এই রিটার্নিং কর্মকর্তার অধীনে বরিশালে সুষ্ঠু নির্বাচন হবে নাঃ ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এই রিটার্নিং কর্মকর্তার অধীনে বরিশালে সুষ্ঠু নির্বাচন হবে নাঃ ইকবাল হোসেন তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৩, ২০২৩ ২:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

এই রিটার্নিং কর্মকর্তার অধীনে বরিশালে সুষ্ঠু নির্বাচন হবে নাঃ ইকবাল হোসেন তাপস

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন বরিশালে বর্তমানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি একচোখা নীতি অনুসরণ করছেন।তিনি আমাদের কোন কথা শুনতে চান না।আমাদের অভিযোগ আমলে নেন না।তিনি একজন প্রার্থীর বিশেষ আত্মীয়। তার কোন ভুল তার চোখে পড়েনা।আমরা বার বার বলছি তিনি শুনছেন না।বরিশালে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে রিটার্নিং কর্মকর্তাকে অপসারণ করতে হবে। দেশে বহু যোগ্য কর্মকর্তা রয়েছেন। তাদের কাউকে দায়িত্ব দিন।প্রশ্নবিদ্ধ নির্বাচন না করে সুন্দর পরিবেশ সৃষ্টি করুন।তিনিবআরও বলেন,বরিশালের ভোটারা ইভিএম চেনেনা জানেনা।তাদের ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আমরা এসব কথা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তাকে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে তিনি আমাদের কথা শুনছেন না এবং উপরে জানাচ্ছেন না।আমরা নির্বাচন মাঠে থাকতে চায় কিন্তু পরিবেশ পাচ্ছিনা।প্রতিদিন নগরীতে বহিরাগতের আনাগোনা বেড়েছে, তাদের আচার-আচরণও স্বাভাবিক নয়।এসব দেখার দায়িত্ব যার রয়েছে তিনি এসব দেখছেন না।গণমাধ্যমের সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,আপনারা ছাড়া আমার কথা বলার কোন জায়গা নেই। খুব কষ্টকরে এসব কথা বলতে হচ্ছে।

২২শে মে সোমবার ১২ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর জাপা নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, ফোরকান আহমদ সহ স্হানীয় মুরুব্বি ও দলীয় নেতাকর্মী।

দৈনিক বরিশাল ২৪

এই রিটার্নিং কর্মকর্তার অধীনে বরিশালে সুষ্ঠু নির্বাচন হবে নাঃ ইকবাল হোসেন তাপস

মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ২:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন বরিশালে বর্তমানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি একচোখা নীতি অনুসরণ করছেন।তিনি আমাদের কোন কথা শুনতে চান না।আমাদের অভিযোগ আমলে নেন না।তিনি একজন প্রার্থীর বিশেষ আত্মীয়। তার কোন ভুল তার চোখে পড়েনা।আমরা বার বার বলছি তিনি শুনছেন না।বরিশালে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে রিটার্নিং কর্মকর্তাকে অপসারণ করতে হবে। দেশে বহু যোগ্য কর্মকর্তা রয়েছেন। তাদের কাউকে দায়িত্ব দিন।প্রশ্নবিদ্ধ নির্বাচন না করে সুন্দর পরিবেশ সৃষ্টি করুন।তিনিবআরও বলেন,বরিশালের ভোটারা ইভিএম চেনেনা জানেনা।তাদের ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আমরা এসব কথা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তাকে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে তিনি আমাদের কথা শুনছেন না এবং উপরে জানাচ্ছেন না।আমরা নির্বাচন মাঠে থাকতে চায় কিন্তু পরিবেশ পাচ্ছিনা।প্রতিদিন নগরীতে বহিরাগতের আনাগোনা বেড়েছে, তাদের আচার-আচরণও স্বাভাবিক নয়।এসব দেখার দায়িত্ব যার রয়েছে তিনি এসব দেখছেন না।গণমাধ্যমের সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,আপনারা ছাড়া আমার কথা বলার কোন জায়গা নেই। খুব কষ্টকরে এসব কথা বলতে হচ্ছে।

২২শে মে সোমবার ১২ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর জাপা নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, ফোরকান আহমদ সহ স্হানীয় মুরুব্বি ও দলীয় নেতাকর্মী।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে জাপায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান   স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব   একই বাগানে আম আঙুর চাষ করে সফল হাসেম আলী   ৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’   সরকারি চাকরিতে প্রায় পাঁচ লাখ পদ ফাঁকা   ভুল ট্রেনে করে ঢাকায়, রান্নাঘরে ৭ বছরের বন্দিজীবন শেষে মুক্ত অঞ্জনা   লাঙ্গল মার্কায় ভোট দিলে বরিশালে কেউ অবহেলিত থাকবেনাঃ ইসমত আরা ইকবাল   ঢাকায় বিদেশী বিনিয়োগকারীদের সাথে তাপসের বৈঠক, বরিশালেও বিনিয়োগের সম্ভাবনা   পড়াশোনা আসলে চাকরি পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্যঃ ইউএনও   ভারতে গুণীজন সংবর্ধনা পেলেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরিন ইসলাম   স্বামীর পক্ষে আইনজীবীদের কাছে ভোট চাইলেন ইসমত আরা ইকবাল   বরিশাল ফ্রিল্যান্সার ফাউন্ডেশনের নতুন কমিটির সভাপতি সানী, সম্পাদক হলেন জিহাদ রানা   বরিশাল সিটি নির্বাচনে প্রচারণায় ফুরফুরে মেজাজে জাপা প্রার্থী তাপস   বিভিন্ন সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছেঃ তাপস   শিশুর মাথায় হাত বুলিয়ে আদর করলেন তাপস, ছবি ভাসছে ফেসবুকে   নায়ক ফারুকের আসনে উপনির্বাচনে আলোচনায় আজমত উল্লা   আমি চুরি করবো না, কাউকে চুরি করতেও দেব নাঃ ইকবাল হোসেন তাপস   গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ   বরিশালের সাধারণ মানুষই আমার বড় শক্তিঃ মেয়রপ্রার্থী তাপস   ঐক্যের ডাক দিয়ে এরদোয়ান বলেন, এই জয় গণতন্ত্র ও জনগণের