বর্ষসেরার তালিকায় তামিম-লিটন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বর্ষসেরার তালিকায় তামিম-লিটন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১১, ২০২০ ১২:০৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

বর্ষসেরার তালিকায় তামিম-লিটন

অনলাইন নিউজ: এ বছর করোনাভাইরাসের কারণে ক্রিকেট খেলা তেমন হয়নি। মাত্র তিন ওয়ানডে খেলেই বছরটা শেষ হয়েছে বাংলাদেশ দলের। যদিও টাইগারদের ওয়ানডের সংখ্যাও এ বছর কম ছিল। কিন্তু মাত্র তিন ওয়ানডে খেলেও ওয়ানডের বর্ষসেরার ব্যাটসম্যানদের তালিকায় নাম উঠল তামিম ইকবাল, লিটন দাসের।

মার্চে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স করেন তামিম ইকবাল আর লিটন দাস। দুজনই দুটি করে সেঞ্চুরি করেন। লিটন তো তামিমের রেকর্ড ভেঙে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও হয়ে গেছেন (১৭৬)।

লিটনের এই ১৭৬ রানই বছরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তারপরেই আছে তামিমের খেলা ১৫৮ রানের ইনিংসটি। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজে ৩১১ রান করেন লিটন, তামিম করেছিলেন তার চেয়ে ঠিক ১ রান কম। দুজনের গড় দেড়শ ছাড়ানো হলেও ৫ ব্যবধানে এগিয়ে লিটন দাস (১৫৫.৫০)। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন-তামিমের রেকর্ড গড়া ২৯২ রানের জুটি এ বছর ওয়ানডের সেরা জুটি হয়েছে।

২০২০ সালে সবচেয়ে বেশি ১৩টি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া। ৯টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও ভারত।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৩ ইনিংসে ৬৭৩ রান করে বর্ষসেরার তালিকায় সবার উপরে আছেন। পরের তিনজন সবাই অস্ট্রেলিয়ার- যথাক্রমে স্টিভ স্মিথ (৫৬৮), মারনাশ লাবুশেন (৪৭৩) ও ডেভিড ওয়ার্নারের (৪৬৫)।

পঞ্চম নম্বরে আছেন ভারতের লোকেশ রাহুল (৪৪৩)। ছয়ে বিরাট কোহলি (৪৩১)। লিটন ও তামিম যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে। তবে সবচেয়ে অবাক করা ৬ নম্বরের থাকা আরেকজনের নামটি। তিনি হলেন  ওমানের আকিব ইলিয়াস। যিনি এ বছর ৬ ওয়ানডেতে ১০০ গড়ে ৪০০ রান করেন।সূত্র:বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

বর্ষসেরার তালিকায় তামিম-লিটন

শুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০ ১২:০৩ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ: এ বছর করোনাভাইরাসের কারণে ক্রিকেট খেলা তেমন হয়নি। মাত্র তিন ওয়ানডে খেলেই বছরটা শেষ হয়েছে বাংলাদেশ দলের। যদিও টাইগারদের ওয়ানডের সংখ্যাও এ বছর কম ছিল। কিন্তু মাত্র তিন ওয়ানডে খেলেও ওয়ানডের বর্ষসেরার ব্যাটসম্যানদের তালিকায় নাম উঠল তামিম ইকবাল, লিটন দাসের।

মার্চে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স করেন তামিম ইকবাল আর লিটন দাস। দুজনই দুটি করে সেঞ্চুরি করেন। লিটন তো তামিমের রেকর্ড ভেঙে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও হয়ে গেছেন (১৭৬)।

লিটনের এই ১৭৬ রানই বছরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তারপরেই আছে তামিমের খেলা ১৫৮ রানের ইনিংসটি। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজে ৩১১ রান করেন লিটন, তামিম করেছিলেন তার চেয়ে ঠিক ১ রান কম। দুজনের গড় দেড়শ ছাড়ানো হলেও ৫ ব্যবধানে এগিয়ে লিটন দাস (১৫৫.৫০)। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন-তামিমের রেকর্ড গড়া ২৯২ রানের জুটি এ বছর ওয়ানডের সেরা জুটি হয়েছে।

২০২০ সালে সবচেয়ে বেশি ১৩টি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া। ৯টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও ভারত।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৩ ইনিংসে ৬৭৩ রান করে বর্ষসেরার তালিকায় সবার উপরে আছেন। পরের তিনজন সবাই অস্ট্রেলিয়ার- যথাক্রমে স্টিভ স্মিথ (৫৬৮), মারনাশ লাবুশেন (৪৭৩) ও ডেভিড ওয়ার্নারের (৪৬৫)।

পঞ্চম নম্বরে আছেন ভারতের লোকেশ রাহুল (৪৪৩)। ছয়ে বিরাট কোহলি (৪৩১)। লিটন ও তামিম যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে। তবে সবচেয়ে অবাক করা ৬ নম্বরের থাকা আরেকজনের নামটি। তিনি হলেন  ওমানের আকিব ইলিয়াস। যিনি এ বছর ৬ ওয়ানডেতে ১০০ গড়ে ৪০০ রান করেন।সূত্র:বিডি প্রতিদিন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ