্ষ থেকে নারীর প্রতি অন্যায় আচারণের কোন ছাড় নেই । সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে বিএমপি সদা জাগ্রত ।
সেবা গ্রহীতা ও সেবা দাতাদের মাঝে কোন দেয়াল থাকতে পারে না । যেই এলাকায় বসবাস করেন , সেই এলাকার বিট অফিসারের নম্বর পছন্দের নাম্বার তালিকায় রেখে, সঠিক সময়ে ,সঠিক মতামত ,পরামর্শ তথা আওয়াজের মাধ্যমে পুলিশ -জনতা এক হয়ে এসব ঘৃণ্য সহিংশতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে ।
বাংলাদেশ পুলিশের এআইজি কমিউনিটি পুলিশিং জনাব সোহেলী ফেরদৌস পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, প্রতিটি ঘরে গৃহকর্তার দায়িত্ব ঐ পরিবারের নারীদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা, সচেতন করা। নিরাপত্তাহীনতায় ভুগলেই আপনার নিকটতম প্রতিবেশী- বিট পুলিশকে অবগত করুন, আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে বিট অফিসার।
এছাড়াও বিএমপি’র অন্যান্য বিট পুলিশিং সমাবেশ এ উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য শীর্ষ কর্মকর্তা সহ জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ ,সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ।
দৈনিক বরিশাল ২৪

‘নারী নির্যাতনসহ অপরাধ দমনে আপনারা একপা বাড়ালে পুলিশ দু’পা বাড়াবে`

শনিবার, অক্টোবর ১৭, ২০২০ ১১:০৭ অপরাহ্ণ | আপডেটঃ অক্টোবর ১৭, ২০২০ ১১:২২ অপরাহ্ণ
মো: জিহাদ রানা: নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনকারীদের শূন্য সহিষ্ণুতা নিয়ে দমন করা হবে বলে মন্তব্য করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেছেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিএমপি সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে। আপনারা যদি এক পা বাড়িয়ে দেন ,বাংলাদেশ পুলিশ দু’পা আগাতে সক্ষম।
 ১৭ অক্টোবর, শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য প্রদানকালে বিএমপি কমিশনার উপরোক্ত কথা বলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর চার থানাধীন সকল বিটে, একযোগে “নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়।
তিনি বলেন,সরকারের তরফ থেকে তথা পুলিশ বিভাগের পক্ষ থেকে নারীর প্রতি অন্যায় আচারণের কোন ছাড় নেই । সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে বিএমপি সদা জাগ্রত ।
সেবা গ্রহীতা ও সেবা দাতাদের মাঝে কোন দেয়াল থাকতে পারে না । যেই এলাকায় বসবাস করেন , সেই এলাকার বিট অফিসারের নম্বর পছন্দের নাম্বার তালিকায় রেখে, সঠিক সময়ে ,সঠিক মতামত ,পরামর্শ তথা আওয়াজের মাধ্যমে পুলিশ -জনতা এক হয়ে এসব ঘৃণ্য সহিংশতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে ।
বাংলাদেশ পুলিশের এআইজি কমিউনিটি পুলিশিং জনাব সোহেলী ফেরদৌস পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, প্রতিটি ঘরে গৃহকর্তার দায়িত্ব ঐ পরিবারের নারীদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা, সচেতন করা। নিরাপত্তাহীনতায় ভুগলেই আপনার নিকটতম প্রতিবেশী- বিট পুলিশকে অবগত করুন, আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে বিট অফিসার।
এছাড়াও বিএমপি’র অন্যান্য বিট পুলিশিং সমাবেশ এ উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য শীর্ষ কর্মকর্তা সহ জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ ,সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত