বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ১৯, ২০২৩ ১:৪৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ

সোহেল আহমেদঃ সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচন। বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় অনেকেই মনেকরেছিলেন ঢিলেঢালা ভাবে একতরফা নির্বাচনের দিকে যাবে বরিশাল। সময়ের ব্যবধানে আওয়ামী লীগের মনোনয়ন চমক আর সংসদের বিরোধী দল জাপা চেয়ারম্যান এর বরিশালে আগমনে নির্বাচনী আমেজ নিয়ে সাধারণ মানুষের সে শঙ্কা কেটে গেছে। প্রার্থীরাও দারুণ কৌশলে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। আর নির্বাচনী প্রচারকাজে ভোটারদের কাছে বাড়তি উৎসাহ যোগাচ্ছেন দুই মেয়রপ্রাঁ্থী জাপার প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর সহধর্মিণী ইসমত আরা ইকবাল ও আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)  এর লুনা আবদুল্লাহ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম একসাথে দুই মেয়র প্রার্থীর পক্ষে তাঁদের স্ত্রীরা মাঠে নেমেছেন।

সূত্র জানায়, সিটি নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে জাপার মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর স্ত্রী সেচ্ছাসেবী সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি কতৃক রত্ন গর্ভা মায়ের সম্মাননা প্রাপ্ত ইসমত আরা ইকবাল নগরের বিভিন্ন এলাকায় ব্যপক গণোসংযোগ চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক থেকে শুরু করে পথে পথে সাধারণ মানুষের কাছে স্বামী ইকবাল হোসেন তাপস এর নানা ধরনের সামজিক কাজগুলো তুলে ধরে মেয়র নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানাচ্ছেন। ইকবাল হোসেন তাপস শিল্পবান্ধব মানুষ, তিনি চট্টগ্রাম ইপিজেড ও ঢাকার বিভিন্ন শিল্পকারখানায় বরিশালের বহু মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন, মেয়র হলে নগরবাসী একটি উৎপাদনমুখী পরিচ্ছন্ন শহর পাবে এরকম নানা বিষয় তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ইসমত আরা ইকবাল।

ইসমত আরা ইকবাল গতো সিটি করপোরেশন নির্বাচনেও স্বামী ইকবাল হোসেন তাপস এর জন্য প্রচারণায় নেমেছিলেন। সে হিসেবে নগরবাসীর কাছে তিনি অনেকটা জনপ্রিয়।

অপরদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবাত) এবার নতুন মেয়র প্রার্থী হওয়ায় তাঁর স্ত্রী লুনা আবদুল্লাহও সম্পূর্ণ নতুন। ভোটারদের দ্বারে দ্বারে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় সহ নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করছেন বলে জানা গেছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ

শুক্রবার, মে ১৯, ২০২৩ ১:৪৮ পূর্বাহ্ণ | আপডেটঃ মে ১৯, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ

সোহেল আহমেদঃ সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচন। বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় অনেকেই মনেকরেছিলেন ঢিলেঢালা ভাবে একতরফা নির্বাচনের দিকে যাবে বরিশাল। সময়ের ব্যবধানে আওয়ামী লীগের মনোনয়ন চমক আর সংসদের বিরোধী দল জাপা চেয়ারম্যান এর বরিশালে আগমনে নির্বাচনী আমেজ নিয়ে সাধারণ মানুষের সে শঙ্কা কেটে গেছে। প্রার্থীরাও দারুণ কৌশলে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। আর নির্বাচনী প্রচারকাজে ভোটারদের কাছে বাড়তি উৎসাহ যোগাচ্ছেন দুই মেয়রপ্রাঁ্থী জাপার প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর সহধর্মিণী ইসমত আরা ইকবাল ও আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)  এর লুনা আবদুল্লাহ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম একসাথে দুই মেয়র প্রার্থীর পক্ষে তাঁদের স্ত্রীরা মাঠে নেমেছেন।

সূত্র জানায়, সিটি নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে জাপার মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর স্ত্রী সেচ্ছাসেবী সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি কতৃক রত্ন গর্ভা মায়ের সম্মাননা প্রাপ্ত ইসমত আরা ইকবাল নগরের বিভিন্ন এলাকায় ব্যপক গণোসংযোগ চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক থেকে শুরু করে পথে পথে সাধারণ মানুষের কাছে স্বামী ইকবাল হোসেন তাপস এর নানা ধরনের সামজিক কাজগুলো তুলে ধরে মেয়র নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানাচ্ছেন। ইকবাল হোসেন তাপস শিল্পবান্ধব মানুষ, তিনি চট্টগ্রাম ইপিজেড ও ঢাকার বিভিন্ন শিল্পকারখানায় বরিশালের বহু মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন, মেয়র হলে নগরবাসী একটি উৎপাদনমুখী পরিচ্ছন্ন শহর পাবে এরকম নানা বিষয় তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ইসমত আরা ইকবাল।

ইসমত আরা ইকবাল গতো সিটি করপোরেশন নির্বাচনেও স্বামী ইকবাল হোসেন তাপস এর জন্য প্রচারণায় নেমেছিলেন। সে হিসেবে নগরবাসীর কাছে তিনি অনেকটা জনপ্রিয়।

অপরদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবাত) এবার নতুন মেয়র প্রার্থী হওয়ায় তাঁর স্ত্রী লুনা আবদুল্লাহও সম্পূর্ণ নতুন। ভোটারদের দ্বারে দ্বারে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় সহ নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করছেন বলে জানা গেছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত