যেভাবে পরিবারের মতেই ভালোবাসার মানুষকে বিয়ে করবেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যেভাবে পরিবারের মতেই ভালোবাসার মানুষকে বিয়ে করবেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ১৪, ২০২১ ১২:৩৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

যেভাবে পরিবারের মতেই ভালোবাসার মানুষকে বিয়ে করবেন

অনলাইন নিউজ: অনেক পরিবারেই বাবা-মা ভেবে থাকেন সন্তান না বুঝে প্রেম করেছে। কিন্তু তারা নিজেরাও খেয়াল রাখেন না যে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এদিকে সন্তানরা দীর্ঘদিন ধরে কারো সঙ্গে সম্পর্কে জড়িত। বাড়ি থেকে বিষয়টি জানে কিনা আপনি নিজেও জানেন না। কিন্তু আপনার তো বাড়িতে বিষয়টি অবহিত করা উচিত। কেননা, প্রিয় মানুষটির সঙ্গেই তো বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আপনি। সম্পর্কের মানুষটি যতোই ভালো পরিবারের বা সন্তান হোক না কেন পরিবার থেকে কিন্তু আপনার সম্পর্ক মেনে নিতে চাইবে না। এই ক্ষেত্রে পরিবারকে সন্তানেরই ভালো করে বুঝাতে হবে।

সম্পর্কের বিষয়ে স্পষ্ট করে জানানো : প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কের শুরু, সম্পর্ক কতদিনের এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথা বাড়িতে স্পষ্ট করে জানান। প্রয়োজনে বাড়িতে একদিন নিয়ে আসুন। সাবধানতা অবলম্বন করতে হবে, প্রথমদিনই বিয়ের বিষয়ে কথা বলা যাবে না।

প্রিয় মানুষটিকে পরিবারের অপছন্দের কারণ : আপনি নিজ থেকে জেনে, শুনে এবং বুঝে প্রেম করেছেন। তার পেশা বা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনি ভালো করে জানেন। এখন পরিবার থেকে কি প্রসঙ্গে আপত্তি তা স্পষ্ট জানুন। অপছন্দের কারণ সম্পর্কে জানতে পারলে সেই বিষয়ে নতুন করে দু’জন পরিকল্পনা করুন।

মা-বাবা’র মাইন্ডসেট : সকলের মা-বাবাই যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে তা কিন্তু নয়। এখনো অনেক মা-বাবাই আগের সময়ের মতো করে চিন্তা-ভাবনা করেন। এজন্য আপনার মা-বাবাকে আপনারই বুঝাতে হবে; দায়িত্বটাও আপনার। ভালোবাসার বিয়ে মানেই যে খারাপ বা ভুল সিদ্ধান্ত সে বিষয়ে যথেষ্ট গ্রহণযোগ্য যুক্তি দিয়ে বুঝান।

আপত্তির বিষয়ে নতুন পরিকল্পনা : প্রিয় মানুষটি সম্পর্কে পরিবার থেকে যেসব আপত্তি উঠে এসেছে তা নিয়ে ঠাণ্ডা মাথায় ভাবুন। আপত্তি উঠা বিষয়গুলো প্রিয় মানুষটিকে ভুলেও বলবেন না। এতে সে আঘাত পেতে পারে। তবে ওই সকল বিষয়ে আপনি সচেতন হয়ে প্রিয় মানুষটিকে নতুন করে তৈরি করা শুরু করুন। তাকে ভালো করে বুঝান। আপত্তির বিষয়গুলো কাটিয়ে উঠবে। প্রয়োজনে সময় নিয়ে এগিয়ে যেতে থাকুন।

প্রয়োজনে পুনরায় দেখা করা : প্রথম সাক্ষাতে পরিবার থেকে যেসব বিষয়ে আপত্তি উঠে এসেছে সেই সকল বিষয়ে কথা বলার পর আবারও চারজন একসঙ্গে বসুন। বাইরে কোনো রেস্তোরাঁ কিংবা কফিশপের থেকে বাড়িই সবচেয়ে ভালো জায়গা। যে সকল বিষয়ে এখনো আপত্তি তা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার প্রিয় মানুষটির পক্ষ থেকে যতটা বোঝানো সম্ভব বোঝাবেন।

ব্যর্থতায় সমালোচনা অবশ্যই না : যদি দেখেন কোনোভাবেই পরিবারকে মানাতে পারছেন না আপনি তাহলে এ নিয়ে কথা বলা বন্ধ করুন। পরিবার এবং প্রিয় মানুষকে সময় দিন। তবে অবশ্যই প্রিয় মানুষটিকে সমর্থন করতে হবে আপনার। তার ভালো বিষয়গুলো পরিবারে ইনডিরেক্টলি ফোকাস করতে থাকেন।  তাদের এটাও বলুন যে পরিবারের অমতে কাউকে বিয়ে করবেন না আপনি।সূত্র:আরটিভিনিউজ।

দৈনিক বরিশাল ২৪

যেভাবে পরিবারের মতেই ভালোবাসার মানুষকে বিয়ে করবেন

বৃহস্পতিবার, জানুয়ারি ১৪, ২০২১ ১২:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ: অনেক পরিবারেই বাবা-মা ভেবে থাকেন সন্তান না বুঝে প্রেম করেছে। কিন্তু তারা নিজেরাও খেয়াল রাখেন না যে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এদিকে সন্তানরা দীর্ঘদিন ধরে কারো সঙ্গে সম্পর্কে জড়িত। বাড়ি থেকে বিষয়টি জানে কিনা আপনি নিজেও জানেন না। কিন্তু আপনার তো বাড়িতে বিষয়টি অবহিত করা উচিত। কেননা, প্রিয় মানুষটির সঙ্গেই তো বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আপনি। সম্পর্কের মানুষটি যতোই ভালো পরিবারের বা সন্তান হোক না কেন পরিবার থেকে কিন্তু আপনার সম্পর্ক মেনে নিতে চাইবে না। এই ক্ষেত্রে পরিবারকে সন্তানেরই ভালো করে বুঝাতে হবে।

সম্পর্কের বিষয়ে স্পষ্ট করে জানানো : প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কের শুরু, সম্পর্ক কতদিনের এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথা বাড়িতে স্পষ্ট করে জানান। প্রয়োজনে বাড়িতে একদিন নিয়ে আসুন। সাবধানতা অবলম্বন করতে হবে, প্রথমদিনই বিয়ের বিষয়ে কথা বলা যাবে না।

প্রিয় মানুষটিকে পরিবারের অপছন্দের কারণ : আপনি নিজ থেকে জেনে, শুনে এবং বুঝে প্রেম করেছেন। তার পেশা বা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনি ভালো করে জানেন। এখন পরিবার থেকে কি প্রসঙ্গে আপত্তি তা স্পষ্ট জানুন। অপছন্দের কারণ সম্পর্কে জানতে পারলে সেই বিষয়ে নতুন করে দু’জন পরিকল্পনা করুন।

মা-বাবা’র মাইন্ডসেট : সকলের মা-বাবাই যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে তা কিন্তু নয়। এখনো অনেক মা-বাবাই আগের সময়ের মতো করে চিন্তা-ভাবনা করেন। এজন্য আপনার মা-বাবাকে আপনারই বুঝাতে হবে; দায়িত্বটাও আপনার। ভালোবাসার বিয়ে মানেই যে খারাপ বা ভুল সিদ্ধান্ত সে বিষয়ে যথেষ্ট গ্রহণযোগ্য যুক্তি দিয়ে বুঝান।

আপত্তির বিষয়ে নতুন পরিকল্পনা : প্রিয় মানুষটি সম্পর্কে পরিবার থেকে যেসব আপত্তি উঠে এসেছে তা নিয়ে ঠাণ্ডা মাথায় ভাবুন। আপত্তি উঠা বিষয়গুলো প্রিয় মানুষটিকে ভুলেও বলবেন না। এতে সে আঘাত পেতে পারে। তবে ওই সকল বিষয়ে আপনি সচেতন হয়ে প্রিয় মানুষটিকে নতুন করে তৈরি করা শুরু করুন। তাকে ভালো করে বুঝান। আপত্তির বিষয়গুলো কাটিয়ে উঠবে। প্রয়োজনে সময় নিয়ে এগিয়ে যেতে থাকুন।

প্রয়োজনে পুনরায় দেখা করা : প্রথম সাক্ষাতে পরিবার থেকে যেসব বিষয়ে আপত্তি উঠে এসেছে সেই সকল বিষয়ে কথা বলার পর আবারও চারজন একসঙ্গে বসুন। বাইরে কোনো রেস্তোরাঁ কিংবা কফিশপের থেকে বাড়িই সবচেয়ে ভালো জায়গা। যে সকল বিষয়ে এখনো আপত্তি তা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার প্রিয় মানুষটির পক্ষ থেকে যতটা বোঝানো সম্ভব বোঝাবেন।

ব্যর্থতায় সমালোচনা অবশ্যই না : যদি দেখেন কোনোভাবেই পরিবারকে মানাতে পারছেন না আপনি তাহলে এ নিয়ে কথা বলা বন্ধ করুন। পরিবার এবং প্রিয় মানুষকে সময় দিন। তবে অবশ্যই প্রিয় মানুষটিকে সমর্থন করতে হবে আপনার। তার ভালো বিষয়গুলো পরিবারে ইনডিরেক্টলি ফোকাস করতে থাকেন।  তাদের এটাও বলুন যে পরিবারের অমতে কাউকে বিয়ে করবেন না আপনি।সূত্র:আরটিভিনিউজ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত