‘অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে`

মো: জিহাদ রানা: বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন, অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। আমরা অসুস্থ হয়ে গেলে অর্থনৈতিকভাবে দূর্বল হয়ে যাবো, দেশ পিছিয়ে যাবে। করোনা ভাইরাসের হাত-পা নেই আমার -আপনার হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করবে। টিকা আসার আগে আমাদের সতর্কতা অবলম্বন করে টিকে থাকতে হবে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা কর্তৃক বরিশাল লঞ্চ ঘাট বিআইডব্লিউটিএর পার্কিং প্রাঙ্গণে “সচেতনতামূলক সভায় বিএমপি অতিরিক্ত কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএমপির উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম- এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় তিনি বলেন, দেশের উন্নতির কথা ভেবে সমৃদ্ধির কথা ভেবে আমাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি নিশ্চিত করতে হবে। নিজে সুস্থ থাকার পাশাপাশি আশপাশের মানুষকেও মাস্ক পরিধান করতে বাধ্য করতে হবে।
মুখ নাক দিয়ে করোনাভাইরাস প্রবেশ করতে না পারে সে বিষয়ে খেয়াল রেখে কাজ করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ কমিশ
নার কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ রাসেল।
এ-সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ নুরুল ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আসাদুজ্জামান এবং পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ মোজাম্মেল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, যুগ্ম পরিচালক বরিশাল নদীবন্দর মোঃ মোস্তাফিজুর রহমান, সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।