কপোতাক্ষ ব্রিজটি এখন এলাকাবাসির গলার কাঁটা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কপোতাক্ষ ব্রিজটি এখন এলাকাবাসির গলার কাঁটা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৬, ২০২১ ১১:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

কপোতাক্ষ ব্রিজটি এখন এলাকাবাসির গলার কাঁটা

ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষের উপর নির্মিত নতুন ব্রিজটি এলাকাবাসির গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতে ব্রিজের গার্ডারের নিচের অংশ পানি ছুঁই ছুঁই অবস্থা। ভরা মৌসুম পানির স্বাভাবিক চলাচলে তৈরি হবে প্রতিবন্ধকতা ফলে গতিপথ পরিবর্তন হয়ে ক্ষতিগ্রস্ত হবে দু’পাড়ের ঘরবাড়ী ও ফসলি জমি। নদীপথে নৌকা চলাচল সম্পুর্ন ভাবে হয়ে যাবে বন্ধ। যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কপোতাক্ষ নদীর উপর বছর দেড়েক আগে পুরাতন ব্রিজটির পাশে শুরু হয় ৬ লেনের জন্য দুইটি ব্রিজ নির্মাণের কাজ। মাসখানেক আগে একটি ব্রিজ নির্মাণ শেষ হলে তা চলাচলের জন্য খুলে দেয়া হয়। সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন প্রতিটি ব্রিজ ১২০ মিটার লম্বা ও ১৫ মিটার চওড়া।

দুইটি করে পায়ার বা পিলার ও এবাটমেন্ট ওয়াল এবং ২১টি গার্ডার বা বিম দেয়া হয়েছে। জাইকার অর্থায়নে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো এবং ডেনকো ব্রিজ দুইটি নির্মাণ করছে। কিন্তু নির্মাণ কাজ শেষ হবার পর ব্রিজটি দেখে হতাশ এবং ক্ষুব্ধা এলাকাবাসী। ভরা মৌসুমেও পুরাতন ব্রিজের নিচ অংশ কখনো নদীর পানি স্পর্শ করতে পারেনি। বড়বড় বজরা নৌকা চলেছে ব্যস্ত এই নদীপথে। অথচ সামান্য বৃষ্টিতে নির্মাণাধীন নতুন ব্রিজের নিচের অংশ বা তলোদেশ পানি ছুঁতে চলেছে। এলাকাবাসীর আশংকা ভরা মৌসুমে নির্মিত এ ব্রিজের নীচ দিয়ে কপোতাক্ষ নদে কোনো নৌকা তো দূরের কথা একটি ডুঙ্গা কিংবা কলাগাছের তৈরি ভেলাও চলাচল করতে পারবে না।

এ ব্যাপারে ঝিকরগাছা বাজারের ব্যবসায়ি আঃ কাদের জানান, নতুন ব্রিজটি অনেক নীচু করে নির্মান করায় আমরা আশাহত। ব্রিজের কারণে নদী তার নব্যতা আরো হারাবে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাবে,এতে নদীপাড়ের ঘরবাড়ি এবং ফসলি জমি মারাত্বক ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু জানান, বন্যা বা প্রবল বর্ষায় ব্রিজের নীচ দিয়ে কোনো কিছু চলাচল করতে পারবে না। ব্রিজের গার্ডারের উচ্চতা কম করায় এমন হয়েছে। নদীর গতিপথ ঠিক রাখতে এবং নৌকা চলাচল স্বাভাবিক রাখতে হলে নদী পুনঃখনন করা ছাড়া কোন বিকল্প আপাতত নেই।

দৈনিক বরিশাল ২৪

কপোতাক্ষ ব্রিজটি এখন এলাকাবাসির গলার কাঁটা

সোমবার, জুলাই ২৬, ২০২১ ১১:০৩ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ২৬, ২০২১ ১১:০৪ অপরাহ্ণ

ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষের উপর নির্মিত নতুন ব্রিজটি এলাকাবাসির গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতে ব্রিজের গার্ডারের নিচের অংশ পানি ছুঁই ছুঁই অবস্থা। ভরা মৌসুম পানির স্বাভাবিক চলাচলে তৈরি হবে প্রতিবন্ধকতা ফলে গতিপথ পরিবর্তন হয়ে ক্ষতিগ্রস্ত হবে দু’পাড়ের ঘরবাড়ী ও ফসলি জমি। নদীপথে নৌকা চলাচল সম্পুর্ন ভাবে হয়ে যাবে বন্ধ। যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কপোতাক্ষ নদীর উপর বছর দেড়েক আগে পুরাতন ব্রিজটির পাশে শুরু হয় ৬ লেনের জন্য দুইটি ব্রিজ নির্মাণের কাজ। মাসখানেক আগে একটি ব্রিজ নির্মাণ শেষ হলে তা চলাচলের জন্য খুলে দেয়া হয়। সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন প্রতিটি ব্রিজ ১২০ মিটার লম্বা ও ১৫ মিটার চওড়া।

দুইটি করে পায়ার বা পিলার ও এবাটমেন্ট ওয়াল এবং ২১টি গার্ডার বা বিম দেয়া হয়েছে। জাইকার অর্থায়নে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো এবং ডেনকো ব্রিজ দুইটি নির্মাণ করছে। কিন্তু নির্মাণ কাজ শেষ হবার পর ব্রিজটি দেখে হতাশ এবং ক্ষুব্ধা এলাকাবাসী। ভরা মৌসুমেও পুরাতন ব্রিজের নিচ অংশ কখনো নদীর পানি স্পর্শ করতে পারেনি। বড়বড় বজরা নৌকা চলেছে ব্যস্ত এই নদীপথে। অথচ সামান্য বৃষ্টিতে নির্মাণাধীন নতুন ব্রিজের নিচের অংশ বা তলোদেশ পানি ছুঁতে চলেছে। এলাকাবাসীর আশংকা ভরা মৌসুমে নির্মিত এ ব্রিজের নীচ দিয়ে কপোতাক্ষ নদে কোনো নৌকা তো দূরের কথা একটি ডুঙ্গা কিংবা কলাগাছের তৈরি ভেলাও চলাচল করতে পারবে না।

এ ব্যাপারে ঝিকরগাছা বাজারের ব্যবসায়ি আঃ কাদের জানান, নতুন ব্রিজটি অনেক নীচু করে নির্মান করায় আমরা আশাহত। ব্রিজের কারণে নদী তার নব্যতা আরো হারাবে। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাবে,এতে নদীপাড়ের ঘরবাড়ি এবং ফসলি জমি মারাত্বক ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু জানান, বন্যা বা প্রবল বর্ষায় ব্রিজের নীচ দিয়ে কোনো কিছু চলাচল করতে পারবে না। ব্রিজের গার্ডারের উচ্চতা কম করায় এমন হয়েছে। নদীর গতিপথ ঠিক রাখতে এবং নৌকা চলাচল স্বাভাবিক রাখতে হলে নদী পুনঃখনন করা ছাড়া কোন বিকল্প আপাতত নেই।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত