তালতলী উপজেলায় চলছে বোরো ধান রোপণের মহা উৎসব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তালতলী উপজেলায় চলছে বোরো ধান রোপণের মহা উৎসব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২১, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

তালতলী উপজেলায় চলছে বোরো ধান রোপণের মহা উৎসব

হাফিজুর রহমান, তালতলী ( বরগুনা)  প্রতিনিধি: তালতলী উপজেলায় চলছে -বোরো ধান রোপণের মহা উৎসব । সকাল থেকে পড়ন্ত বিকাল পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মাঠে মাঠে।  দেখাগেছে, তালতলীর সওদাগর পাড়া সহ  সকল এলাকায় বোরো ধান রোপণের কাজ কোমর বেঁধেই করছেন কৃষকরা। তবে, শ্রমিক সংকট না থাকায় অনেকটাই স্বস্তিতে আছেন কৃষক ও গৃহস্থরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলা ব্যাপী হাইব্রিডসহ প্রায় (১৫০০ হেক্টর)জমিতে ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য উপজেলার চেয়ে শীত ও কুয়াশায় বীজতলার তেমন কোনো ক্ষতি হয়নি। কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করে আশেপাশের অঞ্চলে বোরো ধানের চারা সরবরাহ করতে পারবেন বলে জানাগেছে। চলতি মাসের মধ্যেই তালতলীর সকল  এলাকায় ধান রোপণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তালতলীর বড়বগী  ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের শাহাদাত হোসেন মাতুব্বর (৪০)  বলেন আমাদের জমি লবণাক্ত তাই আমাদের বোর ধানের প্রতি  আস্থা ছিল না কৃষি অফিসের সহায়তায় বিএডিসির সেচ প্রকল্প পেয়ে আমাদের জমিতে মিষ্টি পানি আনার ব্যবস্থা করেছে বিদায় আমাদের কোন জমি খালি পড়ে নেই এই প্রথম আমাদের এলাকায় বোরো ধানের আবাদ হচ্ছে আশা করছি ভালো ফলন হব।

মালিপাড়া গ্রামের হানিফ পিয়াদা  (৫৫), পাজরাভাঙ্গা গ্রামের জাহিদ হোসেন (৪০),  সোনাকাটা ইউনিয়নের বতি পাড়া গ্রামের আফজাল হোসেন (৫৫) শিকারীপাড়ার ছালেক মিয়া (৪৫)বলেন, আমাদের জমিতে আগেভাগেই আমরা -বোরো ধান রোপন করেছি। মাঠে আরো অনেকের জমিতে এখনো ধান রোপন কার্যক্রম চলছে। কোনো সমস্যা ছাড়াই এবছর বোরো আবাদ শুরু করেছি। শেষও হবে ভালোই ভালোই আশা করি।

বড়বগী ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা সজীব তালুকদার   বলেন, ধানই এই অঞ্চলের প্রধান ফসল। তাই আমরা সব সময় কৃষকের পাশে থেকে কৃষকদের জমি প্রস্তুতি থেকে শুরু করে আগাম পরামর্শ দিয়ে আসছি। আশা করছি চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেসি -বোরো ধান চাষ হবে।

এ ছাড়াও আমরা কৃষকদের অধিক ফলনশীল ধান চাষের প্রতি উদ্ধুদ্ধ করে আসছি। তাই এবার কৃষকরা আগের চেয়ে বেশি পরিমাণ জমিতে অধিক ফলনশীল জাতের বোরো ধান করছেন।

আশা করা হচ্ছে চলতি মাসের মধ্যেই তালতলী পুরো মাঠেই ধান রোপণের কাজ শেষ হয়ে যাবে।কৃষি অফিস থেকে ১ হাজার জনকে  ২কেজি করে হাইব্রিড জাতের ধান ও পূর্নবাসনে ৩ শত জনকে ১কেজি করে । তাতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় ৬ শত হেক্টর জমিতে বোর চাষ হবে

দৈনিক বরিশাল ২৪

তালতলী উপজেলায় চলছে বোরো ধান রোপণের মহা উৎসব

বৃহস্পতিবার, জানুয়ারি ২১, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ

হাফিজুর রহমান, তালতলী ( বরগুনা)  প্রতিনিধি: তালতলী উপজেলায় চলছে -বোরো ধান রোপণের মহা উৎসব । সকাল থেকে পড়ন্ত বিকাল পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মাঠে মাঠে।  দেখাগেছে, তালতলীর সওদাগর পাড়া সহ  সকল এলাকায় বোরো ধান রোপণের কাজ কোমর বেঁধেই করছেন কৃষকরা। তবে, শ্রমিক সংকট না থাকায় অনেকটাই স্বস্তিতে আছেন কৃষক ও গৃহস্থরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলা ব্যাপী হাইব্রিডসহ প্রায় (১৫০০ হেক্টর)জমিতে ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য উপজেলার চেয়ে শীত ও কুয়াশায় বীজতলার তেমন কোনো ক্ষতি হয়নি। কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করে আশেপাশের অঞ্চলে বোরো ধানের চারা সরবরাহ করতে পারবেন বলে জানাগেছে। চলতি মাসের মধ্যেই তালতলীর সকল  এলাকায় ধান রোপণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তালতলীর বড়বগী  ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের শাহাদাত হোসেন মাতুব্বর (৪০)  বলেন আমাদের জমি লবণাক্ত তাই আমাদের বোর ধানের প্রতি  আস্থা ছিল না কৃষি অফিসের সহায়তায় বিএডিসির সেচ প্রকল্প পেয়ে আমাদের জমিতে মিষ্টি পানি আনার ব্যবস্থা করেছে বিদায় আমাদের কোন জমি খালি পড়ে নেই এই প্রথম আমাদের এলাকায় বোরো ধানের আবাদ হচ্ছে আশা করছি ভালো ফলন হব।

মালিপাড়া গ্রামের হানিফ পিয়াদা  (৫৫), পাজরাভাঙ্গা গ্রামের জাহিদ হোসেন (৪০),  সোনাকাটা ইউনিয়নের বতি পাড়া গ্রামের আফজাল হোসেন (৫৫) শিকারীপাড়ার ছালেক মিয়া (৪৫)বলেন, আমাদের জমিতে আগেভাগেই আমরা -বোরো ধান রোপন করেছি। মাঠে আরো অনেকের জমিতে এখনো ধান রোপন কার্যক্রম চলছে। কোনো সমস্যা ছাড়াই এবছর বোরো আবাদ শুরু করেছি। শেষও হবে ভালোই ভালোই আশা করি।

বড়বগী ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা সজীব তালুকদার   বলেন, ধানই এই অঞ্চলের প্রধান ফসল। তাই আমরা সব সময় কৃষকের পাশে থেকে কৃষকদের জমি প্রস্তুতি থেকে শুরু করে আগাম পরামর্শ দিয়ে আসছি। আশা করছি চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেসি -বোরো ধান চাষ হবে।

এ ছাড়াও আমরা কৃষকদের অধিক ফলনশীল ধান চাষের প্রতি উদ্ধুদ্ধ করে আসছি। তাই এবার কৃষকরা আগের চেয়ে বেশি পরিমাণ জমিতে অধিক ফলনশীল জাতের বোরো ধান করছেন।

আশা করা হচ্ছে চলতি মাসের মধ্যেই তালতলী পুরো মাঠেই ধান রোপণের কাজ শেষ হয়ে যাবে।কৃষি অফিস থেকে ১ হাজার জনকে  ২কেজি করে হাইব্রিড জাতের ধান ও পূর্নবাসনে ৩ শত জনকে ১কেজি করে । তাতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় ৬ শত হেক্টর জমিতে বোর চাষ হবে

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত