আমদানি-রপ্তানি কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনার অনুরোধ জানালেন সুজন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমদানি-রপ্তানি কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনার অনুরোধ জানালেন সুজন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৩, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

আমদানি-রপ্তানি কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনার অনুরোধ জানালেন সুজন

নিজস্ব প্রতিনিধিঃদেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।  বুধবার (২২ সেপ্টেম্বর ২০২১ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান।

এসময় তিনি বলেন হঠাৎ করেই পণ্য পরিবহনে ধর্মঘটের ফলে অচলাবস্থা শুরু হয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে। এতে করে উদ্বেগ সৃষ্টি হয় আমদানি-রপ্তানিকারক, শিপিং এজেন্ট, অফডক ডিপোসহ বন্দর ব্যবহারকারীদের মাঝে। পৃথিবীর কোন দেশে দাবী আদায়ে ধর্মঘটের নজির না থাকলেও বাংলাদেশে হরহামেশাই ধর্মঘট করে দাবী আদায় করা হয়।

বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে দুইদিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করায় পরিবহন সংশ্লিষ্ট মালিক শ্রমিকসহ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সুজন। তবে দুইদিন ধরে চলা ধর্মঘটে দেশের যে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে সে দায় কে বহন করবে সে প্রশ্ন রয়েই যায়।

তিনি আরো বলেন ধর্মঘট আহ্বানকারীদের কোন যৌক্তিক দাবী থাকতে পারে তবে তার সমাধান হতে হবে অবশ্যই আলোচনার মাধ্যমে। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় কিংবা পক্ষকে অনুরোধ জানাবো যাতে আলোচনার মাধ্যমে সবসময় সংশ্লিষ্ট দাবীগুলো সমাধান করা হয়। তিনি বলেন করোনাকালীন সময়ে অনেক অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় দেশ অর্থনীতির সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এ সাফল্য সারা দেশবাসীর।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের নানামূখী পদক্ষেপের ফলে করোনাকালীন সময়েও দেশের আমদানি-রপ্তানি সচল রেখেছে সরকার। যার ফলে বৈশ্বিক মন্দা আমাদের দেশকে গ্রাস করতে পারেনি। তাছাড়া পরিবহন শ্রমিকদেরও নানারকম সুযোগ সুবিধা দিয়ে সরকার সবসময় তাদেরকে উৎসাহিত করেছে।

করোনা মহামারী দেশের অর্থনীতির যতটুকু ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে এখন আমাদের সকলেরই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। শ্রমিকদেরও যৌক্তিক দাবী থাকতে পারে তবে তা কোনভাবেই কাউকে জিম্মি করে নয়। আমাদের মনে রাখতে হবে এ দেশ আমাদের সকলের। বাংলাদেশ এখন উন্নয়শীল দেশের কাতারে।

এ অবস্থায় হঠাৎ করে ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক নয়। দেশের অর্থনৈতিক অগ্রগতি মানেই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়া। বন্দর কর্তৃপক্ষ করোনাকালীন সময়েও সকলের সহযোগিতায় অপারেশনাল কার্যক্রম চালু রেখে বর্তমানে জাহাজ জট শুন্যের কোটায় নিয়ে এসেছে।

কার্যক্রম চালু রাখতে গিয়ে বন্দর পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন আবার অনেকেই মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের প্রতি রইলো আমাদের সহমর্মিতা। যখন তখন পরিবহন ধর্মঘটের কারণে পূণরায় জাহাজ জট সৃষ্টি হতে পারে। আর সময়মতো আমদানি পণ্য খালাস করতে না পারলে বাজারে এর ব্যাপক প্রভাব পড়বে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দামও এর ফলে বৃদ্ধি পেতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি। অন্যদিকে রপ্তানি পণ্য যদি সঠিকসময়ে জাহাজীকরণ করা না যায় তাহলে বিদেশী ক্রেতাদের কাছে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হতে পারে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে যে কোন বিষয় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য পরিবহণ সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

এছাড়া দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র, নৌ-পরিবহন, বাণিজ্য মন্ত্রণালয়, বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি যৌথ সেল গঠন করার অনুরোধ জানান খোরশেদ আলম সুজন।

দৈনিক বরিশাল ২৪

আমদানি-রপ্তানি কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনার অনুরোধ জানালেন সুজন

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃদেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।  বুধবার (২২ সেপ্টেম্বর ২০২১ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান।

এসময় তিনি বলেন হঠাৎ করেই পণ্য পরিবহনে ধর্মঘটের ফলে অচলাবস্থা শুরু হয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে। এতে করে উদ্বেগ সৃষ্টি হয় আমদানি-রপ্তানিকারক, শিপিং এজেন্ট, অফডক ডিপোসহ বন্দর ব্যবহারকারীদের মাঝে। পৃথিবীর কোন দেশে দাবী আদায়ে ধর্মঘটের নজির না থাকলেও বাংলাদেশে হরহামেশাই ধর্মঘট করে দাবী আদায় করা হয়।

বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে দুইদিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করায় পরিবহন সংশ্লিষ্ট মালিক শ্রমিকসহ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সুজন। তবে দুইদিন ধরে চলা ধর্মঘটে দেশের যে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে সে দায় কে বহন করবে সে প্রশ্ন রয়েই যায়।

তিনি আরো বলেন ধর্মঘট আহ্বানকারীদের কোন যৌক্তিক দাবী থাকতে পারে তবে তার সমাধান হতে হবে অবশ্যই আলোচনার মাধ্যমে। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় কিংবা পক্ষকে অনুরোধ জানাবো যাতে আলোচনার মাধ্যমে সবসময় সংশ্লিষ্ট দাবীগুলো সমাধান করা হয়। তিনি বলেন করোনাকালীন সময়ে অনেক অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় দেশ অর্থনীতির সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এ সাফল্য সারা দেশবাসীর।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের নানামূখী পদক্ষেপের ফলে করোনাকালীন সময়েও দেশের আমদানি-রপ্তানি সচল রেখেছে সরকার। যার ফলে বৈশ্বিক মন্দা আমাদের দেশকে গ্রাস করতে পারেনি। তাছাড়া পরিবহন শ্রমিকদেরও নানারকম সুযোগ সুবিধা দিয়ে সরকার সবসময় তাদেরকে উৎসাহিত করেছে।

করোনা মহামারী দেশের অর্থনীতির যতটুকু ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে এখন আমাদের সকলেরই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। শ্রমিকদেরও যৌক্তিক দাবী থাকতে পারে তবে তা কোনভাবেই কাউকে জিম্মি করে নয়। আমাদের মনে রাখতে হবে এ দেশ আমাদের সকলের। বাংলাদেশ এখন উন্নয়শীল দেশের কাতারে।

এ অবস্থায় হঠাৎ করে ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক নয়। দেশের অর্থনৈতিক অগ্রগতি মানেই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়া। বন্দর কর্তৃপক্ষ করোনাকালীন সময়েও সকলের সহযোগিতায় অপারেশনাল কার্যক্রম চালু রেখে বর্তমানে জাহাজ জট শুন্যের কোটায় নিয়ে এসেছে।

কার্যক্রম চালু রাখতে গিয়ে বন্দর পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন আবার অনেকেই মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের প্রতি রইলো আমাদের সহমর্মিতা। যখন তখন পরিবহন ধর্মঘটের কারণে পূণরায় জাহাজ জট সৃষ্টি হতে পারে। আর সময়মতো আমদানি পণ্য খালাস করতে না পারলে বাজারে এর ব্যাপক প্রভাব পড়বে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দামও এর ফলে বৃদ্ধি পেতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি। অন্যদিকে রপ্তানি পণ্য যদি সঠিকসময়ে জাহাজীকরণ করা না যায় তাহলে বিদেশী ক্রেতাদের কাছে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হতে পারে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে যে কোন বিষয় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য পরিবহণ সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

এছাড়া দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র, নৌ-পরিবহন, বাণিজ্য মন্ত্রণালয়, বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি যৌথ সেল গঠন করার অনুরোধ জানান খোরশেদ আলম সুজন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত