সাবধানতা অবলম্বন করেই কাজ করছি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাবধানতা অবলম্বন করেই কাজ করছি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৮, ২০২০ ২:৪১ পূর্বাহ্ণ
A- A A+ Print

সাবধানতা অবলম্বন করেই কাজ করছি

অনলাইন নিউজ: প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে সঙ্গীতাঙ্গনে আসেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ক্যারিয়ারের শুরুতে অন্যের গানে কণ্ঠ দিলেও এখন মৌলিক গান নিয়েই ব্যস্ত। করোনার মধ্যেও একাধিক নতুন গান প্রকাশ করেছেন। কিছুদিন আগেও তার নতুন গান প্রকাশ হয়েছে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে  কথা বলেছেন তিনি………………..

করোনাকাল কেমন কাটছে?

** কিছুদিন আগ পর্যন্ত ঘরবন্দিই ছিলাম। এখন বাসার বাইরে যাচ্ছি প্রায় নিয়মিতই। সুস্থ স্বাভাবিকভাবেই সময় কাটছে। সাবধানতা অবলম্বন করেই কাজ করছি।

* কিছুদিন হৃদয় খানের সঙ্গে একটি গান করেছেন। এটি প্রকাশের পর সাড়া কেমন পাচ্ছেন?

** ‘ভাবনা’ শিরোনামের সেই গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজনের কাজটি এত সুন্দর সমন্বয় হয়েছে, প্রথমবার শোনার সঙ্গে সঙ্গেই গানটির প্রতি আকৃষ্ট হবেন। সময় যতই গড়াবে গানের শ্রোতার সংখ্যাও ততই বৃদ্ধি পেতে থাকবে। গানটিতে কণ্ঠ দেয়ার সময় থেকেই এটি নিয়ে আমার উচ্চাশা তৈরি হয়েছে।

* এখন থেকে নিয়মিত নতুন গান প্রকাশ করবেন?

** অবশ্যই। মনের খোরাক হলেও গান পেশাও বটে। এর বাইরে এখন অন্য কিছুই করছি না। এখন সঙ্গীতাঙ্গনের কর্মকাণ্ড কিছুটা গতিশীল হয়েছে। আমিও চারটি নতুন গান নিয়ে অপেক্ষা করছি। গানগুলোর রেকর্ডিংয়ের কাজ শেষ। এখন ভিডিও তৈরির জন্য অপেক্ষা করছি। আশা করি এসব গান শ্রোতাপ্রিয় হবে।

* ইনডোর স্টেজ অনুষ্ঠান অনেকেই শুরু করেছেন। এ নিয়ে আপনার পরিকল্পনা কী?

** গত মার্চ থেকেই স্টেজ অনুষ্ঠানে গাওয়া বন্ধ করেছিলাম। এখন যদি উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায় তাহলে আমিও গাব। যদিও ইনডোর অডিটরিয়ামে অনেক অনুষ্ঠান হচ্ছে। তবে এসব অনুষ্ঠানে গান গাওয়ায় আগ্রহ কম আমার। আশা করছি করোনার প্রকোপ কিছুটা কমলে স্টেজ অনুষ্ঠান শুরু হবে।

* টিভির লাইভ শোতে কয়েকদিন আগে গান গাইলেন। এ মাধ্যমে কি নিয়মিত গাইবেন?

** সময় এবং সুযোগ-সুবিধা মিললে কেন গাব না? দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গান গেয়েছি।  মূলত এটি দিয়েই টিভির লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার মিশন শুরু করছি। পর্যায়ক্রমে অন্য চ্যানেলগুলোতেও গাব।

* আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেটির কার্যক্রম কী?

** গানবিষয়ক কনটেন্টই এখানে প্রকাশ পায়। বিশেষ করে আমার মৌলিক গান যেগুলোর স্বত্ব আমার সেগুলোই এ চ্যানেলে আপলোড করি। শুরুতে গানের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে চ্যানেলটি সমৃদ্ধ হচ্ছে। দর্শক-শ্রোতারাও আমার চ্যানেলের গান শুনছেন আগ্রহ নিয়ে। তাদের এ ভালোবাসাই আমাকে উদ্বুদ্ধ করছে নতুন গান প্রকাশের জন্য।সূত্র:যুগান্তর।

দৈনিক বরিশাল ২৪

সাবধানতা অবলম্বন করেই কাজ করছি

শনিবার, নভেম্বর ২৮, ২০২০ ২:৪১ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ: প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে সঙ্গীতাঙ্গনে আসেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ক্যারিয়ারের শুরুতে অন্যের গানে কণ্ঠ দিলেও এখন মৌলিক গান নিয়েই ব্যস্ত। করোনার মধ্যেও একাধিক নতুন গান প্রকাশ করেছেন। কিছুদিন আগেও তার নতুন গান প্রকাশ হয়েছে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে  কথা বলেছেন তিনি………………..

করোনাকাল কেমন কাটছে?

** কিছুদিন আগ পর্যন্ত ঘরবন্দিই ছিলাম। এখন বাসার বাইরে যাচ্ছি প্রায় নিয়মিতই। সুস্থ স্বাভাবিকভাবেই সময় কাটছে। সাবধানতা অবলম্বন করেই কাজ করছি।

* কিছুদিন হৃদয় খানের সঙ্গে একটি গান করেছেন। এটি প্রকাশের পর সাড়া কেমন পাচ্ছেন?

** ‘ভাবনা’ শিরোনামের সেই গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজনের কাজটি এত সুন্দর সমন্বয় হয়েছে, প্রথমবার শোনার সঙ্গে সঙ্গেই গানটির প্রতি আকৃষ্ট হবেন। সময় যতই গড়াবে গানের শ্রোতার সংখ্যাও ততই বৃদ্ধি পেতে থাকবে। গানটিতে কণ্ঠ দেয়ার সময় থেকেই এটি নিয়ে আমার উচ্চাশা তৈরি হয়েছে।

* এখন থেকে নিয়মিত নতুন গান প্রকাশ করবেন?

** অবশ্যই। মনের খোরাক হলেও গান পেশাও বটে। এর বাইরে এখন অন্য কিছুই করছি না। এখন সঙ্গীতাঙ্গনের কর্মকাণ্ড কিছুটা গতিশীল হয়েছে। আমিও চারটি নতুন গান নিয়ে অপেক্ষা করছি। গানগুলোর রেকর্ডিংয়ের কাজ শেষ। এখন ভিডিও তৈরির জন্য অপেক্ষা করছি। আশা করি এসব গান শ্রোতাপ্রিয় হবে।

* ইনডোর স্টেজ অনুষ্ঠান অনেকেই শুরু করেছেন। এ নিয়ে আপনার পরিকল্পনা কী?

** গত মার্চ থেকেই স্টেজ অনুষ্ঠানে গাওয়া বন্ধ করেছিলাম। এখন যদি উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায় তাহলে আমিও গাব। যদিও ইনডোর অডিটরিয়ামে অনেক অনুষ্ঠান হচ্ছে। তবে এসব অনুষ্ঠানে গান গাওয়ায় আগ্রহ কম আমার। আশা করছি করোনার প্রকোপ কিছুটা কমলে স্টেজ অনুষ্ঠান শুরু হবে।

* টিভির লাইভ শোতে কয়েকদিন আগে গান গাইলেন। এ মাধ্যমে কি নিয়মিত গাইবেন?

** সময় এবং সুযোগ-সুবিধা মিললে কেন গাব না? দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গান গেয়েছি।  মূলত এটি দিয়েই টিভির লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার মিশন শুরু করছি। পর্যায়ক্রমে অন্য চ্যানেলগুলোতেও গাব।

* আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেটির কার্যক্রম কী?

** গানবিষয়ক কনটেন্টই এখানে প্রকাশ পায়। বিশেষ করে আমার মৌলিক গান যেগুলোর স্বত্ব আমার সেগুলোই এ চ্যানেলে আপলোড করি। শুরুতে গানের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে চ্যানেলটি সমৃদ্ধ হচ্ছে। দর্শক-শ্রোতারাও আমার চ্যানেলের গান শুনছেন আগ্রহ নিয়ে। তাদের এ ভালোবাসাই আমাকে উদ্বুদ্ধ করছে নতুন গান প্রকাশের জন্য।সূত্র:যুগান্তর।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ