সাকিবের ফেরা নিয়ে ফেসবুকে যা লিখলেন মোস্তাফিজ-লিটনরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাকিবের ফেরা নিয়ে ফেসবুকে যা লিখলেন মোস্তাফিজ-লিটনরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৯, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

সাকিবের ফেরা নিয়ে ফেসবুকে যা লিখলেন মোস্তাফিজ-লিটনরা

অনলাইন নিউজ: এক বছর আগে এই দিনে বাংলাদেশের ক্রিকেটে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছিল। জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়ার বিষয়টি চেপে যাওয়ায় দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছিলেন এক বছরের জন্য।

আজ থেকে তিনি মুক্ত। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুশি। ১৫ নভেম্বর টি২০ টুর্নামেন্ট দিয়েই  ক্রিকেটে ফিরবেন বলে বিসিবি সূত্র জানিয়েছে।

এখন সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় মুশফিক-মোস্তাফিজরা এখন ব্যাকুল।

সাকিবকে সামনে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার প্রিয় সতীর্থ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সাকিবের সঙ্গে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার স্মৃতি রোমন্থন করলেন মুশফিক।

শুধু মুশফিকই নয়; সাকিবের ফেরা নিয়ে উচ্ছ্বসিত মোস্তাফিজ, লিটন, সাইফউদ্দিনরাও।

যার যার ফেসবুক টাইমলাইনে সাকিবকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার সতীর্থরা।

টাইগার ওপেনার লিটন দাস লিখেছেন, ‘স্বাগত কিংবদন্তি!’ সাকিবের সঙ্গে খেলার একটি মুহূর্তের ছবি পোস্ট করে ভালোবাসার চিহ্ন যুক্ত করে কাটার মাস্টার লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক সাকিব ভাই।’

উইকেটকিপার নুরুল হাসান লিখেছেন, ‘ক্রিকেট মাঠে সাকিব আল হাসান ভাই আপনাকে আবারও স্বাগত। বাঘের মতো গর্জন ছুড়বেন, সেটি শুনতে আর তর সইছে না!’

সবচেয়ে বেশি আবেগতাড়িত পোস্ট দিয়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।

সাকিবের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ২৩ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার লিখেছেন– এটি আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই উনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনও টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার, ইচ্ছা আছে– উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠে দর্শক দেখার অপেক্ষায় রইলাম।

সবাই সাকিবকে নিয়ে অনেক কিছুই লিখলেও নিজের ফেরা নিয়ে তেমন কিছুই লেখেননি সাকিব।  সামাজিক যোগাযোগমাধ্যমে এডিট করা নিজের জ্বলজ্বলে চোখের ছবি পোস্ট করে লিখেছেন—‘টাইগার, টাইগার…।’সূত্র: যুগান্তর।

দৈনিক বরিশাল ২৪

সাকিবের ফেরা নিয়ে ফেসবুকে যা লিখলেন মোস্তাফিজ-লিটনরা

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ

অনলাইন নিউজ: এক বছর আগে এই দিনে বাংলাদেশের ক্রিকেটে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছিল। জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়ার বিষয়টি চেপে যাওয়ায় দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছিলেন এক বছরের জন্য।

আজ থেকে তিনি মুক্ত। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুশি। ১৫ নভেম্বর টি২০ টুর্নামেন্ট দিয়েই  ক্রিকেটে ফিরবেন বলে বিসিবি সূত্র জানিয়েছে।

এখন সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় মুশফিক-মোস্তাফিজরা এখন ব্যাকুল।

সাকিবকে সামনে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার প্রিয় সতীর্থ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সাকিবের সঙ্গে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার স্মৃতি রোমন্থন করলেন মুশফিক।

শুধু মুশফিকই নয়; সাকিবের ফেরা নিয়ে উচ্ছ্বসিত মোস্তাফিজ, লিটন, সাইফউদ্দিনরাও।

যার যার ফেসবুক টাইমলাইনে সাকিবকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার সতীর্থরা।

টাইগার ওপেনার লিটন দাস লিখেছেন, ‘স্বাগত কিংবদন্তি!’ সাকিবের সঙ্গে খেলার একটি মুহূর্তের ছবি পোস্ট করে ভালোবাসার চিহ্ন যুক্ত করে কাটার মাস্টার লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক সাকিব ভাই।’

উইকেটকিপার নুরুল হাসান লিখেছেন, ‘ক্রিকেট মাঠে সাকিব আল হাসান ভাই আপনাকে আবারও স্বাগত। বাঘের মতো গর্জন ছুড়বেন, সেটি শুনতে আর তর সইছে না!’

সবচেয়ে বেশি আবেগতাড়িত পোস্ট দিয়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।

সাকিবের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ২৩ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার লিখেছেন– এটি আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই উনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনও টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার, ইচ্ছা আছে– উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠে দর্শক দেখার অপেক্ষায় রইলাম।

সবাই সাকিবকে নিয়ে অনেক কিছুই লিখলেও নিজের ফেরা নিয়ে তেমন কিছুই লেখেননি সাকিব।  সামাজিক যোগাযোগমাধ্যমে এডিট করা নিজের জ্বলজ্বলে চোখের ছবি পোস্ট করে লিখেছেন—‘টাইগার, টাইগার…।’সূত্র: যুগান্তর।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত