বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নামে যুবদল নেতার ভবনে নামফলক সাঁটিয়ে অর্থ লোপাট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নামে যুবদল নেতার ভবনে নামফলক সাঁটিয়ে অর্থ লোপাট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
A- A A+ Print

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নামে যুবদল নেতার ভবনে নামফলক সাঁটিয়ে অর্থ লোপাট

শামীম আহমেদ:: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও অনুশীলণ সাংস্কৃতিকসোসাইটির নামে যুবদল নেতার ভবনে নামফলক সাঁটিয়ে লাখ টাকার বরাদ্দলুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশাল জেলার বানারীপাড়াউপজেলা সদরের।

সোমবার সকালে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল জেলা পরিষদথেকে ২০১৬-১৭ অর্থবছরে সংগঠনের নামে লাখ টাকা বরাদ্দ করা হয়।পরবর্তীতে ওই বরাদ্দের টাকা লুট করতে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও পৌরছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকিরের মালিকানাধীনভবনের দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া কক্ষের দরজার নিচের অংশে নামফলকসাঁটিয়ে প্রকল্পের পুরো টাকা লোপাট করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, নাম ফলকটি এমনভাবে সাঁটানো হয়েছে যাতেকারও সহজে নজর না পরে। প্রকল্পের টাকা তুলতে কাজ সম্পন্ন শেষে নামফলকেরছবি তুলে জেলা পরিষদে জমা দিতে হওয়ার প্রয়োজনে নামফলকটি সাঁটানোহয়েছে।

যুবদল নেতার মালিকানাধীন ভবনে কক্ষের দরজার নিচে বঙ্গবন্ধু সাংস্কৃতিকজোটের নামে নেওয়া লাখ টাকার বরাদ্দ লোপাট করতে নামফলকটি সাঁটানোনিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নাম ফলকে প্রকল্প সভাপতিহিসেবে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ওউপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলুর নামরয়েছে। রবিবার রাতে এমন একটি পোষ্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ ব্যাপারে ওই প্রকল্পের সভাপতি উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরসাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিনআহমদ কিসলু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনউপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও বাদ্যযন্ত্র ক্রয়ে জেলা পরিষদের বরাদ্দের ওই টাকাতখন ব্যয় করা হয়েছিল।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, সাঁটানো নামফলকেরসাথে বাদ্যযন্ত্র ক্রয়ের বক্তব্যের কোন মিল নেই।বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান সভাপতিওয়াহীদুজ্জামান দুলাল বলেন, প্রকল্পের টাকা প্রকল্পের কাজেই ব্যয় করতে হয়,অন্যকোন খাতে ব্যয় করার সুযোগ নেই। বরিশাল জেলা পরিষদের প্রধাননির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ শহীদুল ইসলাম বলেন,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অপরদিকে বিষয়টি তদন্ত করে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও বানারীপাড়াউপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রকল্পের ওই সভাপতির বিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরকেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও সাংগঠনিক সম্পাদক সুজনহালদার।

দৈনিক বরিশাল ২৪

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নামে যুবদল নেতার ভবনে নামফলক সাঁটিয়ে অর্থ লোপাট

সোমবার, আগস্ট ২, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ | আপডেটঃ আগস্ট ০২, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ

শামীম আহমেদ:: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও অনুশীলণ সাংস্কৃতিকসোসাইটির নামে যুবদল নেতার ভবনে নামফলক সাঁটিয়ে লাখ টাকার বরাদ্দলুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশাল জেলার বানারীপাড়াউপজেলা সদরের।

সোমবার সকালে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল জেলা পরিষদথেকে ২০১৬-১৭ অর্থবছরে সংগঠনের নামে লাখ টাকা বরাদ্দ করা হয়।পরবর্তীতে ওই বরাদ্দের টাকা লুট করতে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও পৌরছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকিরের মালিকানাধীনভবনের দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া কক্ষের দরজার নিচের অংশে নামফলকসাঁটিয়ে প্রকল্পের পুরো টাকা লোপাট করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, নাম ফলকটি এমনভাবে সাঁটানো হয়েছে যাতেকারও সহজে নজর না পরে। প্রকল্পের টাকা তুলতে কাজ সম্পন্ন শেষে নামফলকেরছবি তুলে জেলা পরিষদে জমা দিতে হওয়ার প্রয়োজনে নামফলকটি সাঁটানোহয়েছে।

যুবদল নেতার মালিকানাধীন ভবনে কক্ষের দরজার নিচে বঙ্গবন্ধু সাংস্কৃতিকজোটের নামে নেওয়া লাখ টাকার বরাদ্দ লোপাট করতে নামফলকটি সাঁটানোনিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নাম ফলকে প্রকল্প সভাপতিহিসেবে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ওউপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলুর নামরয়েছে। রবিবার রাতে এমন একটি পোষ্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ ব্যাপারে ওই প্রকল্পের সভাপতি উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরসাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিনআহমদ কিসলু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনউপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও বাদ্যযন্ত্র ক্রয়ে জেলা পরিষদের বরাদ্দের ওই টাকাতখন ব্যয় করা হয়েছিল।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, সাঁটানো নামফলকেরসাথে বাদ্যযন্ত্র ক্রয়ের বক্তব্যের কোন মিল নেই।বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান সভাপতিওয়াহীদুজ্জামান দুলাল বলেন, প্রকল্পের টাকা প্রকল্পের কাজেই ব্যয় করতে হয়,অন্যকোন খাতে ব্যয় করার সুযোগ নেই। বরিশাল জেলা পরিষদের প্রধাননির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ শহীদুল ইসলাম বলেন,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অপরদিকে বিষয়টি তদন্ত করে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও বানারীপাড়াউপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রকল্পের ওই সভাপতির বিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরকেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও সাংগঠনিক সম্পাদক সুজনহালদার।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত