ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৫ মন জাটকা ইলিশ ও ট্রলার আটক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৫ মন জাটকা ইলিশ ও ট্রলার আটক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৫, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৫ মন জাটকা ইলিশ ও ট্রলার আটক

 

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃভোলায় কোষ্টগার্ডের দু’দিনের বিশেষ অভিযানে লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ৪৫ মন ঝাটকা ইলিশ সহ ট্রলার আটকের সংবাদ পাওয়া গিয়াছে।

সুত্র জানায় জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খানের নেতৃত্বে আজ(২৫ জানুয়ারি )সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বুড়াগৌরাঙ্গ নদীর নজরুল নগর ইউনিয়নের কুরালিয়া সুলিজ ঘাটে অভিযান চালিয়ে ১টি কেরিন ট্রলারসহ ২৫ মন জাটকা ইলিশ মাছ আটক করা হয়েছে।

আটককৃত মাছ ও ট্রলার ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ২৫ মন জাটকা ইলিশ মাছ গুলো চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সামনে ১৫ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এসময় উপস্থিতিতে ট্রলারটি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন বিসিডি আউটপোস্ট লালমোহন জোনাল কমান্ডার
মোঃ মাহিদুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবদাল কুদ্দুছ এর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ২০ মন ঝাঁটকা আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাতে এ অভিযান চালান কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর ।আজ এসব ঝাঁটকা লালমোহন পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড জোনাল কমান্ডার মাহিদুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ জানান, সরকার নিষিদ্ধ করা সত্ত্বেও কিছু অসাধু জেলে নদীতে গিয়ে অবৈধভাবে ঝাঁটকা ধরছে। খবর পেয়ে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ প্রায় ২০ মণ ঝাঁটকা ইলিশ আটক করলে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এর নির্দেশে লালমোহন উপজেলা ও পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইলিশ মাছ বিতরণ করে দেওয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৫ মন জাটকা ইলিশ ও ট্রলার আটক

সোমবার, জানুয়ারি ২৫, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ

 

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃভোলায় কোষ্টগার্ডের দু’দিনের বিশেষ অভিযানে লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ৪৫ মন ঝাটকা ইলিশ সহ ট্রলার আটকের সংবাদ পাওয়া গিয়াছে।

সুত্র জানায় জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খানের নেতৃত্বে আজ(২৫ জানুয়ারি )সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বুড়াগৌরাঙ্গ নদীর নজরুল নগর ইউনিয়নের কুরালিয়া সুলিজ ঘাটে অভিযান চালিয়ে ১টি কেরিন ট্রলারসহ ২৫ মন জাটকা ইলিশ মাছ আটক করা হয়েছে।

আটককৃত মাছ ও ট্রলার ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ২৫ মন জাটকা ইলিশ মাছ গুলো চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সামনে ১৫ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এসময় উপস্থিতিতে ট্রলারটি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন বিসিডি আউটপোস্ট লালমোহন জোনাল কমান্ডার
মোঃ মাহিদুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবদাল কুদ্দুছ এর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ২০ মন ঝাঁটকা আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাতে এ অভিযান চালান কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর ।আজ এসব ঝাঁটকা লালমোহন পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড জোনাল কমান্ডার মাহিদুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ জানান, সরকার নিষিদ্ধ করা সত্ত্বেও কিছু অসাধু জেলে নদীতে গিয়ে অবৈধভাবে ঝাঁটকা ধরছে। খবর পেয়ে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ প্রায় ২০ মণ ঝাঁটকা ইলিশ আটক করলে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এর নির্দেশে লালমোহন উপজেলা ও পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইলিশ মাছ বিতরণ করে দেওয়া হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত