দৈনিক বরিশাল২৪.কম-এ খবর প্রকাশ, লাল বিবির পাশে সেজান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দৈনিক বরিশাল২৪.কম-এ খবর প্রকাশ, লাল বিবির পাশে সেজান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

দৈনিক বরিশাল২৪.কম-এ খবর প্রকাশ, লাল বিবির পাশে সেজান

মো: আব্বাস উদ্দিন,বরিশাল: অবশেষে মানবতার জয় হল। বাউফলের সেই বৃদ্ধ স্বামী সন্তান হারা নারী লাল বিবির পাশে দাড়ালেন ২নং কালিশুরীর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তরুন সমাজ সেবক মো: সেজান সিকদার  এবং মাজেদা মেমোরিয়াল হসপিটালের ডাঃ রাকিবুল হাসান জনি । তারা লাল বিবিকে চিকিৎসার যাবতয়ীয় খরচ চালানো সহ ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছেন।

নিশ্ব অসহায় নারী লাল বিবিকে নিয়ে “ বাউফলের স্বামী সন্তান হারা বৃদ্ধ লাল বিবি কি এভাবেই মরে যাবে!” শিরোনামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল ২৪.কম – একটি বিশেষ প্রতিবেন প্রকাশিত হয়। এতে প্রশাসন সহ সমাজের বৃত্তবান সহ সব শ্রেণীর মানুষ কে এগিয়ে আসার আহবান জানানো হয়। লাল বিবিকে গতকাল ২৮ জুন শুক্রবার ডাক্তার দেখানো হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের অন্তর্গত রাজাপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোসাম্মৎ লাল বিবি (যাকে লোকে চেনে লালভী নামে) যেন পটুয়াখালী জেলার আসমানী (পল্লী কবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা ‘আসমানী’ স্মর্তব্য)।

স্বামী মোঃ আইনউদ্দীন গাজী মারা গেছেন ৩০ বছর আগে; ভাগ্যবিড়ম্বিত এ নারীর নেই নিজের কোন সন্তান-সন্ততিও। সৎ ছেলে ফোরকান তার বাবার দ্বিতীয় স্ত্রী লাল বিবিকে কখনও ভাল চোখে দেখেনি এবং এখনও তাঁর সাথে কোন সম্পর্ক রাখে না।

সহায়-সম্বলহীন অশীতিপর লাল বিবির নিজের শারীরিক সামর্থ্য নেই আয়মূলক কোন কাজ করার। তিনি সরকারের তরফ থেকে যে বয়স্ক ভাতা পান, সেটাও তাঁর প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য। সে টাকার সাথে প্রতিবেশীদের করা সাহায্যটুকু জোড়াতালি দিয়ে তাঁকে চলতে হয় খুব কষ্টে-সৃষ্টে।

পরের জায়গায় তৈরি যে ঘরটা ভূমিহীন লাল বিবির মাথা গোঁজার ঠাই, বৃষ্টি হলেই তার জীর্ণ চাল দিয়ে পানি গড়িয়ে পড়ে। তাছাড়া দিনে-রাতে পোকামাকড় ঘরে উঠে সৃষ্টি করে বিরাট বিড়ম্বনার। আর্থিক দৈন্যের কারণে এসবের সমাধান করা তাঁর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।

তাছাড়া পরগাছার মত করে প্রতিবেশিদের ওপর নির্ভরতার মাধ্যমে মানবেতর জীবন নির্বাহ করা মোটেই সহজ বা স্বস্তিকর ব্যাপার নয়। গোঁদের ওপর বিষফোড়ার মত হয়ে তাঁকে এখন জ্বালিয়ে মারছে সম্প্রতি তৈরি হওয়া একটা আপদ, আর সেটা হল, ভাতের গরম মাড় লেগে তাঁর বুকের বাম পাশের কিছুটা অংশ ঝলসে গেছে।

অভাবের কারণে তাঁর চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে না, ওষুধ খেতে পারছেন না টাকার অভাবে। এমতাবস্থায় লাল বিবির খুবই প্রয়োজন সরকারী সাহায্য-সহযোগিতা। সরকার যদি তাঁর বর্তমান ক্ষতের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁর বর্তমান বসতঘর মেরামত বা আশ্রয়ণ প্রকল্পে তাঁর আবাসনের ব্যবস্থা গ্রহণ করাসহ তাঁকে নিয়মিতভাবে মোটামুটি পর্যাপ্ত মাসিক আর্থিক সাহায্য প্রাপ্তির ব্যবস্থা করেন, তাহলে এ অশীতিপর বৃদ্ধার দুঃখময় জীবনের শেষ দিনগুলো একটু স্বস্তিতে কাটতে পারে।

দৈনিক বরিশাল ২৪

দৈনিক বরিশাল২৪.কম-এ খবর প্রকাশ, লাল বিবির পাশে সেজান

শনিবার, জুন ২৯, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ১৪, ২০১৯ ১:০৬ পূর্বাহ্ণ

মো: আব্বাস উদ্দিন,বরিশাল: অবশেষে মানবতার জয় হল। বাউফলের সেই বৃদ্ধ স্বামী সন্তান হারা নারী লাল বিবির পাশে দাড়ালেন ২নং কালিশুরীর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তরুন সমাজ সেবক মো: সেজান সিকদার  এবং মাজেদা মেমোরিয়াল হসপিটালের ডাঃ রাকিবুল হাসান জনি । তারা লাল বিবিকে চিকিৎসার যাবতয়ীয় খরচ চালানো সহ ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছেন।

নিশ্ব অসহায় নারী লাল বিবিকে নিয়ে “ বাউফলের স্বামী সন্তান হারা বৃদ্ধ লাল বিবি কি এভাবেই মরে যাবে!” শিরোনামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল ২৪.কম – একটি বিশেষ প্রতিবেন প্রকাশিত হয়। এতে প্রশাসন সহ সমাজের বৃত্তবান সহ সব শ্রেণীর মানুষ কে এগিয়ে আসার আহবান জানানো হয়। লাল বিবিকে গতকাল ২৮ জুন শুক্রবার ডাক্তার দেখানো হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের অন্তর্গত রাজাপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোসাম্মৎ লাল বিবি (যাকে লোকে চেনে লালভী নামে) যেন পটুয়াখালী জেলার আসমানী (পল্লী কবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা ‘আসমানী’ স্মর্তব্য)।

স্বামী মোঃ আইনউদ্দীন গাজী মারা গেছেন ৩০ বছর আগে; ভাগ্যবিড়ম্বিত এ নারীর নেই নিজের কোন সন্তান-সন্ততিও। সৎ ছেলে ফোরকান তার বাবার দ্বিতীয় স্ত্রী লাল বিবিকে কখনও ভাল চোখে দেখেনি এবং এখনও তাঁর সাথে কোন সম্পর্ক রাখে না।

সহায়-সম্বলহীন অশীতিপর লাল বিবির নিজের শারীরিক সামর্থ্য নেই আয়মূলক কোন কাজ করার। তিনি সরকারের তরফ থেকে যে বয়স্ক ভাতা পান, সেটাও তাঁর প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য। সে টাকার সাথে প্রতিবেশীদের করা সাহায্যটুকু জোড়াতালি দিয়ে তাঁকে চলতে হয় খুব কষ্টে-সৃষ্টে।

পরের জায়গায় তৈরি যে ঘরটা ভূমিহীন লাল বিবির মাথা গোঁজার ঠাই, বৃষ্টি হলেই তার জীর্ণ চাল দিয়ে পানি গড়িয়ে পড়ে। তাছাড়া দিনে-রাতে পোকামাকড় ঘরে উঠে সৃষ্টি করে বিরাট বিড়ম্বনার। আর্থিক দৈন্যের কারণে এসবের সমাধান করা তাঁর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।

তাছাড়া পরগাছার মত করে প্রতিবেশিদের ওপর নির্ভরতার মাধ্যমে মানবেতর জীবন নির্বাহ করা মোটেই সহজ বা স্বস্তিকর ব্যাপার নয়। গোঁদের ওপর বিষফোড়ার মত হয়ে তাঁকে এখন জ্বালিয়ে মারছে সম্প্রতি তৈরি হওয়া একটা আপদ, আর সেটা হল, ভাতের গরম মাড় লেগে তাঁর বুকের বাম পাশের কিছুটা অংশ ঝলসে গেছে।

অভাবের কারণে তাঁর চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে না, ওষুধ খেতে পারছেন না টাকার অভাবে। এমতাবস্থায় লাল বিবির খুবই প্রয়োজন সরকারী সাহায্য-সহযোগিতা। সরকার যদি তাঁর বর্তমান ক্ষতের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁর বর্তমান বসতঘর মেরামত বা আশ্রয়ণ প্রকল্পে তাঁর আবাসনের ব্যবস্থা গ্রহণ করাসহ তাঁকে নিয়মিতভাবে মোটামুটি পর্যাপ্ত মাসিক আর্থিক সাহায্য প্রাপ্তির ব্যবস্থা করেন, তাহলে এ অশীতিপর বৃদ্ধার দুঃখময় জীবনের শেষ দিনগুলো একটু স্বস্তিতে কাটতে পারে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ