বিনা টাকায় জিডি করুন দেওয়া হবে চকলেট উপহার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিনা টাকায় জিডি করুন দেওয়া হবে চকলেট উপহার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৯, ২০২০ ১২:৪০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বিনা টাকায় জিডি করুন দেওয়া হবে চকলেট উপহার

নিজস্ব প্রতিবেদক: জনসাধারণকে পুলিশি সেবা দিতে প্রশাসনের কর্মকর্তারা একের পর এক ইতিবাচক মনোভাব অব্যহত রেখে চলেছন। লক্ষ্য পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাওয়া, ভ্রান্ত ধারণা কমে যাওয়া। করোনাকালে দেশের পুলিশ দারুণ এক মানবিক উদাহরণ সৃষ্টি করেছে। পুলিশের এমনই এক অফিসার এএসপি শামিম আনোয়ার।
চট্টগ্রাম জেলা পুলিশের এই কর্তা যোগদানের পর থেকেই মানবকল্যাণে একটার পর একটা পরিকল্পনা ও তার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
এবার তিনি থানায় জিডি প্রসঙ্গে ফেসবুকে বিনা খরচে জিডি ও চকলেট উপহার দিবেন বলে একটি স্টাটাস দিয়েছেন। নিচে তা তুলে ধরা হলো:
এখন থেকে জিডি করুন ‘আমাদের’ পয়সায়
আমার দায়িত্বাধীন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও রাউজান থানায় আমরা আমাদের নিজস্ব খরচে আপনার জন্য জিডির ফর্মের ব্যবস্থা করেছি।
ডিউটি অফিসারের কাছ থেকে বিনামূল্যে সেই ফর্ম সংগ্রহ করে পূরণ করার মাধ্যমে সহজেই আপনি জিডি করতে পারবেন। দয়া করে বাইরের কম্পিউটার দোকানে আপনার কষ্টার্জিত ৫০/১০০/৫০০ টাকা খরচ করে জিডির আবেদন লিখে আনবেন না।
শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা, নারী, সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধীদের ফর্ম পূরণ করে দিবেন ডিউটি অফিসার নিজেই। চা-নাস্তার খরচ চেয়ে আপনাকে কেউ হয়রানি তো করবেই না, উল্টো আপ্যায়ন হিসেবে আপনাকে দেওয়া হবে একটি চকলেট।
এসব কিছুর বিনিময়ে আপনার নিকট একটা অনুরোধই রাখব- কেউ যদি বলে, থানায় জিডি করতে গেলে তো পুলিশকে খরচাপাতি দিতে হয়; মুখের উপর তাকে বলে দিবেন, পুলিশকে পয়সা তো দেওয়া লাগেই না, উল্টো এখন রাঙ্গুনিয়া ও রাউজানে জিডি করা যায় পুলিশেরই খরচে।
সেবা নিন পুলিশের। আস্থা রাখুন পুলিশে।
Md. Anwar Hossan (Shamim Anwar)
এএসপি ( রাঙ্গুনিয়া সার্কেল)।
চট্টগ্রাম জেলা পুলিশ।
দৈনিক বরিশাল ২৪

বিনা টাকায় জিডি করুন দেওয়া হবে চকলেট উপহার

রবিবার, নভেম্বর ২৯, ২০২০ ১২:৪০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: জনসাধারণকে পুলিশি সেবা দিতে প্রশাসনের কর্মকর্তারা একের পর এক ইতিবাচক মনোভাব অব্যহত রেখে চলেছন। লক্ষ্য পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাওয়া, ভ্রান্ত ধারণা কমে যাওয়া। করোনাকালে দেশের পুলিশ দারুণ এক মানবিক উদাহরণ সৃষ্টি করেছে। পুলিশের এমনই এক অফিসার এএসপি শামিম আনোয়ার।
চট্টগ্রাম জেলা পুলিশের এই কর্তা যোগদানের পর থেকেই মানবকল্যাণে একটার পর একটা পরিকল্পনা ও তার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
এবার তিনি থানায় জিডি প্রসঙ্গে ফেসবুকে বিনা খরচে জিডি ও চকলেট উপহার দিবেন বলে একটি স্টাটাস দিয়েছেন। নিচে তা তুলে ধরা হলো:
এখন থেকে জিডি করুন ‘আমাদের’ পয়সায়
আমার দায়িত্বাধীন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও রাউজান থানায় আমরা আমাদের নিজস্ব খরচে আপনার জন্য জিডির ফর্মের ব্যবস্থা করেছি।
ডিউটি অফিসারের কাছ থেকে বিনামূল্যে সেই ফর্ম সংগ্রহ করে পূরণ করার মাধ্যমে সহজেই আপনি জিডি করতে পারবেন। দয়া করে বাইরের কম্পিউটার দোকানে আপনার কষ্টার্জিত ৫০/১০০/৫০০ টাকা খরচ করে জিডির আবেদন লিখে আনবেন না।
শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা, নারী, সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধীদের ফর্ম পূরণ করে দিবেন ডিউটি অফিসার নিজেই। চা-নাস্তার খরচ চেয়ে আপনাকে কেউ হয়রানি তো করবেই না, উল্টো আপ্যায়ন হিসেবে আপনাকে দেওয়া হবে একটি চকলেট।
এসব কিছুর বিনিময়ে আপনার নিকট একটা অনুরোধই রাখব- কেউ যদি বলে, থানায় জিডি করতে গেলে তো পুলিশকে খরচাপাতি দিতে হয়; মুখের উপর তাকে বলে দিবেন, পুলিশকে পয়সা তো দেওয়া লাগেই না, উল্টো এখন রাঙ্গুনিয়া ও রাউজানে জিডি করা যায় পুলিশেরই খরচে।
সেবা নিন পুলিশের। আস্থা রাখুন পুলিশে।
Md. Anwar Hossan (Shamim Anwar)
এএসপি ( রাঙ্গুনিয়া সার্কেল)।
চট্টগ্রাম জেলা পুলিশ।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত