বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ১৯, ২০২৩ ১:৪৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ

সোহেল আহমেদঃ সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচন। বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় অনেকেই মনেকরেছিলেন ঢিলেঢালা ভাবে একতরফা নির্বাচনের দিকে যাবে বরিশাল। সময়ের ব্যবধানে আওয়ামী লীগের মনোনয়ন চমক আর সংসদের বিরোধী দল জাপা চেয়ারম্যান এর বরিশালে আগমনে নির্বাচনী আমেজ নিয়ে সাধারণ মানুষের সে শঙ্কা কেটে গেছে। প্রার্থীরাও দারুণ কৌশলে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। আর নির্বাচনী প্রচারকাজে ভোটারদের কাছে বাড়তি উৎসাহ যোগাচ্ছেন দুই মেয়রপ্রাঁ্থী জাপার প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর সহধর্মিণী ইসমত আরা ইকবাল ও আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)  এর লুনা আবদুল্লাহ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম একসাথে দুই মেয়র প্রার্থীর পক্ষে তাঁদের স্ত্রীরা মাঠে নেমেছেন।

সূত্র জানায়, সিটি নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে জাপার মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর স্ত্রী সেচ্ছাসেবী সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি কতৃক রত্ন গর্ভা মায়ের সম্মাননা প্রাপ্ত ইসমত আরা ইকবাল নগরের বিভিন্ন এলাকায় ব্যপক গণোসংযোগ চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক থেকে শুরু করে পথে পথে সাধারণ মানুষের কাছে স্বামী ইকবাল হোসেন তাপস এর নানা ধরনের সামজিক কাজগুলো তুলে ধরে মেয়র নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানাচ্ছেন। ইকবাল হোসেন তাপস শিল্পবান্ধব মানুষ, তিনি চট্টগ্রাম ইপিজেড ও ঢাকার বিভিন্ন শিল্পকারখানায় বরিশালের বহু মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন, মেয়র হলে নগরবাসী একটি উৎপাদনমুখী পরিচ্ছন্ন শহর পাবে এরকম নানা বিষয় তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ইসমত আরা ইকবাল।

ইসমত আরা ইকবাল গতো সিটি করপোরেশন নির্বাচনেও স্বামী ইকবাল হোসেন তাপস এর জন্য প্রচারণায় নেমেছিলেন। সে হিসেবে নগরবাসীর কাছে তিনি অনেকটা জনপ্রিয়।

অপরদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবাত) এবার নতুন মেয়র প্রার্থী হওয়ায় তাঁর স্ত্রী লুনা আবদুল্লাহও সম্পূর্ণ নতুন। ভোটারদের দ্বারে দ্বারে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় সহ নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করছেন বলে জানা গেছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ

শুক্রবার, মে ১৯, ২০২৩ ১:৪৮ পূর্বাহ্ণ | আপডেটঃ মে ১৯, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ

সোহেল আহমেদঃ সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচন। বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় অনেকেই মনেকরেছিলেন ঢিলেঢালা ভাবে একতরফা নির্বাচনের দিকে যাবে বরিশাল। সময়ের ব্যবধানে আওয়ামী লীগের মনোনয়ন চমক আর সংসদের বিরোধী দল জাপা চেয়ারম্যান এর বরিশালে আগমনে নির্বাচনী আমেজ নিয়ে সাধারণ মানুষের সে শঙ্কা কেটে গেছে। প্রার্থীরাও দারুণ কৌশলে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। আর নির্বাচনী প্রচারকাজে ভোটারদের কাছে বাড়তি উৎসাহ যোগাচ্ছেন দুই মেয়রপ্রাঁ্থী জাপার প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর সহধর্মিণী ইসমত আরা ইকবাল ও আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)  এর লুনা আবদুল্লাহ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম একসাথে দুই মেয়র প্রার্থীর পক্ষে তাঁদের স্ত্রীরা মাঠে নেমেছেন।

সূত্র জানায়, সিটি নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে জাপার মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর স্ত্রী সেচ্ছাসেবী সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি কতৃক রত্ন গর্ভা মায়ের সম্মাননা প্রাপ্ত ইসমত আরা ইকবাল নগরের বিভিন্ন এলাকায় ব্যপক গণোসংযোগ চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক থেকে শুরু করে পথে পথে সাধারণ মানুষের কাছে স্বামী ইকবাল হোসেন তাপস এর নানা ধরনের সামজিক কাজগুলো তুলে ধরে মেয়র নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানাচ্ছেন। ইকবাল হোসেন তাপস শিল্পবান্ধব মানুষ, তিনি চট্টগ্রাম ইপিজেড ও ঢাকার বিভিন্ন শিল্পকারখানায় বরিশালের বহু মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন, মেয়র হলে নগরবাসী একটি উৎপাদনমুখী পরিচ্ছন্ন শহর পাবে এরকম নানা বিষয় তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ইসমত আরা ইকবাল।

ইসমত আরা ইকবাল গতো সিটি করপোরেশন নির্বাচনেও স্বামী ইকবাল হোসেন তাপস এর জন্য প্রচারণায় নেমেছিলেন। সে হিসেবে নগরবাসীর কাছে তিনি অনেকটা জনপ্রিয়।

অপরদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবাত) এবার নতুন মেয়র প্রার্থী হওয়ায় তাঁর স্ত্রী লুনা আবদুল্লাহও সম্পূর্ণ নতুন। ভোটারদের দ্বারে দ্বারে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় সহ নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করছেন বলে জানা গেছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে জাপায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান   স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব   একই বাগানে আম আঙুর চাষ করে সফল হাসেম আলী   ৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’   সরকারি চাকরিতে প্রায় পাঁচ লাখ পদ ফাঁকা   ভুল ট্রেনে করে ঢাকায়, রান্নাঘরে ৭ বছরের বন্দিজীবন শেষে মুক্ত অঞ্জনা   লাঙ্গল মার্কায় ভোট দিলে বরিশালে কেউ অবহেলিত থাকবেনাঃ ইসমত আরা ইকবাল   ঢাকায় বিদেশী বিনিয়োগকারীদের সাথে তাপসের বৈঠক, বরিশালেও বিনিয়োগের সম্ভাবনা   পড়াশোনা আসলে চাকরি পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্যঃ ইউএনও   ভারতে গুণীজন সংবর্ধনা পেলেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরিন ইসলাম   স্বামীর পক্ষে আইনজীবীদের কাছে ভোট চাইলেন ইসমত আরা ইকবাল   বরিশাল ফ্রিল্যান্সার ফাউন্ডেশনের নতুন কমিটির সভাপতি সানী, সম্পাদক হলেন জিহাদ রানা   বরিশাল সিটি নির্বাচনে প্রচারণায় ফুরফুরে মেজাজে জাপা প্রার্থী তাপস   বিভিন্ন সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছেঃ তাপস   শিশুর মাথায় হাত বুলিয়ে আদর করলেন তাপস, ছবি ভাসছে ফেসবুকে   নায়ক ফারুকের আসনে উপনির্বাচনে আলোচনায় আজমত উল্লা   আমি চুরি করবো না, কাউকে চুরি করতেও দেব নাঃ ইকবাল হোসেন তাপস   গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ   বরিশালের সাধারণ মানুষই আমার বড় শক্তিঃ মেয়রপ্রার্থী তাপস   ঐক্যের ডাক দিয়ে এরদোয়ান বলেন, এই জয় গণতন্ত্র ও জনগণের